নির্বাচনে কোন অনিয়ম হলে দুর্বার আন্দোলন হবে কাদের মির্জা

বসুরহাট পৌরসভা নির্বচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা বলেছেন, নির্বাচনে আওয়ামী লীগকে বিতর্কিত করার জন্য, জননেতা ওবায়দুল কাদেরকে দলে কোনঠাশা করে নিজেদের স্বার্থ হাসিল করতে নির্বচনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে ফেনী ও কবিরহাট থেকে অস্ত্র সরবরাহ করছে। বার বার ডিসি এসপিকে বলার পরও তারা কোন ব্যাবস্থা নিচ্ছে না। তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বসুরহাটে নির্বাচনে আগে বা পরে যদি কোন মায়ের বুক খালি হয়, আমার কোন মানুষের রক্ত ঝরে, কোন বাড়িতে যদি আগুন লাগে এর দায় দায়িত্ব ডিসি এসপি ও নির্বাচন অফিসারকে নিতে হবে এবং এর পরপরই ডিসি, এসপি ও নির্বাচন অফিসারের বিরুদ্ধে কঠোরতর আন্দোলন গড়ে তোলা হবে। এখনও সময় আছে অস্ত্র উদ্ধার করুন, সন্ত্রাসীদের ধাওয়া করে এলাকা ছাড়া করুন। নয়ত এ সন্ত্রাসীরা যদি জনতার হাতে ধরা পড়ে নিজাম হাজারী বা তাদের মদদদাতারা তাদের বাঁচাতে পারবে না। আবদুল কাদের বলেন, দেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে নিজাম হাজারী বা একরামরা জামানত ও পাবে না।

তিনি বলেন, যে ডিসি একরামের নাম লেখা মাস্ক মুখে দিয়ে চলে সে ডিসি নিরপেক্ষ হতে পারে না। তার কথাবার্তায় ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়। তিনি নারায়ণগঞ্জের এমপি বাবুর উদ্দেশে বলেন, টকশোতে বসে অনেক কথা বলেন, একবার এসে দেখে যান এখানে দল এক্যবদ্ধ এখানে কোন বিশৃঙ্খলা নাই। অনুমাননির্ভর বক্তব্য দিয়ে দলের ক্ষতি করার চেষ্টা করবেন না।

তিনি বলেন, জেলা আওয়ামী লীগ সভাপতি সেলিম সাহেব ভালো মানুষ অথচ ডিসি, এসপি তার কথা শোনে না এমনকি তার উপজেলার ইউএনওও তার কথা শোনে না। তারা ওই টেন্ডারবাজ, নিয়োগবাণিজ্য করা হাইব্রিড নেতাদের চামচামি করে, তাদের তেল মাখে। অথচ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাশীল এ সেলিম সাহেব, নেত্রী তাকে পছন্দ করেন।

তিনি গতকাল পৌরসভার বিভিন্ন এলাকায় তার নির্বাচনী পথসভায় এসব বক্তব্য রাখেন। তাছাড়া আওয়ামী যুব, ছাত্রলীগ, যুবলীগ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও বক্তব্য রাখেন। প্রতিদিন তার এ অপ্রিয় সত্য ভাষণ শোনার জন্য পৌরসভায় এবং কোম্পানিগঞ্জ উপজেলার বাইরে থেকেও হাজার হাজার মানুষ তার সভাস্থলে হাজির হচ্ছেন।

আরও খবর
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
অপশক্তি প্রতিহত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা হবে কাদের
বিয়ের কাজী হতে পারবে না নারীরা হাইকোর্ট
ডেঙ্গু ম্যালেরিয়ার মতো করোনাও স্থায়ী হবে
এইচএসসি’র ফল প্রকাশের অধ্যাদেশ অনুমোদন আজ
শিক্ষার্থী ধর্ষণ-হত্যা আসামির ডিএনএ পরীক্ষা হবে
বরিশালের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করছে
সাবেক প্রতিমন্ত্রী খালেদুর রহমান টিটোর জীবনাবসান
জনগণের টিকা প্রাপ্তি অনিশ্চয়তার মধ্যে পড়েছে মির্জা ফখরুল
ফের জামিন নাকচ ওসি প্রদীপের
দিনে ফেরিওয়ালা রাতে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই গ্রেফতার ৪
‘করোনা মোকাবিলায় পুলিশ হাসপাতালের প্রচেষ্টা ছিল মহাকাব্যিক’
আশুলিয়ায় জাল টাকার কারখানা গ্রেফতার ২
‘তুরাগ পাড়ে নতুন সিটি তৈরি হবে’

সোমবার, ১১ জানুয়ারী ২০২১ , ২৭ পৌষ ১৪২৭, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪২

নির্বাচনে কোন অনিয়ম হলে দুর্বার আন্দোলন হবে কাদের মির্জা

প্রতিনিধি, নোয়াখালী

বসুরহাট পৌরসভা নির্বচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা বলেছেন, নির্বাচনে আওয়ামী লীগকে বিতর্কিত করার জন্য, জননেতা ওবায়দুল কাদেরকে দলে কোনঠাশা করে নিজেদের স্বার্থ হাসিল করতে নির্বচনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে ফেনী ও কবিরহাট থেকে অস্ত্র সরবরাহ করছে। বার বার ডিসি এসপিকে বলার পরও তারা কোন ব্যাবস্থা নিচ্ছে না। তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বসুরহাটে নির্বাচনে আগে বা পরে যদি কোন মায়ের বুক খালি হয়, আমার কোন মানুষের রক্ত ঝরে, কোন বাড়িতে যদি আগুন লাগে এর দায় দায়িত্ব ডিসি এসপি ও নির্বাচন অফিসারকে নিতে হবে এবং এর পরপরই ডিসি, এসপি ও নির্বাচন অফিসারের বিরুদ্ধে কঠোরতর আন্দোলন গড়ে তোলা হবে। এখনও সময় আছে অস্ত্র উদ্ধার করুন, সন্ত্রাসীদের ধাওয়া করে এলাকা ছাড়া করুন। নয়ত এ সন্ত্রাসীরা যদি জনতার হাতে ধরা পড়ে নিজাম হাজারী বা তাদের মদদদাতারা তাদের বাঁচাতে পারবে না। আবদুল কাদের বলেন, দেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে নিজাম হাজারী বা একরামরা জামানত ও পাবে না।

তিনি বলেন, যে ডিসি একরামের নাম লেখা মাস্ক মুখে দিয়ে চলে সে ডিসি নিরপেক্ষ হতে পারে না। তার কথাবার্তায় ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়। তিনি নারায়ণগঞ্জের এমপি বাবুর উদ্দেশে বলেন, টকশোতে বসে অনেক কথা বলেন, একবার এসে দেখে যান এখানে দল এক্যবদ্ধ এখানে কোন বিশৃঙ্খলা নাই। অনুমাননির্ভর বক্তব্য দিয়ে দলের ক্ষতি করার চেষ্টা করবেন না।

তিনি বলেন, জেলা আওয়ামী লীগ সভাপতি সেলিম সাহেব ভালো মানুষ অথচ ডিসি, এসপি তার কথা শোনে না এমনকি তার উপজেলার ইউএনওও তার কথা শোনে না। তারা ওই টেন্ডারবাজ, নিয়োগবাণিজ্য করা হাইব্রিড নেতাদের চামচামি করে, তাদের তেল মাখে। অথচ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাশীল এ সেলিম সাহেব, নেত্রী তাকে পছন্দ করেন।

তিনি গতকাল পৌরসভার বিভিন্ন এলাকায় তার নির্বাচনী পথসভায় এসব বক্তব্য রাখেন। তাছাড়া আওয়ামী যুব, ছাত্রলীগ, যুবলীগ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও বক্তব্য রাখেন। প্রতিদিন তার এ অপ্রিয় সত্য ভাষণ শোনার জন্য পৌরসভায় এবং কোম্পানিগঞ্জ উপজেলার বাইরে থেকেও হাজার হাজার মানুষ তার সভাস্থলে হাজির হচ্ছেন।