রাজধানীতে ২৪ ছিনতাইকারী গ্রেপ্তার

রাজধানীতে ২৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে গোয়েন্দা পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের মধ্যে একজন নারী ছিনতাইকারী রয়েছে। তার নাম কোহিনুর বেগম ওরফে মালা।

গ্রেপ্তারকৃত ছিনতাইকারীদের কাছ থেকে একটি চাপাতি, দুইটি ছোরা, অচেতন করার স্প্রে, ৪টি গুল, ৪টি মলম, ৪টি পাগলা মলম ও মরিচের গুড়া ও ৩০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গতকাল দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিন্টু রোডস্থ মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব তথ্য জানান গোয়েন্দা পুলিশ কর্মকর্তা মাহবুব আলম।

ছিনতাইকারীদের আশ্রয়দাতা কোহিনুর রাজধানীর মুগদা এলাকায় একটি বাসা ভাড়া করে থাকত। সে ডাকাত দলের সর্দার। কোহিনুরের বাসায় ছিনতাইকারী ও ডাকাতরা অপরাধ করে গিয়ে আশ্রয় নিত। তার বাসায় ছিনতাই ও ডাকাতির মালামাল ভাগবাটোয়ারা হতো। আর ডাকাত ও ছিনতাইকারী গ্রেপ্তার হলে সে টাকা দিয়ে তাদের জামিন করাত। মালার নামে একাধিক ছিনতাইয়ের মামলা রয়েছে। শাহবাগে ডাকাতি ও হত্যার ঘটনায় মালার নাম বেরিয়ে আসে।

বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১ , ১৪ মাঘ ১৪২৭, ১৪ জমাদিউস সানি ১৪৪২

রাজধানীতে ২৪ ছিনতাইকারী গ্রেপ্তার

নিজস্ব বার্তা পরিবেশক |

রাজধানীতে ২৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে গোয়েন্দা পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের মধ্যে একজন নারী ছিনতাইকারী রয়েছে। তার নাম কোহিনুর বেগম ওরফে মালা।

গ্রেপ্তারকৃত ছিনতাইকারীদের কাছ থেকে একটি চাপাতি, দুইটি ছোরা, অচেতন করার স্প্রে, ৪টি গুল, ৪টি মলম, ৪টি পাগলা মলম ও মরিচের গুড়া ও ৩০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গতকাল দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিন্টু রোডস্থ মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব তথ্য জানান গোয়েন্দা পুলিশ কর্মকর্তা মাহবুব আলম।

ছিনতাইকারীদের আশ্রয়দাতা কোহিনুর রাজধানীর মুগদা এলাকায় একটি বাসা ভাড়া করে থাকত। সে ডাকাত দলের সর্দার। কোহিনুরের বাসায় ছিনতাইকারী ও ডাকাতরা অপরাধ করে গিয়ে আশ্রয় নিত। তার বাসায় ছিনতাই ও ডাকাতির মালামাল ভাগবাটোয়ারা হতো। আর ডাকাত ও ছিনতাইকারী গ্রেপ্তার হলে সে টাকা দিয়ে তাদের জামিন করাত। মালার নামে একাধিক ছিনতাইয়ের মামলা রয়েছে। শাহবাগে ডাকাতি ও হত্যার ঘটনায় মালার নাম বেরিয়ে আসে।