কাল থেকে ফের বৃষ্টিপাতের আশঙ্কা

আগামীকাল থেকে রংপুর অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে গতকাল আবহাওয়া অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। আবহওয়াবিদ হাফিজুর রহমান বলেন, আগামী দু’একদিন বৃষ্টিপাতের প্রবণতা কম থাকলেও এরপর থেকে রংপুর অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, রাজশাহী, পাবনা, দিনাজপুর, চুয়াডাঙ্গা ও সিলেট অঞ্চলসমূহের উপর মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

শনিবার, ২০ জুলাই ২০১৯ , ৫ শ্রাবন ১৪২৫, ১৬ জিলকদ ১৪৪০

কাল থেকে ফের বৃষ্টিপাতের আশঙ্কা

নিজস্ব বার্তা পরিবেশক

আগামীকাল থেকে রংপুর অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে গতকাল আবহাওয়া অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। আবহওয়াবিদ হাফিজুর রহমান বলেন, আগামী দু’একদিন বৃষ্টিপাতের প্রবণতা কম থাকলেও এরপর থেকে রংপুর অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, রাজশাহী, পাবনা, দিনাজপুর, চুয়াডাঙ্গা ও সিলেট অঞ্চলসমূহের উপর মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।