৬ জেলায় ডাক্তারসহ শনাক্ত ৬৭

ঈশ্বরদীতে ডাক্তারসহ ৪

প্রতিনিধি, ঈশ্বরদী, (পাবনা)

ঈশ্বরদীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার উম্মে হাবিবাসহ ৪ জন করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে ঈশ্বরদীতে করোনা রোগীর সংখ্যা এখন মোট ১১ জন। নতুন আক্রান্তরা হলেন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উম্মে হাবিবা, আবু সাঈদ, মাসুদ মিয়া ও শামসুল হক। গত শনিবার রামেক হাসপাতালের করোনা পরীক্ষা ল্যাবে ঈশ্বরদীর ৪ জনের করোনা শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রামেক করোনা ল্যাবের পরিচালক ডা. সাবেরা গুল নাহার পাবনা সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল ও একই তথ্য নিশ্চিত করেছেন।

সখীপুরে সাংবাদিকের স্ত্রী

প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের সখীপুর প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক নয়া দিগন্তের সংবাদদাতা তাইবুর রহমা?নের স্ত্রী পারুল আক্তা?রের (৩০) দেহে ক?রোনাভাইরাস শনাক্ত হ?য়ে?ছে। সাংবাদিক তাইবুর গত ৩ জুন বুধবার স্ত্রী সন্তানসহ তিনজন উপজেলা স্বাস্থ্য কম?প্লে?ক্সে গিয়ে নমুনা দেন। রোববার শুধুমাত্র ওই সাংবাদি?কের স্ত্রীর করোনা রি?পোর্ট প?জে?টিভ আসে।

উপ?জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা বলেন, ওই সাংবাদিকের বাসা, শ্বশুরবা?ড়ি ও প্রেসক্লাবসহ সং?শ্লিষ্ট বাসাগু?লো লকডাউ?নের আওতায় আনা হয়েছে।

বালিয়াকান্দিতে ৪

প্রতিনিধি, বালিয়াকান্দি (রাজবাড়ী)

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নতুন করে আরও চারজন করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্ত ১৭ জন।

গতকাল দুপুরে রাজবাড়ীর সিভিল সার্জন মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

মো. নুরুল ইসলাম জানান, প্রাপ্ত তথ্যমতে বালিয়াকান্দিতে চারজন করোনা পজিটিভ। নতুন আক্রান্তের বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেও তিনি জানান।

এর মধ্যে দুইজন জামালপুর ইউনিয়নে ও দুইজন বালিয়াকান্দি সদর ইউনিয়নের পুর্ব মৌকুড়ী গ্রামে।

এর আগে স্থানীয়ভাবে ১১ জন, বাহির থেকে আক্রান্ত হয়ে এলাকায় আসে ৫ জন এবং ১ জন ঢাকায় মারা যায় বাড়িতেই তার দাফন হয়।

কিশোরগঞ্জে ৪৫

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে উদ্বেগজনক হারে করোনা সংক্রমণের মাত্রা বেড়ে চলেছে। গত শনিবার প্রকাশিত নমুনা পরীক্ষার ফলাফলে নতুন ৪৫ জন আক্রান্তের খবর জানা গেছে। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, মহাখালীর আইপিএইচ ল্যাবে ৩১টি নমুনার পরীক্ষায় সবগুলো নেগেটিভ এসেছে। আর কিশোরগঞ্জের সৈয়দ নজরুল হাসপাতালের ল্যাবে ৯৪টি নমুনার পরীক্ষায় ৪৫টি পজিটিভ, ৪৫টি নেগেটিভ, আর পুরনো চারটি পজিটিভ নমুনা আবারো পজিটিভ এসেছে। নতুন আক্রান্তদের মধ্যে ভৈরবেই ৪২ জন! এছাড়া কটিয়াদীতে তিনজন। ভৈরবে নতুন করে একজন মারা গেছেন, আর সুস্থও হয়েছেন দু’জন। জেলায় শনিবার আইসোলেশনে ছিলেন ৩৭৫ জন, আর কোয়ারেন্টিনে ছিলেন ১৪৩ জন।

সদরপুরে ৯

প্রতিনিধি, সদরপুর (ফরিদপুর)

সদরপুরে আরো নতুন করে ৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রে এ তথ্য জানা গেছে।

এর মধ্যে আক্রন্ত ২ জন সুস্থ হয়েছেন। অন্যজন সুস্থ হওয়ার পথে। এছাড়া নতুন করে যে ৯জনের করোনা শনাক্ত হয়েছে তার‌্য ৬ জন পুরুষ ও ৩জন মহিলা,এদের মধ্যে একজন কিশোরি রয়েছে।

সদরপুরের স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও মো. ডা. ফয়সাল জানান, নতুন করে যে ৯ জনের করোনা পজিটিভ হয়েছে তাদের প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। আক্রান্ত প্রত্যেকের বাড়ি লক-ডাউন করা হয়েছে।

ঝালকাঠিতে ৪

জেলা বার্তা পরিবেশক, ঝালকাঠি

ঝালকাঠিতে গত শনিবারের দুই পুলিশসহ চারজন করোনায় আক্রান্ত হয়েছেন। গত শনিবার সকালে নমুনা সংগ্রহের রিপোর্ট পাওয়ার পরে ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্ত দুই পুলিশ সদস্যকে পুলিশ লাইনসে আইসোলেশনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় ৬২ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে চিকিৎসকসহ সুস্থ হয়েছেন ১৩ জন।

সোমবার, ০৮ জুন ২০২০ , ২৫ জৈষ্ঠ ১৪২৭, ১৫ শাওয়াল ১৪৪১

৬ জেলায় ডাক্তারসহ শনাক্ত ৬৭

ঈশ্বরদীতে ডাক্তারসহ ৪

প্রতিনিধি, ঈশ্বরদী, (পাবনা)

ঈশ্বরদীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার উম্মে হাবিবাসহ ৪ জন করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে ঈশ্বরদীতে করোনা রোগীর সংখ্যা এখন মোট ১১ জন। নতুন আক্রান্তরা হলেন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উম্মে হাবিবা, আবু সাঈদ, মাসুদ মিয়া ও শামসুল হক। গত শনিবার রামেক হাসপাতালের করোনা পরীক্ষা ল্যাবে ঈশ্বরদীর ৪ জনের করোনা শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রামেক করোনা ল্যাবের পরিচালক ডা. সাবেরা গুল নাহার পাবনা সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল ও একই তথ্য নিশ্চিত করেছেন।

সখীপুরে সাংবাদিকের স্ত্রী

প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের সখীপুর প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক নয়া দিগন্তের সংবাদদাতা তাইবুর রহমা?নের স্ত্রী পারুল আক্তা?রের (৩০) দেহে ক?রোনাভাইরাস শনাক্ত হ?য়ে?ছে। সাংবাদিক তাইবুর গত ৩ জুন বুধবার স্ত্রী সন্তানসহ তিনজন উপজেলা স্বাস্থ্য কম?প্লে?ক্সে গিয়ে নমুনা দেন। রোববার শুধুমাত্র ওই সাংবাদি?কের স্ত্রীর করোনা রি?পোর্ট প?জে?টিভ আসে।

উপ?জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা বলেন, ওই সাংবাদিকের বাসা, শ্বশুরবা?ড়ি ও প্রেসক্লাবসহ সং?শ্লিষ্ট বাসাগু?লো লকডাউ?নের আওতায় আনা হয়েছে।

বালিয়াকান্দিতে ৪

প্রতিনিধি, বালিয়াকান্দি (রাজবাড়ী)

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নতুন করে আরও চারজন করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্ত ১৭ জন।

গতকাল দুপুরে রাজবাড়ীর সিভিল সার্জন মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

মো. নুরুল ইসলাম জানান, প্রাপ্ত তথ্যমতে বালিয়াকান্দিতে চারজন করোনা পজিটিভ। নতুন আক্রান্তের বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেও তিনি জানান।

এর মধ্যে দুইজন জামালপুর ইউনিয়নে ও দুইজন বালিয়াকান্দি সদর ইউনিয়নের পুর্ব মৌকুড়ী গ্রামে।

এর আগে স্থানীয়ভাবে ১১ জন, বাহির থেকে আক্রান্ত হয়ে এলাকায় আসে ৫ জন এবং ১ জন ঢাকায় মারা যায় বাড়িতেই তার দাফন হয়।

কিশোরগঞ্জে ৪৫

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে উদ্বেগজনক হারে করোনা সংক্রমণের মাত্রা বেড়ে চলেছে। গত শনিবার প্রকাশিত নমুনা পরীক্ষার ফলাফলে নতুন ৪৫ জন আক্রান্তের খবর জানা গেছে। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, মহাখালীর আইপিএইচ ল্যাবে ৩১টি নমুনার পরীক্ষায় সবগুলো নেগেটিভ এসেছে। আর কিশোরগঞ্জের সৈয়দ নজরুল হাসপাতালের ল্যাবে ৯৪টি নমুনার পরীক্ষায় ৪৫টি পজিটিভ, ৪৫টি নেগেটিভ, আর পুরনো চারটি পজিটিভ নমুনা আবারো পজিটিভ এসেছে। নতুন আক্রান্তদের মধ্যে ভৈরবেই ৪২ জন! এছাড়া কটিয়াদীতে তিনজন। ভৈরবে নতুন করে একজন মারা গেছেন, আর সুস্থও হয়েছেন দু’জন। জেলায় শনিবার আইসোলেশনে ছিলেন ৩৭৫ জন, আর কোয়ারেন্টিনে ছিলেন ১৪৩ জন।

সদরপুরে ৯

প্রতিনিধি, সদরপুর (ফরিদপুর)

সদরপুরে আরো নতুন করে ৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রে এ তথ্য জানা গেছে।

এর মধ্যে আক্রন্ত ২ জন সুস্থ হয়েছেন। অন্যজন সুস্থ হওয়ার পথে। এছাড়া নতুন করে যে ৯জনের করোনা শনাক্ত হয়েছে তার‌্য ৬ জন পুরুষ ও ৩জন মহিলা,এদের মধ্যে একজন কিশোরি রয়েছে।

সদরপুরের স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও মো. ডা. ফয়সাল জানান, নতুন করে যে ৯ জনের করোনা পজিটিভ হয়েছে তাদের প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। আক্রান্ত প্রত্যেকের বাড়ি লক-ডাউন করা হয়েছে।

ঝালকাঠিতে ৪

জেলা বার্তা পরিবেশক, ঝালকাঠি

ঝালকাঠিতে গত শনিবারের দুই পুলিশসহ চারজন করোনায় আক্রান্ত হয়েছেন। গত শনিবার সকালে নমুনা সংগ্রহের রিপোর্ট পাওয়ার পরে ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্ত দুই পুলিশ সদস্যকে পুলিশ লাইনসে আইসোলেশনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় ৬২ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে চিকিৎসকসহ সুস্থ হয়েছেন ১৩ জন।