কুমিল্লায় মহাসড়কে থ্রি হুইলার বন্ধে কঠোর প্রশাসন

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কের দাপিয়ে বেড়াচ্ছে তিন চাকার যানবাহন। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এমন অবস্থায় মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধে কুমিল্লায় কঠোর অভিযান পরিচালনা করেছে হাইওয়ে পুলিশ। গত শনিবার দিনব্যাপী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-সিলেট মহাসড়কের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ময়নামতিক্রসিং হাইওয়ে থানা পুলিশ। এ সময় সিএনজি অটোরিকশা, ব্যাটারিচালিত ইজিবাইকসহ ১৫টি থ্রি হুইলার আটক করা হয়।

জানা যায়, নিষেধাজ্ঞা উপেক্ষা করে মহাসড়কে সম্প্রতি ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা, নসিমন-ভটভটিসহ বিভিন্ন প্রকারের ৩ চাকার পরিবহনগুলোর চলাচল বেড়ে যায়। এসব যানবাহনের কারণে দুর্ঘটনার শঙ্কা দেখা দেয়। এরই মধ্যে চলতি মাসের গত ১১ সেপ্টেম্বর কুমিল্লা-সিলেট মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন পরিষদের সামনে পাথরবাহী ট্রাক চাপায় রিকশাচালকসহ ৩ জন নিহত হন। তাই দুর্ঘটনা প্রতিরোধসহ জনসচেতনতা বৃদ্ধিতে গতকাল দিনব্যাপী কুমিল্লা-সিলেট মহাসড়কের সাহেব বাজার, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার, সুয়াগাজী, কাঠেরপুল এলাকায় অভিযান পরিচালনা করে ময়নামতিক্রসিং হাইওয়ে থানা পুলিশ। এ সময় মহাসড়কে তিন চাকার পরিবহন নিয়ে আসা থ্রি হুইলারের বিরুদ্ধে আটকসহ আইনগত পদক্ষেপ নেয়া হয়। এ বিষয়ে ময়নামতিক্রসিং হাইওয়ে থানার ওসি মো. আনিসুর রহমান জানান, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত তিন চাকার গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি এবং থ্রি হুইলার পরিবহন বন্ধে আমাদের এ অভিযান অব্যহত থাকবে।’

সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১ , ৫ আশ্বিন ১৪২৮ ১১ সফর ১৪৪৩

কুমিল্লায় মহাসড়কে থ্রি হুইলার বন্ধে কঠোর প্রশাসন

জেলা বার্তা পরিবেশক, কুমিল্লা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কের দাপিয়ে বেড়াচ্ছে তিন চাকার যানবাহন। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এমন অবস্থায় মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধে কুমিল্লায় কঠোর অভিযান পরিচালনা করেছে হাইওয়ে পুলিশ। গত শনিবার দিনব্যাপী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-সিলেট মহাসড়কের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ময়নামতিক্রসিং হাইওয়ে থানা পুলিশ। এ সময় সিএনজি অটোরিকশা, ব্যাটারিচালিত ইজিবাইকসহ ১৫টি থ্রি হুইলার আটক করা হয়।

জানা যায়, নিষেধাজ্ঞা উপেক্ষা করে মহাসড়কে সম্প্রতি ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা, নসিমন-ভটভটিসহ বিভিন্ন প্রকারের ৩ চাকার পরিবহনগুলোর চলাচল বেড়ে যায়। এসব যানবাহনের কারণে দুর্ঘটনার শঙ্কা দেখা দেয়। এরই মধ্যে চলতি মাসের গত ১১ সেপ্টেম্বর কুমিল্লা-সিলেট মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন পরিষদের সামনে পাথরবাহী ট্রাক চাপায় রিকশাচালকসহ ৩ জন নিহত হন। তাই দুর্ঘটনা প্রতিরোধসহ জনসচেতনতা বৃদ্ধিতে গতকাল দিনব্যাপী কুমিল্লা-সিলেট মহাসড়কের সাহেব বাজার, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার, সুয়াগাজী, কাঠেরপুল এলাকায় অভিযান পরিচালনা করে ময়নামতিক্রসিং হাইওয়ে থানা পুলিশ। এ সময় মহাসড়কে তিন চাকার পরিবহন নিয়ে আসা থ্রি হুইলারের বিরুদ্ধে আটকসহ আইনগত পদক্ষেপ নেয়া হয়। এ বিষয়ে ময়নামতিক্রসিং হাইওয়ে থানার ওসি মো. আনিসুর রহমান জানান, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত তিন চাকার গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি এবং থ্রি হুইলার পরিবহন বন্ধে আমাদের এ অভিযান অব্যহত থাকবে।’