সুধারাম আ’লীগে সংঘর্ষ : ধৃত ২

সুধারাম থানার দাদপুর ইউনিয়নের খলিফার হাট বাজারে আওয়ামী লীগের বিবাদমান দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় সুধরাম থানায় দুইটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ দুই গ্রুপের দুই নেতাকে গ্রেফতার করে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।

সুধারাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল বাতেন জানায়, গত বুধবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দাদপুর ইউনিয়নে খলিফার হাট বাজারে আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান শিপন ও জহির মেম্বার ওরপে কসাই জহির গ্রুপের মধ্যে লাঠি-সোটা, ককটেল বিস্ফোরণ ও এলজির গুলি বর্ষণের মাধ্যমে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ২ ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে দুই গ্রুপের অন্তত ২০ জন আহত হয়। খবর পেয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গত শুক্রবার ২ পক্ষ থেকে থানায় পরস্পরের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে। পুলিশ দুই পক্ষের দুই নেতা মিজানুর রহমান শিপন ও জহির মেম্বার ওরফে কসাই জহিরকে গ্রেফতার করে শনিবার নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছেন।

সোমবার, ০৬ জানুয়ারী ২০২০ , ২৩ পৌষ ১৪২৬, ৯ জমাদিউল আউয়াল ১৪৪১

সুধারাম আ’লীগে সংঘর্ষ : ধৃত ২

প্রতিনিধি, নোয়াখালী

সুধারাম থানার দাদপুর ইউনিয়নের খলিফার হাট বাজারে আওয়ামী লীগের বিবাদমান দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় সুধরাম থানায় দুইটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ দুই গ্রুপের দুই নেতাকে গ্রেফতার করে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।

সুধারাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল বাতেন জানায়, গত বুধবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দাদপুর ইউনিয়নে খলিফার হাট বাজারে আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান শিপন ও জহির মেম্বার ওরপে কসাই জহির গ্রুপের মধ্যে লাঠি-সোটা, ককটেল বিস্ফোরণ ও এলজির গুলি বর্ষণের মাধ্যমে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ২ ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে দুই গ্রুপের অন্তত ২০ জন আহত হয়। খবর পেয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গত শুক্রবার ২ পক্ষ থেকে থানায় পরস্পরের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে। পুলিশ দুই পক্ষের দুই নেতা মিজানুর রহমান শিপন ও জহির মেম্বার ওরফে কসাই জহিরকে গ্রেফতার করে শনিবার নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছেন।