ভালুকা সিডস্টোর-সখিপুর সড়ক বেহাল

এলজিইডি হতে সওজে স্থানান্তরের দাবি

গত শুক্রবার সকালে ভালুকার বাটাজোর বাজারে সীডস্টোর-সখিপুর সড়ক দ্রুত সংস্কার ও সড়কটি এলজিইডি হতে সড়ক জনপথ বিভাগে স্থানান্তরের দাবিতে যৌথ খামারের উদ্যোগে এলকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। কর্মসূচিতে অংশ নেয়া উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোজাম্মেল হক বলেন, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক লাগুয়া ভালুকার সীডস্টোর বাজার হতে কাচিনা, বাটাজোর বাজার, সখিপুর হয়ে এলেঙ্গা পর্যন্ত প্রায় ৫০ কিমি. রাস্তার সীডস্টোর-বাটাজোর অংশ দীর্ঘদিন ধরে খানা খন্দে ভরে থাকায় কাদাপানি জমে যান চলাচল বিঘিœত হচ্ছে। ২০১৯ সালের অক্টোবর মাসে এলজিইডি হতে রাফায়েদ কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কার্যাদেশ নিয়ে সড়ক সংস্কার কাজ শুরু করলেও এক বছরে ১০ ভাগ কাজ সম্পন্ন হয়নি। এর পর প্রায় এক বছর যাবত কাজ বন্ধসহ ঠিকাদারি প্রতিষ্ঠান লাপাত্তা হয়েছেন। ওই সড়কে চলাচল কারী সিএনজি চালক খাজা মিয়া জানান সারা রাস্তা কাদা পানি আর খানা খন্দে ভরে থাকায় বৃষ্টির দিনে তারা কর্মহীন হয়ে স্ত্রী- সন্তান নিয়ে প্রায় সময় অনাহারে কাটাচ্ছেন । সিএনজি চালক আল আমিন জানান পেটের দায়ে তারা জীবনের ঝুঁকি নিয়ে কাদা পানির গর্ত ভরা রাস্তায় গাড়ি নিয়ে বের হয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন।

শ্রমিক নেতা মিন্টু মিয়া জানান এলজিইডি কর্তৃপক্ষ দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ এ সড়কটির সংস্কার কাজের কোন অগ্রগতি সাধন করতে পারেননি তাই তাদের দাবি সড়কটি জনপথ বিভাগে স্থানান্তর করে অতি তাড়াতাড়ি সংস্কার করার সুযোগ করে দিলে এলাকাবাসীর চলাচলে দুর্দশা লাগব হবে।

রবিবার, ১৩ জুন ২০২১ , ৩০ জ্যৈষ্ঠ ১৪২৮ ৩১ রজব ১৪৪২

ভালুকা সিডস্টোর-সখিপুর সড়ক বেহাল

এলজিইডি হতে সওজে স্থানান্তরের দাবি

প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)

গত শুক্রবার সকালে ভালুকার বাটাজোর বাজারে সীডস্টোর-সখিপুর সড়ক দ্রুত সংস্কার ও সড়কটি এলজিইডি হতে সড়ক জনপথ বিভাগে স্থানান্তরের দাবিতে যৌথ খামারের উদ্যোগে এলকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। কর্মসূচিতে অংশ নেয়া উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোজাম্মেল হক বলেন, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক লাগুয়া ভালুকার সীডস্টোর বাজার হতে কাচিনা, বাটাজোর বাজার, সখিপুর হয়ে এলেঙ্গা পর্যন্ত প্রায় ৫০ কিমি. রাস্তার সীডস্টোর-বাটাজোর অংশ দীর্ঘদিন ধরে খানা খন্দে ভরে থাকায় কাদাপানি জমে যান চলাচল বিঘিœত হচ্ছে। ২০১৯ সালের অক্টোবর মাসে এলজিইডি হতে রাফায়েদ কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কার্যাদেশ নিয়ে সড়ক সংস্কার কাজ শুরু করলেও এক বছরে ১০ ভাগ কাজ সম্পন্ন হয়নি। এর পর প্রায় এক বছর যাবত কাজ বন্ধসহ ঠিকাদারি প্রতিষ্ঠান লাপাত্তা হয়েছেন। ওই সড়কে চলাচল কারী সিএনজি চালক খাজা মিয়া জানান সারা রাস্তা কাদা পানি আর খানা খন্দে ভরে থাকায় বৃষ্টির দিনে তারা কর্মহীন হয়ে স্ত্রী- সন্তান নিয়ে প্রায় সময় অনাহারে কাটাচ্ছেন । সিএনজি চালক আল আমিন জানান পেটের দায়ে তারা জীবনের ঝুঁকি নিয়ে কাদা পানির গর্ত ভরা রাস্তায় গাড়ি নিয়ে বের হয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন।

শ্রমিক নেতা মিন্টু মিয়া জানান এলজিইডি কর্তৃপক্ষ দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ এ সড়কটির সংস্কার কাজের কোন অগ্রগতি সাধন করতে পারেননি তাই তাদের দাবি সড়কটি জনপথ বিভাগে স্থানান্তর করে অতি তাড়াতাড়ি সংস্কার করার সুযোগ করে দিলে এলাকাবাসীর চলাচলে দুর্দশা লাগব হবে।