টুইটারে প্রশংসায় ভাসছে বাংলাদেশ দল

মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যানন্ডের বিপক্ষে ৮ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। এর আগে তিন ফরম্যাট মিলে ৩২টি ম্যাচে জয় না পাওয়া টাইগাররা নিউজিল্যান্ডের মাটিতে হারের বৃত্ত ভেঙেছে অবশেষে। ওই অভাবনীয় জয়ের পর থেকে টুইটারে প্রশংসায় ভাসছে বাংলাদেশ দল।

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় লিখেছেন, “ব্রিলিয়ান্ট বাংলাদেশ”।

শ্রীলঙ্কার টেস্ট অধিনায়ক দিমুথ করুনারাতেœ লিখেছেন, “নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের জন্য বাংলাদেশকে অভিনন্দন..ভাল খেলেছো।”

সাবেক আইরিশ তারকা নেইল ও’ব্রায়েন লিখেছেন, “বাংলাদেশের সকল মানুষের জন্য আমি খুবই খুশি আজ। সেখানে খেলোয়াড় হিসেবে সফরে গিয়েছি এবং একাধিকবার বিপিএলে কাজ করেছি। দেশটির ক্রিকেট প্রেমীদের জন্য এটি খুব বড় একটি মুহূর্ত। ভালো খেলেছেন টাইগাররা। অসাধারণ!”

নিউজিল্যান্ড অধিনায়ক স্টিভেন ফ্লেমিং লিখেছেন “নিউজিল্যান্ডের এই টেস্ট ম্যাচটিকে হালকাভাবে নেয়ার যে কোন আলোচনাই বাজে কথা। বাংলাদেশ একটি চমৎকার টস জিতেছে এবং একটি দুর্দান্ত টেস্ট খেলেছে। ইতিহাস গড়ার জন্য বাংলাদেশ দল এবং কোচিং স্টাফদের অভিনন্দন। সত্যিই দ্বিতীয় টেস্টের জন্য উন্মুখ হয়ে আছি।”

সাবেক ভারতীয় ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ লিখেছেন, “মাউন্ট মঙ্গানুইতে ইতিহাস সৃষ্টি করার জন্য বাংলাদেশকে অভিনন্দন! টেস্টে ৮ উইকেটে জয় পাওয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের প্রথম টেস্ট জয় পাওয়াটা অনুপ্রেরণাদায়ক এবং একটি অবিশ্বাস্য কৃতিত্ব। আমি নিশ্চিত, এই জয়টি অনেক বছর মনে থাকবে।” শ্রীলঙ্কার সাবেক কোচ মিকি আর্থার লিখেছেন, “কি অসাধারণ এক চেষ্টা বাংলাদেশের। এই জয় নিয়ে তোমরা গর্বিত হতে পার।”

এছাড়া ভারতের দীনেশ কার্তক, ইরফান পাঠান, ওয়াসিম জাফর, শ্রীলঙ্কার রাসেল আর্নোল্ডসহ আরও অনেকেই বাংলাদেশের প্রশংসা করে টুইট করেছেন।

বৃহস্পতিবার, ০৬ জানুয়ারী ২০২২ , ২২ পৌষ ১৪২৮ ২ জমাদিউস সানি ১৪৪৩

টুইটারে প্রশংসায় ভাসছে বাংলাদেশ দল

সংবাদ স্পোর্টস ডেস্ক

মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যানন্ডের বিপক্ষে ৮ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। এর আগে তিন ফরম্যাট মিলে ৩২টি ম্যাচে জয় না পাওয়া টাইগাররা নিউজিল্যান্ডের মাটিতে হারের বৃত্ত ভেঙেছে অবশেষে। ওই অভাবনীয় জয়ের পর থেকে টুইটারে প্রশংসায় ভাসছে বাংলাদেশ দল।

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় লিখেছেন, “ব্রিলিয়ান্ট বাংলাদেশ”।

শ্রীলঙ্কার টেস্ট অধিনায়ক দিমুথ করুনারাতেœ লিখেছেন, “নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের জন্য বাংলাদেশকে অভিনন্দন..ভাল খেলেছো।”

সাবেক আইরিশ তারকা নেইল ও’ব্রায়েন লিখেছেন, “বাংলাদেশের সকল মানুষের জন্য আমি খুবই খুশি আজ। সেখানে খেলোয়াড় হিসেবে সফরে গিয়েছি এবং একাধিকবার বিপিএলে কাজ করেছি। দেশটির ক্রিকেট প্রেমীদের জন্য এটি খুব বড় একটি মুহূর্ত। ভালো খেলেছেন টাইগাররা। অসাধারণ!”

নিউজিল্যান্ড অধিনায়ক স্টিভেন ফ্লেমিং লিখেছেন “নিউজিল্যান্ডের এই টেস্ট ম্যাচটিকে হালকাভাবে নেয়ার যে কোন আলোচনাই বাজে কথা। বাংলাদেশ একটি চমৎকার টস জিতেছে এবং একটি দুর্দান্ত টেস্ট খেলেছে। ইতিহাস গড়ার জন্য বাংলাদেশ দল এবং কোচিং স্টাফদের অভিনন্দন। সত্যিই দ্বিতীয় টেস্টের জন্য উন্মুখ হয়ে আছি।”

সাবেক ভারতীয় ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ লিখেছেন, “মাউন্ট মঙ্গানুইতে ইতিহাস সৃষ্টি করার জন্য বাংলাদেশকে অভিনন্দন! টেস্টে ৮ উইকেটে জয় পাওয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের প্রথম টেস্ট জয় পাওয়াটা অনুপ্রেরণাদায়ক এবং একটি অবিশ্বাস্য কৃতিত্ব। আমি নিশ্চিত, এই জয়টি অনেক বছর মনে থাকবে।” শ্রীলঙ্কার সাবেক কোচ মিকি আর্থার লিখেছেন, “কি অসাধারণ এক চেষ্টা বাংলাদেশের। এই জয় নিয়ে তোমরা গর্বিত হতে পার।”

এছাড়া ভারতের দীনেশ কার্তক, ইরফান পাঠান, ওয়াসিম জাফর, শ্রীলঙ্কার রাসেল আর্নোল্ডসহ আরও অনেকেই বাংলাদেশের প্রশংসা করে টুইট করেছেন।