প্রদর্শনীসহ ৪টি কর্মশালা আজ

‘ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন’ প্রতিপাদ্যে ঢাকায় চলছে ১৩তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। বাংলাদেশ চিলড্রেন্স ফিল্ম সোসাইটি আয়োজিত এই উৎসব গত ২৫ জানুয়ারি শুরু হয়েছে। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। বাংলাদেশসহ বিভিন্ন দেশের চলচ্চিত্রগুলো মোট পাঁচটি ভ্যেনুতে প্রদর্শিত হবে। সাত দিনব্যাপী চলমান উৎসবে প্রতিদিন বেলা ১১টা, দুপুর ২টা, বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টা হিসেবে চারটি প্রদর্শনী হবে। ২টি বয়সভিত্তিক ক্যাটাগরির মাধ্যমে নির্বাচিত শিশুতোষ চলচ্চিত্র রাখা হয়েছে এবারের উৎসবে। অনূর্ধ্ব ১৮ বছর বয়সের নির্মাতারা উন্মুক্ত ক্যাটাগরিতে এবং ১৮ থেকে ২৫ বছর বয়সের নিমার্তারা আন্তর্জাতিক ক্যাটাগরিতে অংশগ্রহণ করছে। চলচ্চিত্র প্রদশর্নীর পাশাপাশি চারটি কর্মশালা অনুষ্ঠিত হবে। সিনেম্যাটোগ্রাফির ওপর নিহাল কোরাইশি, ডিরেকশনের ওপর পিপলু আর খান, সাউন্ড ইন ফিল্মের ওপর নাহিদ মাসুদ ও স্টোরি টেলিংয়ের ওপর অমিতাভ রেজা কর্মশালাগুলো পরিচালনা করবেন। এছাড়া মুক্তিযোদ্ধাদের সঙ্গে অন্তরঙ্গ আড্ডায় অংশ নিবেন-মুক্তিযোদ্ধা ও রণাঙ্গনের আলোকচিত্রী হারুন হাবিব। অর্থ মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, অলিয়ঁস ফ্রঁসেজ, গ্যোয়েটে ইন্সটিটিউট, হোটেল আমবালা ইন, বায়োস্কোপ, সময় টেলিভিশন, দীপ্ত টেলিভিশন, রেডিও ঢোল এবং এশিয়াটিক ইএক্সপি এর সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব। আজ উৎসবের ৩য় দিনে প্রদর্শিত হবে-

জাতীয় গণগ্রন্থাগার, শওকত ওসমান মিলনায়তন :

সকাল ১১টায় কাতারের ‘ফ্রাজিল’, চীনের ‘সুইট ড্রিমস’, স্পেনের ‘লা নোরিয়া, আর্জেন্টিনার ‘অ্যা ফুল মুন নাইট’ ও আর্মেনিয়ার ‘দ্যা ¯মেইডেন’। দুপুর ২টায় কানাডার ‘ব্লু অ্যান্ড কাট’, ইরানের ‘সন অব দ্যা শিয়া’ ও জার্মানির ‘রোক্কা চেইঞ্জ দ্য ওয়ার্ল্ড’। বিকেল ৪টায় ইরানের ‘ঢুল্লি’ ও জার্মানির ‘দ্য বিজিনিং’। সন্ধ্যা ৬টায় সুইজারল্যান্ডের ‘মিস্টার মল্ল অ্যান্ড দ্যা চকলেট ফ্যাক্টরি’ ও বাংলাদেশের ‘টুমোরো’।

জাতীয় জাদুঘর, সুফিয়া কামাল মিলনায়তন : বেলা ৩টায় বাংলাদেশের ‘ দ্যা ফ্রন্ট রো’, ‘ফেয়ার’, ‘কাম ফ্রম বিদেশ’, ‘বিফোর দ্যা ল’, ‘অ্যান্টিসট্রফ’, ‘ইলাভেন চৈত্র’, ‘লাইট অ্যান্ড শ্যাডো’, ‘অ্যা নাইটস টেল’, ‘তার পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল’ ও ‘সেভেন’।

জাতীয় শিল্পকলা একাডেমি, চিত্রশালা মিলনায়তন : বেলা ১১টায় ইটালির ‘লা স্কিনটিল্লা’, কাতারের ‘শাব’, ও স্পেনের ‘মিশন এইচ২০’। দুপুর ২টায় বাংলাদেশের ‘দ্যা ব্র্যান্ড নিউ ফ্রেন্ডশিপ’, ইংল্যান্ডের ‘ট্রফি হান্টার’, ইরানের ‘সোই’, স্পেনের ‘দ্য সেবেন চাইনিজ ব্রাদার’, জার্মানির ‘ডে এক্স’ ও ভারতের ‘ফাইট অব ফ্রিডম’। বিকেল ৪টায় ইউক্রেনের ‘হাউ টু চিয়ার আপ লনলিনেস’ ও জার্মানির ‘টিকেকেজি ডিটেকটিভ এজেন্সি’।

অলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন :

বেলা ১১টায় ফ্রান্সের ‘কিলিং টাইম’ ও ‘গ্লাস সেলিং’, আমেরিকার ‘মিস্টার জি’, ‘গাব্রিয়েল’ ও ‘ওয়াল্টার’, ভারতের ‘বাইতুল্লাহ’ ও ‘আ ট্রিপ টু মাই ফ্রেন্ডস হোম’, ব্রাজিলের ‘ডেডস চেস্ট’, আর্জেন্টিনার ‘কুমা অ্যান্ড বেস্ট’ ও কাতারের ‘শাব’। দুপুর ২টায় ফ্রান্সের ‘লি রেভি ডি স্যাম’, বেলজিয়ামের ‘ট্রাসেস’ ও ভারতের ‘দ্যা টকিং হ্যান্ডস’। বিকেল ৪টায় ভারতের ‘দ্য সাইকেল রিক্সা’, ইরানের ‘উইস’, কাতারের ‘নাসের গোস টু স্পেস’ ও ফ্রান্সের ‘স্পিরো অ্যান্ড ফ্যান্টাসিওস বিগ অ্যাডভেঞ্চার’।

গ্যোয়েটে ইন্সটিটিউট মিলনায়তন :

দুপুর ২টায় আমেরিকার ‘ফ্রাজিল’ ও জার্মানির ‘রোক্কা চেইঞ্জ দ্য ওয়ার্ল্ড’। বিকেল ৪টায় জার্মানির ‘ব্লাইসচ্চো’ ও ভারতের ‘রাইস কেক ট্রি’।

আরও খবর
সাধারণ জনগণের উন্নতি দেশের উন্নয়নের পূর্বশর্ত : প্রধানমন্ত্রী
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর উন্নয়ন ধারা অব্যাহত রাখতে সম্মিলিত উদ্যোগ নিতে হবে রাষ্ট্রপতি
বিএনপি চোরাপথে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে কাদের
পাবলিক প্রকিউরমেন্ট প্রক্রিয়া পুনর্মূল্যায়নের সময় এসেছে দুদক চেয়ারম্যান
ভারতীয় হাইকমিশনের ঢাকায় ৭১তম প্রজাতন্ত্র দিবস উদযাপন
নির্মাণাধীন দেয়াল ধসে শিশুসহ নিহত ২
এপ্রিল থেকে ব্যাংক সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনা হবে বাণিজ্যমন্ত্রী
প্রতিবন্ধী ব্যক্তির তথ্য-উপাত্ত ব্যবহার নীতিমালা ২০২০-এর খসড়া চূড়ান্ত
ই-পাসপোর্টের জন্য তিন দিনে দু’হাজার আবেদন
ব্যবসায়ী মোমতাহিদুরকে জিজ্ঞাসাবাদ
শত কোটি টাকার মালিক পাগলা মিজান
সংবাদপত্রের ওয়েজবোর্ড নিয়ে রুল নিষ্পত্তির নির্দেশ
‘মহাকবি মধুসূদন পদক’ পেলেন কবি অনীক মাহমুদ
ওয়াহিদুল হকের প্রয়াণ দিবস আজ
অপহৃত আইনজীবীর ছেলে-শ্যালক উদ্ধার
পুলিশ-পাথর শ্রমিক সংঘর্ষ নিহত ১

সোমবার, ২৭ জানুয়ারী ২০২০ , ১৩ মাঘ ১৪২৬, ১ জমাদিউস সানি ১৪৪১

আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব

প্রদর্শনীসহ ৪টি কর্মশালা আজ

সাংস্কৃতিক বার্তা পরিবেশক |

‘ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন’ প্রতিপাদ্যে ঢাকায় চলছে ১৩তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। বাংলাদেশ চিলড্রেন্স ফিল্ম সোসাইটি আয়োজিত এই উৎসব গত ২৫ জানুয়ারি শুরু হয়েছে। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। বাংলাদেশসহ বিভিন্ন দেশের চলচ্চিত্রগুলো মোট পাঁচটি ভ্যেনুতে প্রদর্শিত হবে। সাত দিনব্যাপী চলমান উৎসবে প্রতিদিন বেলা ১১টা, দুপুর ২টা, বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টা হিসেবে চারটি প্রদর্শনী হবে। ২টি বয়সভিত্তিক ক্যাটাগরির মাধ্যমে নির্বাচিত শিশুতোষ চলচ্চিত্র রাখা হয়েছে এবারের উৎসবে। অনূর্ধ্ব ১৮ বছর বয়সের নির্মাতারা উন্মুক্ত ক্যাটাগরিতে এবং ১৮ থেকে ২৫ বছর বয়সের নিমার্তারা আন্তর্জাতিক ক্যাটাগরিতে অংশগ্রহণ করছে। চলচ্চিত্র প্রদশর্নীর পাশাপাশি চারটি কর্মশালা অনুষ্ঠিত হবে। সিনেম্যাটোগ্রাফির ওপর নিহাল কোরাইশি, ডিরেকশনের ওপর পিপলু আর খান, সাউন্ড ইন ফিল্মের ওপর নাহিদ মাসুদ ও স্টোরি টেলিংয়ের ওপর অমিতাভ রেজা কর্মশালাগুলো পরিচালনা করবেন। এছাড়া মুক্তিযোদ্ধাদের সঙ্গে অন্তরঙ্গ আড্ডায় অংশ নিবেন-মুক্তিযোদ্ধা ও রণাঙ্গনের আলোকচিত্রী হারুন হাবিব। অর্থ মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, অলিয়ঁস ফ্রঁসেজ, গ্যোয়েটে ইন্সটিটিউট, হোটেল আমবালা ইন, বায়োস্কোপ, সময় টেলিভিশন, দীপ্ত টেলিভিশন, রেডিও ঢোল এবং এশিয়াটিক ইএক্সপি এর সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব। আজ উৎসবের ৩য় দিনে প্রদর্শিত হবে-

জাতীয় গণগ্রন্থাগার, শওকত ওসমান মিলনায়তন :

সকাল ১১টায় কাতারের ‘ফ্রাজিল’, চীনের ‘সুইট ড্রিমস’, স্পেনের ‘লা নোরিয়া, আর্জেন্টিনার ‘অ্যা ফুল মুন নাইট’ ও আর্মেনিয়ার ‘দ্যা ¯মেইডেন’। দুপুর ২টায় কানাডার ‘ব্লু অ্যান্ড কাট’, ইরানের ‘সন অব দ্যা শিয়া’ ও জার্মানির ‘রোক্কা চেইঞ্জ দ্য ওয়ার্ল্ড’। বিকেল ৪টায় ইরানের ‘ঢুল্লি’ ও জার্মানির ‘দ্য বিজিনিং’। সন্ধ্যা ৬টায় সুইজারল্যান্ডের ‘মিস্টার মল্ল অ্যান্ড দ্যা চকলেট ফ্যাক্টরি’ ও বাংলাদেশের ‘টুমোরো’।

জাতীয় জাদুঘর, সুফিয়া কামাল মিলনায়তন : বেলা ৩টায় বাংলাদেশের ‘ দ্যা ফ্রন্ট রো’, ‘ফেয়ার’, ‘কাম ফ্রম বিদেশ’, ‘বিফোর দ্যা ল’, ‘অ্যান্টিসট্রফ’, ‘ইলাভেন চৈত্র’, ‘লাইট অ্যান্ড শ্যাডো’, ‘অ্যা নাইটস টেল’, ‘তার পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল’ ও ‘সেভেন’।

জাতীয় শিল্পকলা একাডেমি, চিত্রশালা মিলনায়তন : বেলা ১১টায় ইটালির ‘লা স্কিনটিল্লা’, কাতারের ‘শাব’, ও স্পেনের ‘মিশন এইচ২০’। দুপুর ২টায় বাংলাদেশের ‘দ্যা ব্র্যান্ড নিউ ফ্রেন্ডশিপ’, ইংল্যান্ডের ‘ট্রফি হান্টার’, ইরানের ‘সোই’, স্পেনের ‘দ্য সেবেন চাইনিজ ব্রাদার’, জার্মানির ‘ডে এক্স’ ও ভারতের ‘ফাইট অব ফ্রিডম’। বিকেল ৪টায় ইউক্রেনের ‘হাউ টু চিয়ার আপ লনলিনেস’ ও জার্মানির ‘টিকেকেজি ডিটেকটিভ এজেন্সি’।

অলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন :

বেলা ১১টায় ফ্রান্সের ‘কিলিং টাইম’ ও ‘গ্লাস সেলিং’, আমেরিকার ‘মিস্টার জি’, ‘গাব্রিয়েল’ ও ‘ওয়াল্টার’, ভারতের ‘বাইতুল্লাহ’ ও ‘আ ট্রিপ টু মাই ফ্রেন্ডস হোম’, ব্রাজিলের ‘ডেডস চেস্ট’, আর্জেন্টিনার ‘কুমা অ্যান্ড বেস্ট’ ও কাতারের ‘শাব’। দুপুর ২টায় ফ্রান্সের ‘লি রেভি ডি স্যাম’, বেলজিয়ামের ‘ট্রাসেস’ ও ভারতের ‘দ্যা টকিং হ্যান্ডস’। বিকেল ৪টায় ভারতের ‘দ্য সাইকেল রিক্সা’, ইরানের ‘উইস’, কাতারের ‘নাসের গোস টু স্পেস’ ও ফ্রান্সের ‘স্পিরো অ্যান্ড ফ্যান্টাসিওস বিগ অ্যাডভেঞ্চার’।

গ্যোয়েটে ইন্সটিটিউট মিলনায়তন :

দুপুর ২টায় আমেরিকার ‘ফ্রাজিল’ ও জার্মানির ‘রোক্কা চেইঞ্জ দ্য ওয়ার্ল্ড’। বিকেল ৪টায় জার্মানির ‘ব্লাইসচ্চো’ ও ভারতের ‘রাইস কেক ট্রি’।