‘চাঁদনী’ জুটির তিন দশক পেরিয়ে

১৯৯১ সালের ৪ অক্টোবর শুক্রবার মুক্তি পেয়েছিলো ‘চাঁদনী’ চলচ্চিত্র। সেই হিসেবে চলতি বছরের ৪ অক্টোবর ‘চাঁদনী’ ৩০ বছর পূর্ণ করেছে। রজত জয়ন্তীকে উপলক্ষ্যে করেই শাবনাজ নাঈম উদ্যোগ নিয়েছিলেন ‘চাঁদনী সন্ধ্যা’র। কিন্তু তিন দশক পূর্তি উপলক্ষে নাইম-শাবনাজ করোনার কারণে ছোট্ট করে হলেও কোন আয়োজন করতে পারেননি। তাই ‘চাঁদনী’ মুক্তির তিন দশক পুর্তিতে নিজেরাই ঘরে বসে সময় পার করেছেন। আবার গতকাল ছিলো তাদের বিবাহিত জীবনের ২৮ বছরে পদার্পণ। অনেকেই ‘চাঁদনী’র ৩০ বছর পূর্তি এবং বিবাহিত জীবনের ২৮ বছরে পদার্পণ উপলক্ষে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা, অভিনন্দন জানিয়েছেন। ‘চাঁদনী’র তিন দশক পূর্তি উপলক্ষে নাইম বলেন, ‘দেখতে দেখতে জীবন থেকে আমাদের প্রথম সিনেমা মুক্তির এতোটা বছর পেরিয়ে গেছে তা ভাবতেই পারি না। চাঁদনীর নির্মাতা আমাদের গুরু এহতেশাম সাহেব আজ আমাদের মাঝে নেই। কিন্তু আমরা দুজনই তাকে প্রতিনিয়ত অনুভব করি।’ শাবনাজ বলেন, ‘আমরা দুজনই এখন আর কাজ না করলেও চলচ্চিত্রকে আমরা আমাদের পরিবারের মতোই মনেকরি। এখানে একজনের সাফল্যে যেমন আনন্দিত হই, অনুরূপভাবে এখানে কারও কষ্ট দেখলে নিজের ভেতরও কষ্ট অনুভব করি সমানানুভূতি নিয়ে। চাঁদনী মুক্তির এত বছর পরও এখনও দর্শক যেভাবে আমাদের স্মরণ করেন, শ্রদ্ধা করেন, ভালোবাসেন তাতে সত্যিই বিস্মিত হই।’ উল্লেখ্য নাইম এবং শাবনাজের অভিষেকের মধ্যদিয়ে চলচ্চিত্রে জুটি প্রথার নতুন এক ধারা শুরু হয়। এরপর একে একে এই জুটি বেশকিছু চলচ্চিত্রে অীভনয় করেন। সর্বশেষ তারা দুজন ‘ঘরে ঘরে যুদ্ধ’ চলচ্চিত্রে জুটি হয়ে অভিনয় করেছিলেন।

বুধবার, ০৬ অক্টোবর ২০২১ , ২১ আশ্বিন ১৪২৮ ২৭ সফর ১৪৪৩

‘চাঁদনী’ জুটির তিন দশক পেরিয়ে

বিনোদন প্রতিবেদক

image

১৯৯১ সালের ৪ অক্টোবর শুক্রবার মুক্তি পেয়েছিলো ‘চাঁদনী’ চলচ্চিত্র। সেই হিসেবে চলতি বছরের ৪ অক্টোবর ‘চাঁদনী’ ৩০ বছর পূর্ণ করেছে। রজত জয়ন্তীকে উপলক্ষ্যে করেই শাবনাজ নাঈম উদ্যোগ নিয়েছিলেন ‘চাঁদনী সন্ধ্যা’র। কিন্তু তিন দশক পূর্তি উপলক্ষে নাইম-শাবনাজ করোনার কারণে ছোট্ট করে হলেও কোন আয়োজন করতে পারেননি। তাই ‘চাঁদনী’ মুক্তির তিন দশক পুর্তিতে নিজেরাই ঘরে বসে সময় পার করেছেন। আবার গতকাল ছিলো তাদের বিবাহিত জীবনের ২৮ বছরে পদার্পণ। অনেকেই ‘চাঁদনী’র ৩০ বছর পূর্তি এবং বিবাহিত জীবনের ২৮ বছরে পদার্পণ উপলক্ষে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা, অভিনন্দন জানিয়েছেন। ‘চাঁদনী’র তিন দশক পূর্তি উপলক্ষে নাইম বলেন, ‘দেখতে দেখতে জীবন থেকে আমাদের প্রথম সিনেমা মুক্তির এতোটা বছর পেরিয়ে গেছে তা ভাবতেই পারি না। চাঁদনীর নির্মাতা আমাদের গুরু এহতেশাম সাহেব আজ আমাদের মাঝে নেই। কিন্তু আমরা দুজনই তাকে প্রতিনিয়ত অনুভব করি।’ শাবনাজ বলেন, ‘আমরা দুজনই এখন আর কাজ না করলেও চলচ্চিত্রকে আমরা আমাদের পরিবারের মতোই মনেকরি। এখানে একজনের সাফল্যে যেমন আনন্দিত হই, অনুরূপভাবে এখানে কারও কষ্ট দেখলে নিজের ভেতরও কষ্ট অনুভব করি সমানানুভূতি নিয়ে। চাঁদনী মুক্তির এত বছর পরও এখনও দর্শক যেভাবে আমাদের স্মরণ করেন, শ্রদ্ধা করেন, ভালোবাসেন তাতে সত্যিই বিস্মিত হই।’ উল্লেখ্য নাইম এবং শাবনাজের অভিষেকের মধ্যদিয়ে চলচ্চিত্রে জুটি প্রথার নতুন এক ধারা শুরু হয়। এরপর একে একে এই জুটি বেশকিছু চলচ্চিত্রে অীভনয় করেন। সর্বশেষ তারা দুজন ‘ঘরে ঘরে যুদ্ধ’ চলচ্চিত্রে জুটি হয়ে অভিনয় করেছিলেন।