কৃষক যেন লাভবান হয়

ফসলের ভরা মৌসুম চলছে। শীতের শাকসবজিতে বাজার ভরা। ক্রেতারাও কিনছেন একটু কম দামে। খুচরা বিক্রেতারাও ভালো দাম পাচ্ছেন। দুঃসংবাদ হলোÑ কৃষক উৎপাদিত সবজির ন্যায্য দাম পাচ্ছেন না। কৃষকের লাভ পাওয়া দূরের কথা; উৎপাদন খরচ ওঠানোই তাদের পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে। বাজারে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বেড়েছে। উৎপাদন ক্ষেত্রে যে সবজি বিক্রি হচ্ছে ২ টাকা কেজি দরে; ঢাকায় সেই সবজির কেজি ১৫ থেকে ২০ টাকা। টমেটো, ফুলকপি, বাঁধাকপি, মুলা, শিমসহ বিভিন্ন ধরনের সবজির দামের ক্ষেত্রে তারতম্য একই রকম। মধ্যস্বত্বভোগীদের অধিক মুনাফা লোটার পুরনো এই প্রবণতা নানামুখী বিরূপ প্রভাব ফেলছে। এ কারণে তৃণমূলের কৃষকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

কৃষকের সুরক্ষা নিশ্চিত করতেই হবে। কৃষক যদি আর্থিকভাবে সুরক্ষিত বোধ না করেন, তাহলে তারা কৃষিকাজে উৎসাহ হারাবেন এবং কৃষিজমি ক্রমাগত অকৃষি কাজে ব্যবহৃত হতে থাকবে। কৃষকের অর্থবল, মনোবল দুই-ই জরুরি। বিপুল শ্রম ও অর্থ ব্যয়ে উৎপাদিত সবজির ন্যায্য দাম না পেলে দুই কূলই রক্ষা করা কঠিন।

আবদিম মুনিব

বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১ , ৪ ফাল্গুন ১৪২৭ ৪ রজব ১৪৪২

কৃষক যেন লাভবান হয়

ফসলের ভরা মৌসুম চলছে। শীতের শাকসবজিতে বাজার ভরা। ক্রেতারাও কিনছেন একটু কম দামে। খুচরা বিক্রেতারাও ভালো দাম পাচ্ছেন। দুঃসংবাদ হলোÑ কৃষক উৎপাদিত সবজির ন্যায্য দাম পাচ্ছেন না। কৃষকের লাভ পাওয়া দূরের কথা; উৎপাদন খরচ ওঠানোই তাদের পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে। বাজারে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বেড়েছে। উৎপাদন ক্ষেত্রে যে সবজি বিক্রি হচ্ছে ২ টাকা কেজি দরে; ঢাকায় সেই সবজির কেজি ১৫ থেকে ২০ টাকা। টমেটো, ফুলকপি, বাঁধাকপি, মুলা, শিমসহ বিভিন্ন ধরনের সবজির দামের ক্ষেত্রে তারতম্য একই রকম। মধ্যস্বত্বভোগীদের অধিক মুনাফা লোটার পুরনো এই প্রবণতা নানামুখী বিরূপ প্রভাব ফেলছে। এ কারণে তৃণমূলের কৃষকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

কৃষকের সুরক্ষা নিশ্চিত করতেই হবে। কৃষক যদি আর্থিকভাবে সুরক্ষিত বোধ না করেন, তাহলে তারা কৃষিকাজে উৎসাহ হারাবেন এবং কৃষিজমি ক্রমাগত অকৃষি কাজে ব্যবহৃত হতে থাকবে। কৃষকের অর্থবল, মনোবল দুই-ই জরুরি। বিপুল শ্রম ও অর্থ ব্যয়ে উৎপাদিত সবজির ন্যায্য দাম না পেলে দুই কূলই রক্ষা করা কঠিন।

আবদিম মুনিব