সংগীত একাডেমি প্রতিষ্ঠা করলেন শাহনাজ বেলী

কুষ্টিয়ার মেয়ে শাহনাজ বেলী লালন সংগীতশিল্পী। এর পাশাপাশি সব ধরনের লোকজ গানেও বেশ পারদর্শী তিনি। আগামী প্রজন্মের মাঝে লালন সংগীতের আরো প্রসার ঘটাতে তিনি নিজ উদ্যোগে কুষ্টিয়াতে তার নিজ গ্রামে পশ্চিম আবদালপুরে ‘শাহনাজ বেলী সংগীত একাডেমি’ গড়েছেন। গেলো ৩ এপ্রিল একাডেমিটির যাত্রা শুরু হয়েছে। একাডেমির প্রতিষ্ঠাতা ও সভাপতি শাহনাজ বেলী। সহ-সভাপতি জমির হোসেন। সাধারণ সম্পাদক হিসেবে আছেন শাহজাহান সিরাজ।

শাহনাজ বেলী জানান, একাডেমিতে বর্তমানে ৫০ জন শিক্ষার্থী গান শিখছেন। এখনো সেভাবে তেমন কোন ওস্তাদ পুরো সময়ের জন্য চূড়ান্ত করা হয়নি। আগামী ঈদের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান শাহনাজ বেলী।

নিজের একাডেমি নিয়ে স্বপ্ন প্রসঙ্গে শাহনাজ বেলী বলেন, ‘বিশেষত লালন সঙ্গীত নিয়েই একাডেমি ঘিরে আমার স্বপ্ন। লালনের গানের আরো অনেক বেশি প্রসারের ক্ষেত্রেই এই একাডেমি বিশেষ ভূমিকা রাখবে। আমি চাই সত্যিকারের শিল্পীরা বেরিয়ে আসুক।’ শাহনাজ বেলী জানান এরইমধ্যে তিনি আগরতলা থেকেও শো করে ফিরেছেন। এছাড়া স্টেজ মৌসুমের শেষপ্রান্তে তিনি টাঙ্গাইল, আরিচা, কালিয়াকৈরসহ বেশকিছু জায়গায় স্টেজ শোতে পারফর্ম করেছেন।

বুধবার, ২০ এপ্রিল ২০২২ , ০৭ বৈশাখ ১৪২৮ ১৮ রমাদ্বান ১৪৪৩

সংগীত একাডেমি প্রতিষ্ঠা করলেন শাহনাজ বেলী

বিনোদন প্রতিবেদক

image

কুষ্টিয়ার মেয়ে শাহনাজ বেলী লালন সংগীতশিল্পী। এর পাশাপাশি সব ধরনের লোকজ গানেও বেশ পারদর্শী তিনি। আগামী প্রজন্মের মাঝে লালন সংগীতের আরো প্রসার ঘটাতে তিনি নিজ উদ্যোগে কুষ্টিয়াতে তার নিজ গ্রামে পশ্চিম আবদালপুরে ‘শাহনাজ বেলী সংগীত একাডেমি’ গড়েছেন। গেলো ৩ এপ্রিল একাডেমিটির যাত্রা শুরু হয়েছে। একাডেমির প্রতিষ্ঠাতা ও সভাপতি শাহনাজ বেলী। সহ-সভাপতি জমির হোসেন। সাধারণ সম্পাদক হিসেবে আছেন শাহজাহান সিরাজ।

শাহনাজ বেলী জানান, একাডেমিতে বর্তমানে ৫০ জন শিক্ষার্থী গান শিখছেন। এখনো সেভাবে তেমন কোন ওস্তাদ পুরো সময়ের জন্য চূড়ান্ত করা হয়নি। আগামী ঈদের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান শাহনাজ বেলী।

নিজের একাডেমি নিয়ে স্বপ্ন প্রসঙ্গে শাহনাজ বেলী বলেন, ‘বিশেষত লালন সঙ্গীত নিয়েই একাডেমি ঘিরে আমার স্বপ্ন। লালনের গানের আরো অনেক বেশি প্রসারের ক্ষেত্রেই এই একাডেমি বিশেষ ভূমিকা রাখবে। আমি চাই সত্যিকারের শিল্পীরা বেরিয়ে আসুক।’ শাহনাজ বেলী জানান এরইমধ্যে তিনি আগরতলা থেকেও শো করে ফিরেছেন। এছাড়া স্টেজ মৌসুমের শেষপ্রান্তে তিনি টাঙ্গাইল, আরিচা, কালিয়াকৈরসহ বেশকিছু জায়গায় স্টেজ শোতে পারফর্ম করেছেন।