দুই যুগ পেরিয়ে ইন্তেখাব দিনার

ইন্তেখাব দিনার-মঞ্চ, টিভি, সিনেমার দাপুটে অভিনেতা। অভিনয়ের শুরুটা হয়েছিলো তার মঞ্চ নাটক দিয়ে। নাগরিক নাট্যসম্প্রদায়ের হয়ে দিনার ‘নূরুলদীনের সারাজীবন’, ‘অচলায়তন’, ‘গ্যালিলিও’, ‘মৃত্যু সংবাদ’, ‘দেওয়ান গাজীর কিসসা’সহ আরো বেশিকিছু নাটকে অভিনয় করেন।

১৯৯৭ সালে গাজী রাকায়েতের রচনায় ও সালাহ উদ্দিন লাভলুর পরিচালনায় বিপাশা হায়াতের বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে টিভি নাটকে ইন্তেখাব দিনারের যাত্রা শুরু হয়। পরবর্তীতে ১৩ জন পরিচালকের পরিচালনায় নির্মিত ধারাবাহিক নাটক ‘বন্ধন’-এ অভিনয় করে আলোচনায় আসেন ইন্তেখাব দিনার। এরপর থেকে আজ অবধি অভিনয়ই করে যাচ্ছেন তিনি। দীর্ঘ দুই যুগের অভিনয়ের দুনিয়ায় পথচলায় তিনি পরিণত হয়েছেন কোটি মানুষের দর্শকপ্রিয় অভিনেতাতে। ইন্তেখাব দিনার অভিনীত বহু দর্শকপ্রিয় নাটক রয়েছে। সিনেমার দুনিয়ায় তার পথচলা শুরু হয় প্রয়াত বাদল রহমান পরিচালিত ‘ছানা ও মুক্তিযুদ্ধ’তে অভিনয় করে। পরবর্তীতে দিনারকে ‘জয়যাত্রা’, ‘ইতি তোমারই ঢাকা’, ‘বৃহন্নলা’, ‘ফিরে এসো বেহুলা’, ‘সাপলুডু’ সিনেমায় অভিনয় করতে দেখা যায়। তার অভিনিত মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘শনিবারের চিঠি’ সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়। গতকাল থেকে দিনার রায়হান খানের রচনা ও পরিচালনায় ‘দৌড়’ নামক একটি ওয়েব সিরিজে কাজ করছেন। ইন্তেখাব দিনার এখন পর্যন্ত বহু বিজ্ঞাপনে ভয়েজ ওভার দিয়েছেন। দিনার বলেন, ‘আল্লাহ আমাকে যা দিয়েছেন-সেটাই অনেক বড়প্রাপ্তি। জীবনে এতো প্রাপ্তি যুক্ত হবে, তা ভাবিনি কখনো।’

মঙ্গলবার, ০৪ জানুয়ারী ২০২২ , ২০ পৌষ ১৪২৮ ৩০ জমাদিউল আউয়াল

দুই যুগ পেরিয়ে ইন্তেখাব দিনার

বিনোদন প্রতিবেদক

image

ইন্তেখাব দিনার-মঞ্চ, টিভি, সিনেমার দাপুটে অভিনেতা। অভিনয়ের শুরুটা হয়েছিলো তার মঞ্চ নাটক দিয়ে। নাগরিক নাট্যসম্প্রদায়ের হয়ে দিনার ‘নূরুলদীনের সারাজীবন’, ‘অচলায়তন’, ‘গ্যালিলিও’, ‘মৃত্যু সংবাদ’, ‘দেওয়ান গাজীর কিসসা’সহ আরো বেশিকিছু নাটকে অভিনয় করেন।

১৯৯৭ সালে গাজী রাকায়েতের রচনায় ও সালাহ উদ্দিন লাভলুর পরিচালনায় বিপাশা হায়াতের বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে টিভি নাটকে ইন্তেখাব দিনারের যাত্রা শুরু হয়। পরবর্তীতে ১৩ জন পরিচালকের পরিচালনায় নির্মিত ধারাবাহিক নাটক ‘বন্ধন’-এ অভিনয় করে আলোচনায় আসেন ইন্তেখাব দিনার। এরপর থেকে আজ অবধি অভিনয়ই করে যাচ্ছেন তিনি। দীর্ঘ দুই যুগের অভিনয়ের দুনিয়ায় পথচলায় তিনি পরিণত হয়েছেন কোটি মানুষের দর্শকপ্রিয় অভিনেতাতে। ইন্তেখাব দিনার অভিনীত বহু দর্শকপ্রিয় নাটক রয়েছে। সিনেমার দুনিয়ায় তার পথচলা শুরু হয় প্রয়াত বাদল রহমান পরিচালিত ‘ছানা ও মুক্তিযুদ্ধ’তে অভিনয় করে। পরবর্তীতে দিনারকে ‘জয়যাত্রা’, ‘ইতি তোমারই ঢাকা’, ‘বৃহন্নলা’, ‘ফিরে এসো বেহুলা’, ‘সাপলুডু’ সিনেমায় অভিনয় করতে দেখা যায়। তার অভিনিত মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘শনিবারের চিঠি’ সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়। গতকাল থেকে দিনার রায়হান খানের রচনা ও পরিচালনায় ‘দৌড়’ নামক একটি ওয়েব সিরিজে কাজ করছেন। ইন্তেখাব দিনার এখন পর্যন্ত বহু বিজ্ঞাপনে ভয়েজ ওভার দিয়েছেন। দিনার বলেন, ‘আল্লাহ আমাকে যা দিয়েছেন-সেটাই অনেক বড়প্রাপ্তি। জীবনে এতো প্রাপ্তি যুক্ত হবে, তা ভাবিনি কখনো।’