সরস্বতী পূজা ঘিরে ব্যস্ত প্রতিমা শিল্পীরা

আগামী ৩০ জানুয়ারি সরস্বতী পূজা। সরস্বতী বিদ্যার দেবী। তাই বাড়িতে আর মন্দিরে কেবল নয়, শিক্ষাপ্রতিষ্ঠানেও জাকজমকের সঙ্গে পালিত হয় এই পূজা। কিশোরগঞ্জে এখন থেকেই প্রতিমা শিল্পীরা তৈরি করছেন বিভিন্ন আকারের শত শত সরস্বতীর প্রতিমা। শহরের কালিবাড়িতে গিয়ে দেখা গেছে, কয়েকজন প্রতিমা শিল্পী নিবিষ্ট মনে বাঁশের কাঠামোতে কাদা মাখানো খড় পেচিয়ে প্রতিমার অবয়ব তৈরি করছেন। প্রতিমাগুলো রাজহংস বাহনের ওপর বসে আছে। হাতে তানপুরা। একেকটি প্রতিমা তৈরি হবার পর এসব কাঁচা প্রতিমা সারিবদ্ধভাবে রোদে শোকানো হচ্ছে। এরপর রংতুলির অঙ্গসজ্জার পর পরানো হবে শাড়ি।

কটিয়াদী উপজেলার ধূলদিয়া এলাকার প্রবীণ প্রতিমা শিল্পী নারারয়ণ পাল জানিয়েছেন, তিনি ১৯৬৬ সাল থেকে বিভিন্ন পূজার জন্য দেবদেবীদের প্রতিমা তৈরি করছেন। কালিবাড়িতে নারায়ণ পাল ছাড়াও নেত্রকোনার গণেশ পাল, ভজন পাল এবং শিবু পালও প্রতিমা তৈরি করছেন। এটা তাদের পারিবারিক ঐহিত্যগত পেশা। চারজন মিলে এবারের জন্য অন্তত ৭শ’ প্রতিমা তৈরি করবেন।

মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২০ , ২৪ পৌষ ১৪২৬, ১০ জমাদিউল আউয়াল ১৪৪১

সরস্বতী পূজা ঘিরে ব্যস্ত প্রতিমা শিল্পীরা

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

আগামী ৩০ জানুয়ারি সরস্বতী পূজা। সরস্বতী বিদ্যার দেবী। তাই বাড়িতে আর মন্দিরে কেবল নয়, শিক্ষাপ্রতিষ্ঠানেও জাকজমকের সঙ্গে পালিত হয় এই পূজা। কিশোরগঞ্জে এখন থেকেই প্রতিমা শিল্পীরা তৈরি করছেন বিভিন্ন আকারের শত শত সরস্বতীর প্রতিমা। শহরের কালিবাড়িতে গিয়ে দেখা গেছে, কয়েকজন প্রতিমা শিল্পী নিবিষ্ট মনে বাঁশের কাঠামোতে কাদা মাখানো খড় পেচিয়ে প্রতিমার অবয়ব তৈরি করছেন। প্রতিমাগুলো রাজহংস বাহনের ওপর বসে আছে। হাতে তানপুরা। একেকটি প্রতিমা তৈরি হবার পর এসব কাঁচা প্রতিমা সারিবদ্ধভাবে রোদে শোকানো হচ্ছে। এরপর রংতুলির অঙ্গসজ্জার পর পরানো হবে শাড়ি।

কটিয়াদী উপজেলার ধূলদিয়া এলাকার প্রবীণ প্রতিমা শিল্পী নারারয়ণ পাল জানিয়েছেন, তিনি ১৯৬৬ সাল থেকে বিভিন্ন পূজার জন্য দেবদেবীদের প্রতিমা তৈরি করছেন। কালিবাড়িতে নারায়ণ পাল ছাড়াও নেত্রকোনার গণেশ পাল, ভজন পাল এবং শিবু পালও প্রতিমা তৈরি করছেন। এটা তাদের পারিবারিক ঐহিত্যগত পেশা। চারজন মিলে এবারের জন্য অন্তত ৭শ’ প্রতিমা তৈরি করবেন।