আবৃত্তিশিল্পী হাসান আরিফের অবস্থা সংকটাপন্ন

গত ২ ডিসেম্বর থেকে করোনা আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও আবৃত্তিশিল্পী হাসান আরিফ। এরমধ্যে দু’একবার তার শারীরিক অবস্থার উন্নতি ঘটলেও বর্তমানে তিনি ভালো নেই বলে গণমাধ্যমকে জানিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। জানা গেছে, আইসিইউতে থাকা অবস্থায় তার হার্ট অ্যাটাক হয়েছে। বর্তমানে হাসপাতালের ভেন্টিলেশন সাপোর্টে (লাইফ সাপোর্ট) রয়েছেন হাসান আরিফ।

গোলাম কুদ্দুছ বলেন, ‘লাইফ সাপোর্টে থাকা অবস্থাতেই এ ধরনের হার্ট অ্যাটাক তাকে আরও সংকটে ফেলে দিয়েছে। এটাই বেশি ভাবাচ্ছে। চিকিৎসকরা চেষ্টা করছেন, আমরাও দোয়া করছি।’

তিনি জানান, এর আগে কখনও হার্ট অ্যাটাকের ঘটনা ছিল না। এবারই প্রথম এমনটা হয়েছে হাসান আরিফের। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক হাসান আরিফ দীর্ঘদিন ধরে দেশের সাংগঠনিক আবৃত্তিচর্চা ও প্রশিক্ষণে অসামান্য ভূমিকা পালন করে আসছেন। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের সব গণতান্ত্রিক-সাংস্কৃতিক আন্দোলনে তিনি সামনে থেকে ভূমিকা পালন করেছেন।

সোমবার, ১০ জানুয়ারী ২০২২ , ২৬ পৌষ ১৪২৮ ৬ জমাদিউস সানি ১৪৪৩

আবৃত্তিশিল্পী হাসান আরিফের অবস্থা সংকটাপন্ন

বিনোদন প্রতিবেদক

image

গত ২ ডিসেম্বর থেকে করোনা আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও আবৃত্তিশিল্পী হাসান আরিফ। এরমধ্যে দু’একবার তার শারীরিক অবস্থার উন্নতি ঘটলেও বর্তমানে তিনি ভালো নেই বলে গণমাধ্যমকে জানিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। জানা গেছে, আইসিইউতে থাকা অবস্থায় তার হার্ট অ্যাটাক হয়েছে। বর্তমানে হাসপাতালের ভেন্টিলেশন সাপোর্টে (লাইফ সাপোর্ট) রয়েছেন হাসান আরিফ।

গোলাম কুদ্দুছ বলেন, ‘লাইফ সাপোর্টে থাকা অবস্থাতেই এ ধরনের হার্ট অ্যাটাক তাকে আরও সংকটে ফেলে দিয়েছে। এটাই বেশি ভাবাচ্ছে। চিকিৎসকরা চেষ্টা করছেন, আমরাও দোয়া করছি।’

তিনি জানান, এর আগে কখনও হার্ট অ্যাটাকের ঘটনা ছিল না। এবারই প্রথম এমনটা হয়েছে হাসান আরিফের। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক হাসান আরিফ দীর্ঘদিন ধরে দেশের সাংগঠনিক আবৃত্তিচর্চা ও প্রশিক্ষণে অসামান্য ভূমিকা পালন করে আসছেন। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের সব গণতান্ত্রিক-সাংস্কৃতিক আন্দোলনে তিনি সামনে থেকে ভূমিকা পালন করেছেন।