আফিফের পায়ে বল ছুড়ে মারেন শাহীন?

সিরিজের প্রথম ম্যাচে নরুল হাসান সোহানকে বাজে ইঙ্গিত করে শাস্তি পেয়েছেন হাসান আলী। গতকাল আফিফ হোসেনের পায়ে বল ছুড়ে মারেন পাকিস্তানের আরেক পেসার শাহীন শাহ আফ্রিদি। এই ঘটনায় বড় শাস্তিই হয়তো অপেক্ষা করছে শাহীনের জন্য।

ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে দারুণ এক ফ্লিক শটে শাহীনকে ছক্কা মেরেছিলেন আফিফ। পরের বল ডিফেন্স করে ক্রিজেই ছিলেন তিনি। কিন্তু বল ধরে জোরালো থ্রো করেন শাহীন। সেই বল সরাসরি আঘাত হানে আফিফের পায়ে। আফিফ সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন।

অবশ্য পাকিস্তানি ক্রিকেটাররা ছুটে গিয়ে দুঃখপ্রকাশ করলেও ওই ছক্কা খেয়েই যে মেজাজ হারিয়েছেন, সেটি স্পষ্ট। মাত্রই ক্রিজে নামা আফিফ দারুণ ছন্দে থাকা শাহীনের বলে ছক্কা হাঁকান।

তবে বল পায়ে লাগলেও বড় কোনও ইনজুরিতে পড়েননি আফিফ। শাহীনের থ্রোতে পড়ে গিয়ে কিছুক্ষণ শুশ্রূষার পর ব্যাটিং চালিয়ে যান তিনি। যদিও বেশিক্ষণ টিকতে পারেননি। ২১ বলে ২০ রান করে ফেরেন বাঁহাতি এই ব্যাটার।

রবিবার, ২১ নভেম্বর ২০২১ , ৬ অগ্রহায়ণ ১৪২৮ ১৫ রবিউস সানি ১৪৪৩

আফিফের পায়ে বল ছুড়ে মারেন শাহীন?

ক্রীড়া বার্তা পরিবেশক

image

আফিফের পায়ে বল ছুড়ে মারেন শাহীন শাহ আফ্রিদি - বিসিবি

সিরিজের প্রথম ম্যাচে নরুল হাসান সোহানকে বাজে ইঙ্গিত করে শাস্তি পেয়েছেন হাসান আলী। গতকাল আফিফ হোসেনের পায়ে বল ছুড়ে মারেন পাকিস্তানের আরেক পেসার শাহীন শাহ আফ্রিদি। এই ঘটনায় বড় শাস্তিই হয়তো অপেক্ষা করছে শাহীনের জন্য।

ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে দারুণ এক ফ্লিক শটে শাহীনকে ছক্কা মেরেছিলেন আফিফ। পরের বল ডিফেন্স করে ক্রিজেই ছিলেন তিনি। কিন্তু বল ধরে জোরালো থ্রো করেন শাহীন। সেই বল সরাসরি আঘাত হানে আফিফের পায়ে। আফিফ সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন।

অবশ্য পাকিস্তানি ক্রিকেটাররা ছুটে গিয়ে দুঃখপ্রকাশ করলেও ওই ছক্কা খেয়েই যে মেজাজ হারিয়েছেন, সেটি স্পষ্ট। মাত্রই ক্রিজে নামা আফিফ দারুণ ছন্দে থাকা শাহীনের বলে ছক্কা হাঁকান।

তবে বল পায়ে লাগলেও বড় কোনও ইনজুরিতে পড়েননি আফিফ। শাহীনের থ্রোতে পড়ে গিয়ে কিছুক্ষণ শুশ্রূষার পর ব্যাটিং চালিয়ে যান তিনি। যদিও বেশিক্ষণ টিকতে পারেননি। ২১ বলে ২০ রান করে ফেরেন বাঁহাতি এই ব্যাটার।