বিনায় আপৎকালীন সবজি চাষ প্রশিক্ষণ

ফসলের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের জন্যে কৃষিকে লাভজনক করতে সরকার সার ও বীজের সাথে বিনামূল্যে কৃষকদের সেচ ও স্বল্পমূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রদানের পরিকল্পনা গ্রহণ করছে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আব্দুর রৌফ। তিনি কৃষদের পুষ্টিমান সম্পন্ন বিষমুক্ত সবজি উৎপাদনের আহ্বান জানান।

গত শনিবার বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) আয়োজিত ড. এম এ ওয়াজেদ মিয়া অডিটোরিয়ামে ‘পারমাণবিক ও উন্নত প্রযুক্তির মাধ্যমে উদ্যানতাত্ত্বিক ফসলের গবেষণা ও ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারকরণ’ কর্মসূচি অর্থয়ানে আয়োজিত ‘করোনা আপদকালীন সময়ে সবজি ফসল চাষাবাদে কৃষকদের উদ্ধুদকরণ’ শীর্ষক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুরে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নাজিরুল ইসলাম, বিনার পরিচালক ড. হোসনেয়ারা বেগম, ড. জাহাঙ্গীর আলম ও ড. আবুল কালাম আজাদ এবং কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক নিখীল চন্দ্র সেন।

সোমবার, ০৮ জুন ২০২০ , ২৫ জৈষ্ঠ ১৪২৭, ১৫ শাওয়াল ১৪৪১

বিনায় আপৎকালীন সবজি চাষ প্রশিক্ষণ

জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ

ফসলের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের জন্যে কৃষিকে লাভজনক করতে সরকার সার ও বীজের সাথে বিনামূল্যে কৃষকদের সেচ ও স্বল্পমূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রদানের পরিকল্পনা গ্রহণ করছে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আব্দুর রৌফ। তিনি কৃষদের পুষ্টিমান সম্পন্ন বিষমুক্ত সবজি উৎপাদনের আহ্বান জানান।

গত শনিবার বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) আয়োজিত ড. এম এ ওয়াজেদ মিয়া অডিটোরিয়ামে ‘পারমাণবিক ও উন্নত প্রযুক্তির মাধ্যমে উদ্যানতাত্ত্বিক ফসলের গবেষণা ও ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারকরণ’ কর্মসূচি অর্থয়ানে আয়োজিত ‘করোনা আপদকালীন সময়ে সবজি ফসল চাষাবাদে কৃষকদের উদ্ধুদকরণ’ শীর্ষক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুরে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নাজিরুল ইসলাম, বিনার পরিচালক ড. হোসনেয়ারা বেগম, ড. জাহাঙ্গীর আলম ও ড. আবুল কালাম আজাদ এবং কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক নিখীল চন্দ্র সেন।