মির্জাপুরে গণপিটুনিতে নিহত ব্যক্তির পরিচয় মেলেনি আড়াই মাসেও

টাঙ্গাইলের মির্জাপুরে গণপিটুনিতে নিহত অজ্ঞাত পরিচয়(৩৩) ব্যক্তির পরিচয় মেলেনি আড়াই মাসেও। গত ৯ এপ্রিল রাতে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বরাটি গ্রামে প্রবাসী মিনজু খানের বাড়িতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত হন ওই ব্যক্তি। পরিচয় না পাওয়ায় আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে তার দাফন করা হয়। এ ঘটনায় অজ্ঞাত ৭০-৮০ জনের নামে মির্জাপুর থানায় একটি মামলা হয়। মামলা সূত্রে জানা যায়, অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি ঘটনার কয়েক মাস আগে প্রবাসী মিনজু মিয়ার বাড়িসহ বরাটি গ্রামের একাধিক বাড়িতে দিনমুজুরের কাজ করেন। সে সময় ওই ব্যক্তির নাম মালেক বলে জানায়। কাজের সময় পরিচয়ের সূত্র ধরে গত ৯ এপ্রিল রাত আনুমানিক ৮টার দিকে মালেক বিষ মিশ্রিত মিষ্টি ও দই নিয়ে প্রবাসী মিনজুর বাড়িতে আসেন। তার বিষ মিশ্রিত খাবার খেয়ে মিনজুর স্ত্রী মর্জিনা বেগম মেয়ে সুমাইয়া আক্তার মিতু (১৫) আয়েশা সিদ্দিকা তোয়া (৯) ও বরাটি জামে মসজিদের ইমাম মো. রুহুল আমিন অজ্ঞান হয়ে পড়েন। পরে রাতে বাড়ির মালামাল চুরি করে পালানোর সময় এলাকাবাসী তাকে ধরে গণপিটুনি দিরে তার মৃত্যু হয়।

আরও খবর
খাল দখলে সংকটাপন্ন নৌপথ
শেরপুরে প্রতিপক্ষের গুলিতে দুই ছাত্রলীগ কর্মী আহত
এদেশের মানবসম্পদে অর্থনীতির ভিত দৃঢ় করা সম্ভব
চাকরির কথা বলে ওমানে যৌনদাস হিসেবে বিক্রি : আদালতে মামলা
বাগেরহাটে পুলিশি বাঁধায় যুবদলের সমাবেশ পন্ড
‘সমস্যা চিহ্নিত করে সমাধানের তাগিদ’
ঝিনাইগাতী সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
মাছের পেটায় সচ্ছল হাজারো নারী শ্রমিক
শিবচরে ২ বাড়িতে ডাকাতি : বন্দুক লুট, আহত ১
শিবালয়ে শ্বশুর বাড়িতে জামাতার রহস্য মৃত্যু
কেশবপুর পৌরসভায় ৩ বছরে উন্নয়ন ব্যয় সাড়ে ৩৫ কোটি
সৈয়দপুরে বাল্যবিয়ে বর দন্ডিত
কটিয়াদীতে মেছো বাঘ উদ্ধার
চট্টগ্রামে দুজনের মৃত্যু
ধামরাইয়ে ৪শ’বর্ষী রথযাত্রা উৎসব ২৬ দিনব্যাপী
সোনারগাঁয়ে তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ
বাঁশখালীতে ছিনতাইকারী মাদক বিক্রেতা ধৃত

সোমবার, ০১ জুলাই ২০১৯ , ১৭ আষাঢ় ১৪২৫, ২৭ শাওয়াল ১৪৪০

মির্জাপুরে গণপিটুনিতে নিহত ব্যক্তির পরিচয় মেলেনি আড়াই মাসেও

প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের মির্জাপুরে গণপিটুনিতে নিহত অজ্ঞাত পরিচয়(৩৩) ব্যক্তির পরিচয় মেলেনি আড়াই মাসেও। গত ৯ এপ্রিল রাতে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বরাটি গ্রামে প্রবাসী মিনজু খানের বাড়িতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত হন ওই ব্যক্তি। পরিচয় না পাওয়ায় আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে তার দাফন করা হয়। এ ঘটনায় অজ্ঞাত ৭০-৮০ জনের নামে মির্জাপুর থানায় একটি মামলা হয়। মামলা সূত্রে জানা যায়, অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি ঘটনার কয়েক মাস আগে প্রবাসী মিনজু মিয়ার বাড়িসহ বরাটি গ্রামের একাধিক বাড়িতে দিনমুজুরের কাজ করেন। সে সময় ওই ব্যক্তির নাম মালেক বলে জানায়। কাজের সময় পরিচয়ের সূত্র ধরে গত ৯ এপ্রিল রাত আনুমানিক ৮টার দিকে মালেক বিষ মিশ্রিত মিষ্টি ও দই নিয়ে প্রবাসী মিনজুর বাড়িতে আসেন। তার বিষ মিশ্রিত খাবার খেয়ে মিনজুর স্ত্রী মর্জিনা বেগম মেয়ে সুমাইয়া আক্তার মিতু (১৫) আয়েশা সিদ্দিকা তোয়া (৯) ও বরাটি জামে মসজিদের ইমাম মো. রুহুল আমিন অজ্ঞান হয়ে পড়েন। পরে রাতে বাড়ির মালামাল চুরি করে পালানোর সময় এলাকাবাসী তাকে ধরে গণপিটুনি দিরে তার মৃত্যু হয়।