রাজধানীতে পরিত্যক্ত ভবনের ছাদ ধস : এক লাশ উদ্ধার

পুরান ঢাকার সদরঘাট এলাকার পাটুয়াটুলীতে পরিত্যক্ত একটি দুইতলা ভবনের ছাদ ধসের ঘটনা ঘটেছে। গতকাল দুপুর দেড়টার দিকে সদরঘাট সুমনা ক্লিনিকের পাশে ৬ নম্বর ভবনে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ অব্যাহত ছিল। এদিকে, এ ঘটনার সময় ওই ভবনের ভেতরে জাহিদ আলী ও তার ছেলে শফিকুল ইসলাম অবস্থান করছিলেন বলে ধারণা করছে এলাকাবাসী। তবে, রাত ৮ টার দিকে ধ্বংসস্তুপ থেকে জাহিদুল ব্যাপারী (৬০) নামের একজনের লাশ উদ্ধার করা হয়।

অপরদিকে শফিকুল ব্যাপারী (১৮) চাপা পড়ে আছেন বলে স্বজনরা জানিয়ছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসের লিমা খানম জানান, গতকাল দুপুর দেড়টার দিকে সুমনা ক্লিনিকের পাশের ওই ভবনের ছাদ ধসে পড়ে। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

কোতোয়ালি থানার ওসি শাহেদুর রহমান বলেন, আমরা শুনেছি সেখানে কয়েকজন আটকা পড়েছে। তবে তা কতটুকু সত্য, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিস কাজ করছে। ভবন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এটি একটি শতবর্ষী পরিত্যক্ত ভবন। তবে ভবনটি কাদের সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯ , ৪ শ্রাবন ১৪২৫, ১৪ জিলকদ ১৪৪০

রাজধানীতে পরিত্যক্ত ভবনের ছাদ ধস : এক লাশ উদ্ধার

নিজস্ব বার্তা পরিবেশক

পুরান ঢাকার সদরঘাট এলাকার পাটুয়াটুলীতে পরিত্যক্ত একটি দুইতলা ভবনের ছাদ ধসের ঘটনা ঘটেছে। গতকাল দুপুর দেড়টার দিকে সদরঘাট সুমনা ক্লিনিকের পাশে ৬ নম্বর ভবনে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ অব্যাহত ছিল। এদিকে, এ ঘটনার সময় ওই ভবনের ভেতরে জাহিদ আলী ও তার ছেলে শফিকুল ইসলাম অবস্থান করছিলেন বলে ধারণা করছে এলাকাবাসী। তবে, রাত ৮ টার দিকে ধ্বংসস্তুপ থেকে জাহিদুল ব্যাপারী (৬০) নামের একজনের লাশ উদ্ধার করা হয়।

অপরদিকে শফিকুল ব্যাপারী (১৮) চাপা পড়ে আছেন বলে স্বজনরা জানিয়ছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসের লিমা খানম জানান, গতকাল দুপুর দেড়টার দিকে সুমনা ক্লিনিকের পাশের ওই ভবনের ছাদ ধসে পড়ে। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

কোতোয়ালি থানার ওসি শাহেদুর রহমান বলেন, আমরা শুনেছি সেখানে কয়েকজন আটকা পড়েছে। তবে তা কতটুকু সত্য, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিস কাজ করছে। ভবন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এটি একটি শতবর্ষী পরিত্যক্ত ভবন। তবে ভবনটি কাদের সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।