ধর্ষণ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত

চট্টগ্রামের পটিয়ায় ধর্ষণ মামলার আসামি মো. আরমান (২৪) বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। সে উপজেলা জিরি ইউনিয়নের মালিয়ারা গ্রামের তৈয়বের পুত্র। মঙ্গলবার ভোরে র‌্যাব ৭-এর সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার জিরি ইউনিয়নের মালিয়ারা মহিরা হিখাইন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ১৯ জুলাই রাতে চাচা আরমানের হাতে ধর্ষণের শিকার হয়। ধর্ষণের ঘটনায় স্কুলছাত্রীর পিতা জসিম উদ্দিন বাদী হয়ে মামলা করেন। ওই মামলার ১ নম্বর আসামি আরমানকে র‌্যাব-৭ মঙ্গলবার ভোরে গ্রেফতার করতে অভিযান চালালে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে সে। র‌্যাবও পাল্টা গুলি চালালে ধর্ষক আরমান গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, ৭টি তাজা গুলি ও ৯টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানান, স্কুলছাত্রী ধর্ষণের পর থানায় একটি মামলা হয়েছিল। ওই মামলায় র‌্যাব-৭ ধর্ষক আরমানকে গ্রেফতার করতে গেলে সে র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে ক্রসফায়ারে আরমান মারা গেছে। ধর্ষকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও খবর
যবিপ্রবি ভিসির বিরুদ্ধে হাইকোর্টের রুল
কামরান টি. রহমান এমপ্লয়ার ফেডারেশনের সভাপতি পুনর্নির্বাচিত
ডেঙ্গু সচেতনতা সৃষ্টি ও সড়কে শিক্ষার্থীদের মৃত্যু রোধে পরিপত্র জারি
বাংলাদেশের সঙ্গে যৌথ উদ্যোগে উন্নয়নে আগ্রহী ভারত
পরিচ্ছন্নতা অভিযানে সর্বস্তরের মানুষের অংশ নেয়ার আহ্বান কাদেরের
অভিযোগপত্রে সাবেক এমপি ও পুলিশের নাম না থাকায় বিক্ষোভ
ছাত্রের মৃত্যুতে ক্ষতিপূরণ চেয়ে রিট
ডেঙ্গু টেস্ট রিপোর্ট দিতে হিমশিমে সোহরাওয়ার্দী
সাড়ে তিন বছর পর কিলার সুবজ গ্রেফতার
গুজববিরোধী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি
দলীয় আয় বাড়ছে বিএনপির
ডেঙ্গু : মিনিস্টার মনিটরিং সেল গঠন
আধিপত্য নিয়ে সংঘর্ষ নিহত ২, আহত ৩০
সন্তানের জন্য দুধ কিনতে বলায় স্ত্রীর গায়ে আগুন
বাংলাদেশ এখন উদ্বৃত্ত খাদ্যের দেশ : কৃষিমন্ত্রী
মুক্তিযুদ্ধের স্বপ্ন বামপন্থিরাই বাস্তবায়ন করবে
ছেলে হত্যার বিচার চেয়ে হুমকির মুখে মা

বুধবার, ৩১ জুলাই ২০১৯ , ১৬ শ্রাবন ১৪২৫, ২৭ জিলকদ ১৪৪০

পটিয়ায়

ধর্ষণ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত

প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের পটিয়ায় ধর্ষণ মামলার আসামি মো. আরমান (২৪) বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। সে উপজেলা জিরি ইউনিয়নের মালিয়ারা গ্রামের তৈয়বের পুত্র। মঙ্গলবার ভোরে র‌্যাব ৭-এর সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার জিরি ইউনিয়নের মালিয়ারা মহিরা হিখাইন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ১৯ জুলাই রাতে চাচা আরমানের হাতে ধর্ষণের শিকার হয়। ধর্ষণের ঘটনায় স্কুলছাত্রীর পিতা জসিম উদ্দিন বাদী হয়ে মামলা করেন। ওই মামলার ১ নম্বর আসামি আরমানকে র‌্যাব-৭ মঙ্গলবার ভোরে গ্রেফতার করতে অভিযান চালালে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে সে। র‌্যাবও পাল্টা গুলি চালালে ধর্ষক আরমান গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, ৭টি তাজা গুলি ও ৯টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানান, স্কুলছাত্রী ধর্ষণের পর থানায় একটি মামলা হয়েছিল। ওই মামলায় র‌্যাব-৭ ধর্ষক আরমানকে গ্রেফতার করতে গেলে সে র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে ক্রসফায়ারে আরমান মারা গেছে। ধর্ষকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।