মীরগঞ্জে ফের ফেরি পারাপার শুরু

আড়িয়াল খাঁ নদী পাড়াপারের জন্য মীরগঞ্জ ফেরিঘাটে নতুন পন্টুন ও গ্যাংওয়ে স্থাপন করে বরিশাল-মুলাদী-হিজলা রুটে সরাসরি যানবহন চলাচল চালু করা হয়েছে। গত শনিবার মধ্যরাতে গ্যাংওয়ে ও পন্টুন স্থাপনের পর রোববার সকাল থেকে ফেরি দিয়ে যানবহন চলাচল শুরু হয়। ফেরির মুলাদী পয়েন্টে শনিবার সকালে অতিরিক্ত ওজনবাহী ট্রাকের চাপে পন্টুন ডুবে যাওয়ায় মীরগঞ্জ ফেরিতে যানবহন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। ফেরির চালক মো. হানিফ জানান, মুলাদী পয়েন্টে ডুবে যাওয়া পন্টুনের পাশে নতুন আরেকটি পন্টুন ও গ্যাংওয়ে স্থাপন করা হয়েছে। এ পন্টুন দিয়ে আপাতত হালকা যানবাহন পাড় করা হবে। ফেরির সুপারভাইজার মো. রফিকুল ইসলাম জানান, রোববার সকালে খুঁটি বোঝাই একটি ট্রাক মুলাদী পয়েন্টে ফেরি থেকে উঠে গ্যাংওয়ে পাড় হওয়ার সময় ট্রাকের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। খাড়া ঢাল থাকায় ট্রাকটি মুহূর্তে পেছনের দিকে এসে পন্টুনে আটকে যায়। এতে অতিরিক্ত ওজনের চাপে পন্টুন কাত হয়ে ট্রাকের পিছনের অংশ সহ পুরোপুরি এবং গ্যাংওয়ে আংশিক ডুবে যায়। ট্রাকে থাকা চালক ও হেলপার নিরাপদে বের হয়ে পালিয়ে গেছে। ফেরি থেকে ওঠার সময় ট্রাকটির ইঞ্জিন বন্ধ না হলে এই দুর্ঘটনা ঘটত না বলে মনে করেন রফিকুল ইসলাম।

আরও খবর
ধলেশ্বরীর বুকে জল নয় ধান
গজারিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন : ধৃত ৪
ভূমি বিরোধ নিরসন সীতাকুণ্ডে এলএনজি সঞ্চালন লাইন স্থাপন ফের শুরু
বামনায় সরকারি ধান ক্রয়ে কৃষক হয়রানির অভিযোগ
নান্দাইল কালিয়াপাড়া বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি
ইয়াবা ব্যবসায়ীর ১৪ বছরের কারাদণ্ড
চট্টগ্রামে ময়লার স্তূপে শিশু
টাঙ্গাইলে শিশু হত্যা
শাহরাস্তিতে ছেলের হাতে বাবা খুন মা হাসপাতালে
নান্দাইলে তথ্যপ্রযুক্তি আইনে সাবেক মেয়র গ্রেফতার
গোবিন্দগঞ্জে মেহুলী বুটিকে স্বাবলম্বী স্থানীয় নারীরা
ছাত্রবান্ধব বিপ্লবের পাশে দাঁড়ালেন আইনমন্ত্রী
চাটখিল ফায়ার সার্ভিসের জনবলসহ নানা সংকট
খুলনায় স্বর্ণ দোকানে চুরি : ২ জনের স্বীকারোক্তি
গোপালগঞ্জে কালেক্টরেট সহকারীদের কর্মবিরতি

মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০ , ৭ মাঘ ১৪২৬, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১

মীরগঞ্জে ফের ফেরি পারাপার শুরু

নিজস্ব বার্তা পরিবেশক, বরিশাল

আড়িয়াল খাঁ নদী পাড়াপারের জন্য মীরগঞ্জ ফেরিঘাটে নতুন পন্টুন ও গ্যাংওয়ে স্থাপন করে বরিশাল-মুলাদী-হিজলা রুটে সরাসরি যানবহন চলাচল চালু করা হয়েছে। গত শনিবার মধ্যরাতে গ্যাংওয়ে ও পন্টুন স্থাপনের পর রোববার সকাল থেকে ফেরি দিয়ে যানবহন চলাচল শুরু হয়। ফেরির মুলাদী পয়েন্টে শনিবার সকালে অতিরিক্ত ওজনবাহী ট্রাকের চাপে পন্টুন ডুবে যাওয়ায় মীরগঞ্জ ফেরিতে যানবহন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। ফেরির চালক মো. হানিফ জানান, মুলাদী পয়েন্টে ডুবে যাওয়া পন্টুনের পাশে নতুন আরেকটি পন্টুন ও গ্যাংওয়ে স্থাপন করা হয়েছে। এ পন্টুন দিয়ে আপাতত হালকা যানবাহন পাড় করা হবে। ফেরির সুপারভাইজার মো. রফিকুল ইসলাম জানান, রোববার সকালে খুঁটি বোঝাই একটি ট্রাক মুলাদী পয়েন্টে ফেরি থেকে উঠে গ্যাংওয়ে পাড় হওয়ার সময় ট্রাকের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। খাড়া ঢাল থাকায় ট্রাকটি মুহূর্তে পেছনের দিকে এসে পন্টুনে আটকে যায়। এতে অতিরিক্ত ওজনের চাপে পন্টুন কাত হয়ে ট্রাকের পিছনের অংশ সহ পুরোপুরি এবং গ্যাংওয়ে আংশিক ডুবে যায়। ট্রাকে থাকা চালক ও হেলপার নিরাপদে বের হয়ে পালিয়ে গেছে। ফেরি থেকে ওঠার সময় ট্রাকটির ইঞ্জিন বন্ধ না হলে এই দুর্ঘটনা ঘটত না বলে মনে করেন রফিকুল ইসলাম।