বড় পতন শেয়ারবাজারে : সূচক লেনদেন, দর সবই কমেছে

টানা ৯ কার্যদিবস পতনের পর শেষ দুই কার্যদিবস উত্থান হয়েছিল শেয়ারবাজারে। বিনিয়োগকারীরা বাজারের উজ্জ্বল ভবিষ্যত নিয়ে আশায় বুক বেধেছিলেন। কিন্তু গতকাল শেয়ারবাজারে বড় পতন হয়েছে। দুই কার্যদিবস যে পরিমাণ সূচক বেড়েছিল একদিনেই তার চেয়ে বেশি সূচক কমেছে। অর্থাৎ দুই দিনের উত্থান একদিনেই শেষ হয়ে গেলো। গতকাল শেয়ারবাজারের সব সূচকই কমেছে। সূচকের সঙ্গে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমেছে। একই সঙ্গে কমেছে টাকার পরিমাণে লেনদেনও।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৪.২৪ পয়েন্ট বা ১.২১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৮.০০ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৪.১৩ পয়েন্ট বা ১.০৫ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২৭.১৭ পয়েন্ট বা ১.২৪ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩১৯.৮৪ পয়েন্টে এবং দুই হাজার ১৬২.৮৫ পয়েন্টে।

ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭৭৮ কোটি ৪৩ লাখ টাকার। যা আগের কার্যদিবস হতে ৫৯ কোটি ৬২ টাকা কম। আগের কার্য দিবসে লেনদেন হয়েছিল ৮৩৮ কোটি ৫ লাখ টাকা। ডিএসইতে গতকাল ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৭টির বা ৪.৪৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ৩৩৮টির বা ৮৮.৯৫ শতাংশের এবং ২৫টির বা ৫.৫৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৭০.৪৭ পয়েন্ট বা ০.৯৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮০১.৬০ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৩৭টির কমেছে ২১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দর। গতকাল সিএসইতে ১৩ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসসিতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৩৮টির বা ৮৮.৯৫ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে অলটেক্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবসে অলটেক্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৫ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৪.৫০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ০.৫০ টাকা বা ২ শতাংশ কমেছে। এর মাধ্যমে অলটেক্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রিং শাইনের ২ শতাংশ, উসমানিয়া গ্লাসের ২ শতাংশ, কনফিডেন্স সিমেন্টের ১.৯৯ শতাংশ, ইস্টার্ণ লুব্রিকেন্টসের ১.৯৯ শতাংশ, সিভিও পেট্রকেমিক্যালের ১.৯৯ শতাংশ, লিবরা ইনফিউশনের ১.৯৯ শতাংশ, রবি আজিয়াটার ১.৯৯ শতাংশ, ন্যাশনাল টি’র ১.৯৯ শতাংশ এবং মনোস্পুল পেপারের শেয়অর দর ১.৯৯ শতাংশ কমেছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭টির বা ৪.৪৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন কোম্পানিগুলোর মধ্যে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

জানা গেছে, আগের কার্যদিবস লেনদেন শেষে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের ক্লোজিং দর ছিল ১০.৮০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর ইউনিটের ক্লোজিং দর দাঁড়ায় ১১.৫০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ০.৭০ টাকা বা ৬.৪৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এনভয় টেক্সটাইলের ৬.১০ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৩.৪৭ শতাংশ, মতিন স্পিনিংয়ের ২.৯৫ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ২.৯৪ শতাংশ, স্কয়ার টেক্সটাইলের ২.৬২ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ১.৯৪ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ১.৬৩ শতাংশ, বার্জার পেইন্টসের ১.৫৯ শতাংশ এবং ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ১.৫৩ শতাংশ বেড়েছে।

বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২ , ১৩ শ্রাবণ ১৪২৯ ২৯ জিলহজ ১৪৪৩

বড় পতন শেয়ারবাজারে : সূচক লেনদেন, দর সবই কমেছে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

টানা ৯ কার্যদিবস পতনের পর শেষ দুই কার্যদিবস উত্থান হয়েছিল শেয়ারবাজারে। বিনিয়োগকারীরা বাজারের উজ্জ্বল ভবিষ্যত নিয়ে আশায় বুক বেধেছিলেন। কিন্তু গতকাল শেয়ারবাজারে বড় পতন হয়েছে। দুই কার্যদিবস যে পরিমাণ সূচক বেড়েছিল একদিনেই তার চেয়ে বেশি সূচক কমেছে। অর্থাৎ দুই দিনের উত্থান একদিনেই শেষ হয়ে গেলো। গতকাল শেয়ারবাজারের সব সূচকই কমেছে। সূচকের সঙ্গে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমেছে। একই সঙ্গে কমেছে টাকার পরিমাণে লেনদেনও।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৪.২৪ পয়েন্ট বা ১.২১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৮.০০ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৪.১৩ পয়েন্ট বা ১.০৫ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২৭.১৭ পয়েন্ট বা ১.২৪ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩১৯.৮৪ পয়েন্টে এবং দুই হাজার ১৬২.৮৫ পয়েন্টে।

ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭৭৮ কোটি ৪৩ লাখ টাকার। যা আগের কার্যদিবস হতে ৫৯ কোটি ৬২ টাকা কম। আগের কার্য দিবসে লেনদেন হয়েছিল ৮৩৮ কোটি ৫ লাখ টাকা। ডিএসইতে গতকাল ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৭টির বা ৪.৪৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ৩৩৮টির বা ৮৮.৯৫ শতাংশের এবং ২৫টির বা ৫.৫৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৭০.৪৭ পয়েন্ট বা ০.৯৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮০১.৬০ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৩৭টির কমেছে ২১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দর। গতকাল সিএসইতে ১৩ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসসিতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৩৮টির বা ৮৮.৯৫ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে অলটেক্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবসে অলটেক্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৫ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৪.৫০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ০.৫০ টাকা বা ২ শতাংশ কমেছে। এর মাধ্যমে অলটেক্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রিং শাইনের ২ শতাংশ, উসমানিয়া গ্লাসের ২ শতাংশ, কনফিডেন্স সিমেন্টের ১.৯৯ শতাংশ, ইস্টার্ণ লুব্রিকেন্টসের ১.৯৯ শতাংশ, সিভিও পেট্রকেমিক্যালের ১.৯৯ শতাংশ, লিবরা ইনফিউশনের ১.৯৯ শতাংশ, রবি আজিয়াটার ১.৯৯ শতাংশ, ন্যাশনাল টি’র ১.৯৯ শতাংশ এবং মনোস্পুল পেপারের শেয়অর দর ১.৯৯ শতাংশ কমেছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭টির বা ৪.৪৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন কোম্পানিগুলোর মধ্যে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

জানা গেছে, আগের কার্যদিবস লেনদেন শেষে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের ক্লোজিং দর ছিল ১০.৮০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর ইউনিটের ক্লোজিং দর দাঁড়ায় ১১.৫০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ০.৭০ টাকা বা ৬.৪৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এনভয় টেক্সটাইলের ৬.১০ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৩.৪৭ শতাংশ, মতিন স্পিনিংয়ের ২.৯৫ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ২.৯৪ শতাংশ, স্কয়ার টেক্সটাইলের ২.৬২ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ১.৯৪ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ১.৬৩ শতাংশ, বার্জার পেইন্টসের ১.৫৯ শতাংশ এবং ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ১.৫৩ শতাংশ বেড়েছে।