যশোরে দালাল চক্রের সদস্য আটক

যশোরে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে দালাল চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যায় যশোরের কেশবপুর উপজেলার কলাগাছি বাজার থেকে চোরাই মোটরসাইকেলসহ দালাল চক্রের ওই সদস্যকে আটক করা হয়। আটক ইউনুছ আলী সরদার (৩০) কেশবপুরের সারুটিয়া গ্রামের কওছার আলী সরদারের ছেলে। আটককালে তার কাছ থেকে জাল-জালিয়াতির তথ্য-উপাত্তও সংগ্রহ করা হয়েছে।

যশোর জেলা পুলিশের মুখপাত্র ডিবি ওসি রুপন কুমার সরকার জানান, গোপন তথ্যের মাধ্যমে দালাল ও প্রতারক চক্রের সন্ধান পেয়ে এসআই ইদ্রিসুর রহমানের নেতৃত্বে একটি দল শনিবার সন্ধ্যায় কেশবপুর উপজেলার কলাগাছি বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় একটি চোরাই সন্দিগ্ধ ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেলসহ পুলিশ/ সেনাবাহিনী/ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ইত্যাদি সরকারি চাকরি প্রত্যাশীদের চাকরি দেয়ার প্রলোভন দিয়ে অর্থ আত্মসাৎকারী দালাল চক্রের সদস্য ইউনুছ আলী সরদারকে গ্রেপ্তার করা হয়।

ডিবি ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তার ব্যবহৃত মোবাইল ফোনে তার ফেইসবুক আইডি ম্যাসেঞ্জারে সাম্প্রতিক বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগে প্রতারণাপূর্বক প্রার্থীদের প্রতিশ্রুতি দিয়ে আবেদনপত্র ও অর্থ গ্রহণের তথ্য প্রমাণ পাওয়া যায়।

সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১ , ৫ আশ্বিন ১৪২৮ ১১ সফর ১৪৪৩

চাকরি দেয়ার নামে প্রতারণা

যশোরে দালাল চক্রের সদস্য আটক

যশোর অফিস

যশোরে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে দালাল চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যায় যশোরের কেশবপুর উপজেলার কলাগাছি বাজার থেকে চোরাই মোটরসাইকেলসহ দালাল চক্রের ওই সদস্যকে আটক করা হয়। আটক ইউনুছ আলী সরদার (৩০) কেশবপুরের সারুটিয়া গ্রামের কওছার আলী সরদারের ছেলে। আটককালে তার কাছ থেকে জাল-জালিয়াতির তথ্য-উপাত্তও সংগ্রহ করা হয়েছে।

যশোর জেলা পুলিশের মুখপাত্র ডিবি ওসি রুপন কুমার সরকার জানান, গোপন তথ্যের মাধ্যমে দালাল ও প্রতারক চক্রের সন্ধান পেয়ে এসআই ইদ্রিসুর রহমানের নেতৃত্বে একটি দল শনিবার সন্ধ্যায় কেশবপুর উপজেলার কলাগাছি বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় একটি চোরাই সন্দিগ্ধ ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেলসহ পুলিশ/ সেনাবাহিনী/ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ইত্যাদি সরকারি চাকরি প্রত্যাশীদের চাকরি দেয়ার প্রলোভন দিয়ে অর্থ আত্মসাৎকারী দালাল চক্রের সদস্য ইউনুছ আলী সরদারকে গ্রেপ্তার করা হয়।

ডিবি ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তার ব্যবহৃত মোবাইল ফোনে তার ফেইসবুক আইডি ম্যাসেঞ্জারে সাম্প্রতিক বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগে প্রতারণাপূর্বক প্রার্থীদের প্রতিশ্রুতি দিয়ে আবেদনপত্র ও অর্থ গ্রহণের তথ্য প্রমাণ পাওয়া যায়।