শিবালয়ে শ্বশুর বাড়িতে জামাতার রহস্য মৃত্যু

শিবালয় উপজেলার বাশাইল গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে জামাতা আব্দুল মালেকের (৪০) রহস্যজনক মৃত্যুর ঘটনায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। আব্দুল মালেক পাবনার বেড়া উপজেলার খানপুর কাজীরহাট গ্রামের ওয়াহেদ আলীর ছেলে। জানা গেছে, উপজেলার বাশাইল গ্রামের ঝনু শেখের কন্যা সাবিনার সঙ্গে স্বামীর প্রায় ঝগড়া-বিবাদ চলতো। ঝগড়া-বিবাদের কারণে রমজান ঈদের কয়েকদিন আগে সাবিনা স্বামীর বাড়ি থেকে পিতার বাড়িতে চলে আসে। গত শুক্রবার সন্ধ্যায় মালেক স্ত্রী-সন্তানের সঙ্গে দেখা ও মান ভাঙ্গাতে শ্বশুরালয়ে আসে।

শ্বশুরালয়ে বাড়তি ঘর না থাকায় প্রতিবেশী আত্মীয় বাড়িতে স্ত্রীসহ রাত্রী যাপন করে। ভোর রাতে মালেক বুকে ব্যথায় অসুস্থ হলে স্ত্রী সাবিনা ডাক্তার ডাকার কথা বলে পালিয়েছে। আত্মীয়-স্বজনরা সকালে মালেককে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

আরও খবর
খাল দখলে সংকটাপন্ন নৌপথ
শেরপুরে প্রতিপক্ষের গুলিতে দুই ছাত্রলীগ কর্মী আহত
মির্জাপুরে গণপিটুনিতে নিহত ব্যক্তির পরিচয় মেলেনি আড়াই মাসেও
এদেশের মানবসম্পদে অর্থনীতির ভিত দৃঢ় করা সম্ভব
চাকরির কথা বলে ওমানে যৌনদাস হিসেবে বিক্রি : আদালতে মামলা
বাগেরহাটে পুলিশি বাঁধায় যুবদলের সমাবেশ পন্ড
‘সমস্যা চিহ্নিত করে সমাধানের তাগিদ’
ঝিনাইগাতী সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
মাছের পেটায় সচ্ছল হাজারো নারী শ্রমিক
শিবচরে ২ বাড়িতে ডাকাতি : বন্দুক লুট, আহত ১
কেশবপুর পৌরসভায় ৩ বছরে উন্নয়ন ব্যয় সাড়ে ৩৫ কোটি
সৈয়দপুরে বাল্যবিয়ে বর দন্ডিত
কটিয়াদীতে মেছো বাঘ উদ্ধার
চট্টগ্রামে দুজনের মৃত্যু
ধামরাইয়ে ৪শ’বর্ষী রথযাত্রা উৎসব ২৬ দিনব্যাপী
সোনারগাঁয়ে তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ
বাঁশখালীতে ছিনতাইকারী মাদক বিক্রেতা ধৃত

সোমবার, ০১ জুলাই ২০১৯ , ১৭ আষাঢ় ১৪২৫, ২৭ শাওয়াল ১৪৪০

শিবালয়ে শ্বশুর বাড়িতে জামাতার রহস্য মৃত্যু

প্রতিনিধি, শিবালয় (মানিকগঞ্জ)

শিবালয় উপজেলার বাশাইল গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে জামাতা আব্দুল মালেকের (৪০) রহস্যজনক মৃত্যুর ঘটনায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। আব্দুল মালেক পাবনার বেড়া উপজেলার খানপুর কাজীরহাট গ্রামের ওয়াহেদ আলীর ছেলে। জানা গেছে, উপজেলার বাশাইল গ্রামের ঝনু শেখের কন্যা সাবিনার সঙ্গে স্বামীর প্রায় ঝগড়া-বিবাদ চলতো। ঝগড়া-বিবাদের কারণে রমজান ঈদের কয়েকদিন আগে সাবিনা স্বামীর বাড়ি থেকে পিতার বাড়িতে চলে আসে। গত শুক্রবার সন্ধ্যায় মালেক স্ত্রী-সন্তানের সঙ্গে দেখা ও মান ভাঙ্গাতে শ্বশুরালয়ে আসে।

শ্বশুরালয়ে বাড়তি ঘর না থাকায় প্রতিবেশী আত্মীয় বাড়িতে স্ত্রীসহ রাত্রী যাপন করে। ভোর রাতে মালেক বুকে ব্যথায় অসুস্থ হলে স্ত্রী সাবিনা ডাক্তার ডাকার কথা বলে পালিয়েছে। আত্মীয়-স্বজনরা সকালে মালেককে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।