শেয়ারবাজারে সামান্য উত্থান বেড়েছে দর-লেনদেনও

গতকাল সামান্য উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন সূচকের সঙ্গে বেশির ভাগ শেয়ারের দর এবং টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ০.০৭ পয়েন্ট বা ০.০০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৭৭.৬৪ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২.৯৬ পয়েন্ট বা ০.২০ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৮.১৬ পয়েন্ট বা ০.৩২ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৫৩.৪৩ পয়েন্টে এবং দুই হাজার ৪৬৬.১৬ পয়েন্টে।

ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯৩০ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট যা আগের কার্যদিবস থেকে ১৬৩ কোটি ৯৫ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৭৬৬ কোটি ৭৪ টাকার। ডিএসইতে গতকাল ৩৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৭১টির বা ৪৪.৮৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৫৮টির বা ৪১.৪৭ শতাংশের এবং ৫২টির বা ১৩.৬৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩১.৯৩ পয়েন্ট বা ০.১৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬১০.৯২ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৬টির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির দর। গতকাল সিএসইতে ১৫ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ৪০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১৩৯ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ২ কোটি ৪৯ লাখ ২৩ হাজার ৩৮৩টি শেয়ার ৮৮ বার হাত বদলের মাধ্যমে ১৩৯ কোটি ৭৫ লাখ ৬০ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৫২ কোটি ৩১ লাখ ১৯ হাজার টাকার লেনদেন হয়েছে জিপিএইচ ইস্পাতের। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ কোটি ৪৭ লাখ ৭৮ হাজার টাকার সোনালী পেপারের এবং তৃতীয় সর্বোচ্চ ২৭ কোটি ৩ লাখ ৯৪ হাজার টাকার লেনদেন হয়েছে ইসলামী ব্যাংকের।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭১টির বা ৪৪.৮৮ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ইউনিক হোটেলের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস ইউনিক হোটেলের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৩.১০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৬৯.৪০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৬.৩০ টাকা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইউনিক হোটেল ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জেএমআই হসপিটালের ৯.৯৭ শতাংশ, সিমটেক্সের ৬.৭০ শতাংশ, এপেক্স ফুটওয়্যারের ৬.১৭ শতাংশ, বিডি ল্যাম্পসের ৫.৯০ শতাংশ, রানার অটোমোবাইলসের ৫.৪৬ শতাংশ, অলটেক্সের ৫.২২ শতাংশ, মনোস্পুল পেপারের ৪.৭১ শতাংশ, এনভয় টেক্সটাইলের ৪.৬৩ শতাংশ এবং আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার দর ৪.৬০ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫৮টির বা ৪১.৪৭ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন লুব্রিকেন্টেসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৯৩২.২০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৮৩৫.৬০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৯৬.৬০ টাকা বা ৪.৯৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে ইস্টার্ন লুব্রিকেন্টস ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আমান ফিডের ৪.৯১ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৪.৭২ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৪.৬৭ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ৪.০৩ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৩.৮৯ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৩.৮৭ শতাংশ, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৩.৮৪ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৩.৮৩ শতাংশ এবং কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৩.৮০ শতাংশ কমেছে।

বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২ , ১৫ বৈশাখ ১৪২৮ ২৬ রমাদ্বান ১৪৪৩

শেয়ারবাজারে সামান্য উত্থান বেড়েছে দর-লেনদেনও

অর্থনৈতিক বার্তা পরিবেশক

গতকাল সামান্য উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন সূচকের সঙ্গে বেশির ভাগ শেয়ারের দর এবং টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ০.০৭ পয়েন্ট বা ০.০০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৭৭.৬৪ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২.৯৬ পয়েন্ট বা ০.২০ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৮.১৬ পয়েন্ট বা ০.৩২ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৫৩.৪৩ পয়েন্টে এবং দুই হাজার ৪৬৬.১৬ পয়েন্টে।

ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯৩০ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট যা আগের কার্যদিবস থেকে ১৬৩ কোটি ৯৫ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৭৬৬ কোটি ৭৪ টাকার। ডিএসইতে গতকাল ৩৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৭১টির বা ৪৪.৮৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৫৮টির বা ৪১.৪৭ শতাংশের এবং ৫২টির বা ১৩.৬৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩১.৯৩ পয়েন্ট বা ০.১৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬১০.৯২ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৬টির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির দর। গতকাল সিএসইতে ১৫ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ৪০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১৩৯ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ২ কোটি ৪৯ লাখ ২৩ হাজার ৩৮৩টি শেয়ার ৮৮ বার হাত বদলের মাধ্যমে ১৩৯ কোটি ৭৫ লাখ ৬০ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৫২ কোটি ৩১ লাখ ১৯ হাজার টাকার লেনদেন হয়েছে জিপিএইচ ইস্পাতের। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ কোটি ৪৭ লাখ ৭৮ হাজার টাকার সোনালী পেপারের এবং তৃতীয় সর্বোচ্চ ২৭ কোটি ৩ লাখ ৯৪ হাজার টাকার লেনদেন হয়েছে ইসলামী ব্যাংকের।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭১টির বা ৪৪.৮৮ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ইউনিক হোটেলের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস ইউনিক হোটেলের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৩.১০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৬৯.৪০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৬.৩০ টাকা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইউনিক হোটেল ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জেএমআই হসপিটালের ৯.৯৭ শতাংশ, সিমটেক্সের ৬.৭০ শতাংশ, এপেক্স ফুটওয়্যারের ৬.১৭ শতাংশ, বিডি ল্যাম্পসের ৫.৯০ শতাংশ, রানার অটোমোবাইলসের ৫.৪৬ শতাংশ, অলটেক্সের ৫.২২ শতাংশ, মনোস্পুল পেপারের ৪.৭১ শতাংশ, এনভয় টেক্সটাইলের ৪.৬৩ শতাংশ এবং আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার দর ৪.৬০ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫৮টির বা ৪১.৪৭ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন লুব্রিকেন্টেসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৯৩২.২০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৮৩৫.৬০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৯৬.৬০ টাকা বা ৪.৯৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে ইস্টার্ন লুব্রিকেন্টস ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আমান ফিডের ৪.৯১ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৪.৭২ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৪.৬৭ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ৪.০৩ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৩.৮৯ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৩.৮৭ শতাংশ, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৩.৮৪ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৩.৮৩ শতাংশ এবং কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৩.৮০ শতাংশ কমেছে।