তিন আসনে আ’লীগের ৯৪ প্রার্থী

সংসদীয় বোর্ডের সভা আজ

ঢাকা-১৪সহ সংসদীয় তিনটি আসনের উপনির্বাচনে প্রার্থী মনোনয়ন দিতে দলের সংসদীয় বোর্ডের সভা ডেকেছে আওয়ামী লীগ। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ বেলা ১১টায় গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। গতকাল দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি মেনে যথা সময়ে সভায় উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন।

আওয়মী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, আগামী ২৮ জুলাই সংসদীয় তিনটি আসনে উপনির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ৯৪জন প্রার্থী আবেদন ফরম জমা দিয়েছেন। এর মধ্যে, ঢাকা-১৪ আসনে ৩৪ জন, কুমিল্লা-৫ আসনে ৩৫ জন এবং সিলেট-৩ আসনে ২৫ জন প্রার্থী রয়েছেন। বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ ও জমা নেয়া শেষ হয়। আজ গণভবনে সংসদীয় বোর্ডের সভায় এই তিন আসনে একক প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করার কথা রয়েছে।

তফসিল অনুযায়ী, একাদশ জাতীয় সংসদের সিলেট-৩, ঢাকা-১৪, কুমিল্লা-৫ আসনে ১৪ জুলাই ভোট হওয়ার কথা ছিল। ওই দিন জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী দিন হওয়ায় দলটির অনুরোধে এই তিনটি আসনে ভোটের তারিখ আগামী ২৮ জুলাই পুনর্নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণের তারিখ পরিবর্তন হলেও অন্য কার্যক্রম তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।

ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আসলামুল হক, কুমিল্লা-৫ এ দলের সভাপতিম-লীর সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এবং সিলেট-৩ এ মাহমুদুস সামাদ চৌধুরীর মৃত্যুতে আসন ৩টি শূন্য হয়।

শনিবার, ১২ জুন ২০২১ , ২৯ জ্যৈষ্ঠ ১৪২৮ ৩০ শাওয়াল ১৪৪২

তিন আসনে আ’লীগের ৯৪ প্রার্থী

সংসদীয় বোর্ডের সভা আজ

নিজস্ব বার্তা পরিবেশক

ঢাকা-১৪সহ সংসদীয় তিনটি আসনের উপনির্বাচনে প্রার্থী মনোনয়ন দিতে দলের সংসদীয় বোর্ডের সভা ডেকেছে আওয়ামী লীগ। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ বেলা ১১টায় গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। গতকাল দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি মেনে যথা সময়ে সভায় উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন।

আওয়মী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, আগামী ২৮ জুলাই সংসদীয় তিনটি আসনে উপনির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ৯৪জন প্রার্থী আবেদন ফরম জমা দিয়েছেন। এর মধ্যে, ঢাকা-১৪ আসনে ৩৪ জন, কুমিল্লা-৫ আসনে ৩৫ জন এবং সিলেট-৩ আসনে ২৫ জন প্রার্থী রয়েছেন। বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ ও জমা নেয়া শেষ হয়। আজ গণভবনে সংসদীয় বোর্ডের সভায় এই তিন আসনে একক প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করার কথা রয়েছে।

তফসিল অনুযায়ী, একাদশ জাতীয় সংসদের সিলেট-৩, ঢাকা-১৪, কুমিল্লা-৫ আসনে ১৪ জুলাই ভোট হওয়ার কথা ছিল। ওই দিন জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী দিন হওয়ায় দলটির অনুরোধে এই তিনটি আসনে ভোটের তারিখ আগামী ২৮ জুলাই পুনর্নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণের তারিখ পরিবর্তন হলেও অন্য কার্যক্রম তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।

ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আসলামুল হক, কুমিল্লা-৫ এ দলের সভাপতিম-লীর সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এবং সিলেট-৩ এ মাহমুদুস সামাদ চৌধুরীর মৃত্যুতে আসন ৩টি শূন্য হয়।