গাংনীতে দুইপক্ষে গোলাগুলি : হত ১

মনিরুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। গত শুক্রবার রাত ২টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার কসবা কচুখালী গ্রামের মাঠে এই গোলাগুলি হয়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

নিহত মনিরুল ইসলাম কসবা গ্রামের মৃত ওসমান মোল্লা ছেলে। সন্ত্রাসী, চাঁদাবাজি ও বোমাবাজির ঘটনায় তার নামে গাংনী থানায় ৯টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

গাংনী থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান বলেন, কসবা ও কচিখালি গ্রামের মাঝামাঝি মাঠের মধ্যে গোলাগুলি শুরু হয়। খবর পেয়ে কসবা পুলিশ ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ পৌঁছার আগেই গোলাগুলি বন্ধ হয়েছিল। ঘটনাস্থলে মনিরুল ইসলামের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ। স্থানীয় লোকজন গিয়ে মনিরুলের পরিচয় নিশ্চিত করেন। ঘটনাস্থল থেকে মনিরুলের বাডি দুই কিলোমিটার মতো দূরে। ঠিক গোলাগুলির সঙ্গে জড়িতদের বিষয়ে তিনি বলেন, কারা এর সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। গোলাগুলির সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

রবিবার, ৩০ জুন ২০১৯ , ১৬ আষাঢ় ১৪২৫, ২৬ শাওয়াল ১৪৪০

গাংনীতে দুইপক্ষে গোলাগুলি : হত ১

প্রতিনিধি, মেহেরপুর

মনিরুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। গত শুক্রবার রাত ২টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার কসবা কচুখালী গ্রামের মাঠে এই গোলাগুলি হয়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

নিহত মনিরুল ইসলাম কসবা গ্রামের মৃত ওসমান মোল্লা ছেলে। সন্ত্রাসী, চাঁদাবাজি ও বোমাবাজির ঘটনায় তার নামে গাংনী থানায় ৯টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

গাংনী থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান বলেন, কসবা ও কচিখালি গ্রামের মাঝামাঝি মাঠের মধ্যে গোলাগুলি শুরু হয়। খবর পেয়ে কসবা পুলিশ ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ পৌঁছার আগেই গোলাগুলি বন্ধ হয়েছিল। ঘটনাস্থলে মনিরুল ইসলামের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ। স্থানীয় লোকজন গিয়ে মনিরুলের পরিচয় নিশ্চিত করেন। ঘটনাস্থল থেকে মনিরুলের বাডি দুই কিলোমিটার মতো দূরে। ঠিক গোলাগুলির সঙ্গে জড়িতদের বিষয়ে তিনি বলেন, কারা এর সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। গোলাগুলির সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।