বোট ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি সংসদে

চিত্রনায়িকা পরীমণিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টায় অভিযুক্ত স্থান ঢাকা বোট ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি উঠেছে সংসদে। গতকাল সংসদে ‘শিশু দিবাযতœ কেন্দ্র বিল-২০২১’ পাসকালে এ দাবি তোলেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ। এর আগে সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

খসড়া আইনের সংশোধনী প্রস্তাব দেয়ার সময় হারুন বলেন, ‘দু’দিন আগে একটা ঘটনা ঘটল। বোট ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা হচ্ছে। বলা হচ্ছে, তুরাগ পাড় দখল করে এই ক্লাব করা হয়েছে। পুলিশের আইজি এটার সভাপতি।’

সংসদে হারুন বলেন, ‘নারীদের কর্মসংস্থান বেড়েছে কিন্তু কাজে যাওয়ার পথ কতটা নিরাপদ। পথে ধর্ষণের ঘটনা ঘটছে। এর বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর বার্তা দিতে হবে। বলা হচ্ছে নারীদের ক্লাবে যাওয়া খারাপ। পুরুষদের খারাপ না? নারীরা মদ্যপান করলে খারাপ বলা হচ্ছে। পুরুষ করলে খারাপ না? দুটোই হারাম।’

মুনিয়া ব্যাভিচারের শিকার

রাজধানীতে মুনিয়ার লাশ পাওয়ার ঘটনা প্রসঙ্গে এই সংসদ সদস্য বলেন, ‘মুনিয়া ব্যাভিচারের শিকার হলো। কারা করল? প্রধানমন্ত্রী কী ব্যবস্থা নিয়েছেন? সমাজের ওপরতলার লোকজন এর সঙ্গে জড়িত। তাদের কঠোরভাবে আইনের আওতায় আনতে হবে।’

বিদেশে নারীকর্মী পাঠানো

বিদেশে নারীকর্মী পাঠানোর বিষয়ে হারুন বলেন, ‘বিদেশে আমরা নারীদের পাঠাচ্ছি। সেখানে বীভৎস ঘটনা ঘটছে। ইসলামে আছে মাহরুম ছাড়া নারী বাইরে যাবে না। আমরা তাদের একা পাঠিয়ে দিচ্ছি। এটা কি বন্ধ করা যায় না? সেখানে তারা সমস্যায় পড়ছে। দূতাবাস কোন সাহায্য করছে না।’

আরও খবর
সুন্দরবনের আয়তন বাড়ছে : প্রধানমন্ত্রী
পুলিশের শূন্য পদে নিয়োগ শীঘ্রই : স্বরাষ্ট্রমন্ত্রী
নিবন্ধন ছাড়া ডে-কেয়ার চালালে জেল-জরিমানা
অর্থ পাচারকারী কারা অর্থমন্ত্রী জানেন জাপা এমপি
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে দ্রুত জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান
সুষ্ঠু পরিবেশ না থাকলে নির্বাচন বন্ধ : সিইসি
গোপনে বেড বাড়ি নিয়ে যেতে ধরা পড়েন জনতার হাতে চিকিৎসক
বোমা হামলার ২০ বছর, বিচার হয়নি
১৬ জুন বাংলাদেশের ইতিহাসে এক কালো দিবস : মির্জা ফখরুল
সিএএর সঙ্গে সম্পর্ক নেই নাগরিকত্ব আইনের
বিএনপির দুর্নীতিবিরোধী বক্তব্য ভূতের মুখে রাম নাম : কাদের
চার দাবিতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের মিছিল, পুলিশের বাধা

বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১ , ৩ আষাড় ১৪২৮ ৫ জিলকদ ১৪৪২

বোট ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি সংসদে

নিজস্ব বার্তা পরিবেশক

চিত্রনায়িকা পরীমণিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টায় অভিযুক্ত স্থান ঢাকা বোট ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি উঠেছে সংসদে। গতকাল সংসদে ‘শিশু দিবাযতœ কেন্দ্র বিল-২০২১’ পাসকালে এ দাবি তোলেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ। এর আগে সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

খসড়া আইনের সংশোধনী প্রস্তাব দেয়ার সময় হারুন বলেন, ‘দু’দিন আগে একটা ঘটনা ঘটল। বোট ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা হচ্ছে। বলা হচ্ছে, তুরাগ পাড় দখল করে এই ক্লাব করা হয়েছে। পুলিশের আইজি এটার সভাপতি।’

সংসদে হারুন বলেন, ‘নারীদের কর্মসংস্থান বেড়েছে কিন্তু কাজে যাওয়ার পথ কতটা নিরাপদ। পথে ধর্ষণের ঘটনা ঘটছে। এর বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর বার্তা দিতে হবে। বলা হচ্ছে নারীদের ক্লাবে যাওয়া খারাপ। পুরুষদের খারাপ না? নারীরা মদ্যপান করলে খারাপ বলা হচ্ছে। পুরুষ করলে খারাপ না? দুটোই হারাম।’

মুনিয়া ব্যাভিচারের শিকার

রাজধানীতে মুনিয়ার লাশ পাওয়ার ঘটনা প্রসঙ্গে এই সংসদ সদস্য বলেন, ‘মুনিয়া ব্যাভিচারের শিকার হলো। কারা করল? প্রধানমন্ত্রী কী ব্যবস্থা নিয়েছেন? সমাজের ওপরতলার লোকজন এর সঙ্গে জড়িত। তাদের কঠোরভাবে আইনের আওতায় আনতে হবে।’

বিদেশে নারীকর্মী পাঠানো

বিদেশে নারীকর্মী পাঠানোর বিষয়ে হারুন বলেন, ‘বিদেশে আমরা নারীদের পাঠাচ্ছি। সেখানে বীভৎস ঘটনা ঘটছে। ইসলামে আছে মাহরুম ছাড়া নারী বাইরে যাবে না। আমরা তাদের একা পাঠিয়ে দিচ্ছি। এটা কি বন্ধ করা যায় না? সেখানে তারা সমস্যায় পড়ছে। দূতাবাস কোন সাহায্য করছে না।’