বিমানের টিকিটে ‘সবুজ কর’ বসাচ্ছে ফ্রান্স

ফ্রান্স থেকে ছেড়ে যাওয়া বিমানের টিকিট কাটার সময় যাত্রীদের ‘সবুজ কর’ দিতে হবে। আগামী বছর থেকে এই নিয়ম চালু হতে যাচ্ছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এ কর থেকে যে অর্থ আয় হবে তা পরিবেশবান্ধব পরিবহন চালুর কাজে ব্যয় করবে ফ্রান্স সরকার।

পরিকল্পনা অনুযায়ী, ফ্রান্স ও ইউরোপের ভেতর চলা ফ্লাইটের ইকোনমি শ্রেণীর একটি টিকিটের জন্য যাত্রীদের দেড় ইউরো সবুজ কর দিতে হবে। আর বিজনেস ক্লাসের যাত্রীদের দিতে হবে নয় ইউরো। আর ইউরোপের বাইরে চলাচলকারী ফ্লাইটের ইকোনমি শ্রেণীর জন্য তিন ইউরো ও বিজনেস ক্লাসের জন্য সর্বোচ্চ ১৮ ইউরো কর আরোপের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে বছরে ১৮০ মিলিয়ন ইউরো আয় হবে বলে আশা করছেন ফ্রান্সের পরিবহনমন্ত্রী এলিজাবেথ বর্ন। শুধু ফ্রান্স ছেড়ে যাওয়া ফ্লাইটের ক্ষেত্রে এই কর প্রযোজ্য হবে, ফ্রান্সে নামা ফ্লাইটের ক্ষেত্রে নয়। সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে এয়ার ফ্রান্স। তারা বলছে, এর ফলে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে তারা। টিকিটে কর না বসিয়ে বরং নতুন পরিবেশবান্ধব বিমান ক্রয়ে বিনিয়োগ করা প্রয়োজন ছিল বলে উল্লেখ করেছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা বা আইএটিএ’ও টিকিটে কর বসানোর সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে। এই ধরনের পদক্ষেপ ‘কার্যকরী’ কিনা, সে বিষয়ে সংশয় প্রকাশ করেছে সংস্থাটি। তারা বলছে, এমন কর বসিয়ে কার্বন ডাই-অক্সাইড নির্গমন কমানো গেছে বলে প্রমাণ দিতে পারেনি কোনও সরকার।

মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯ , ২ শ্রাবন ১৪২৫, ১২ জিলকদ ১৪৪০

বিমানের টিকিটে ‘সবুজ কর’ বসাচ্ছে ফ্রান্স

সংবাদ ডেস্ক

ফ্রান্স থেকে ছেড়ে যাওয়া বিমানের টিকিট কাটার সময় যাত্রীদের ‘সবুজ কর’ দিতে হবে। আগামী বছর থেকে এই নিয়ম চালু হতে যাচ্ছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এ কর থেকে যে অর্থ আয় হবে তা পরিবেশবান্ধব পরিবহন চালুর কাজে ব্যয় করবে ফ্রান্স সরকার।

পরিকল্পনা অনুযায়ী, ফ্রান্স ও ইউরোপের ভেতর চলা ফ্লাইটের ইকোনমি শ্রেণীর একটি টিকিটের জন্য যাত্রীদের দেড় ইউরো সবুজ কর দিতে হবে। আর বিজনেস ক্লাসের যাত্রীদের দিতে হবে নয় ইউরো। আর ইউরোপের বাইরে চলাচলকারী ফ্লাইটের ইকোনমি শ্রেণীর জন্য তিন ইউরো ও বিজনেস ক্লাসের জন্য সর্বোচ্চ ১৮ ইউরো কর আরোপের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে বছরে ১৮০ মিলিয়ন ইউরো আয় হবে বলে আশা করছেন ফ্রান্সের পরিবহনমন্ত্রী এলিজাবেথ বর্ন। শুধু ফ্রান্স ছেড়ে যাওয়া ফ্লাইটের ক্ষেত্রে এই কর প্রযোজ্য হবে, ফ্রান্সে নামা ফ্লাইটের ক্ষেত্রে নয়। সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে এয়ার ফ্রান্স। তারা বলছে, এর ফলে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে তারা। টিকিটে কর না বসিয়ে বরং নতুন পরিবেশবান্ধব বিমান ক্রয়ে বিনিয়োগ করা প্রয়োজন ছিল বলে উল্লেখ করেছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা বা আইএটিএ’ও টিকিটে কর বসানোর সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে। এই ধরনের পদক্ষেপ ‘কার্যকরী’ কিনা, সে বিষয়ে সংশয় প্রকাশ করেছে সংস্থাটি। তারা বলছে, এমন কর বসিয়ে কার্বন ডাই-অক্সাইড নির্গমন কমানো গেছে বলে প্রমাণ দিতে পারেনি কোনও সরকার।