জাবিতে হল নির্মাণের স্থান পুনর্নির্ধারণের দাবি

অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতাধীন ‘অপরিকল্পিতভাবে’ শিক্ষার্থীদের হল নির্মাণের স্থান পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের ‘শিক্ষক-শিক্ষার্থী ঐকমঞ্চ’র ব্যানারে ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক শিক্ষার্থীরা পৃথকভাবে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করে। আবাসিক হল নির্মাণের স্থানগুলো পুনর্নির্ধারণ ও একনেক প্রকল্পের আওতায় নেয়া বিশ্ববিদ্যালয়ের ‘মহাপরিকল্পনা’ জনপরিসরে প্রকাশসহ সাত দফা দাবিতে মিছিল করেছে ‘শিক্ষক-শিক্ষার্থী ঐকমঞ্চ’। বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে পুরাতন প্রশাসনিক ভবন ঘুরে নতুন প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে উপাচার্যের সঙ্গে দেখা করে সাত দফা দাবিতে স্মারকলিপি দেন ঐক্যমঞ্চের নেতাকর্মীরা। এ সময় ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি নজির আমিন চৌধুরী জয় বলেন, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষা করে অধিকতর উন্নয়নের পরিকল্পনা করতে হবে। বিশ্ববিদ্যালয়ের মহাপরিকল্পনা প্রকাশ করা হোক। যাতে ক্যাম্পাসের জীববৈচিত্র্য রক্ষায় আমরা বিকল্প প্রস্তাব দিতে পারি। এ সময় অধ্যাপক আনোয়রুল্লাহ ভূঁইয়া, অধ্যাপক সাঈদ ফেরদৌস, অধ্যাপক শামিমা সুলতানা, সহযোগী অধ্যাপক রায়হান রাইন, সাংস্কৃতিক জোটের সভাপতি আশিকুর রহমান, সম্পাদক শহিদুল ইসলাম, ছাত্র ফ্রন্ট জাবি শাখার সভাপতি মাহাথির মুহাম্মদ, সম্পাদক সুদীপ্ত দে প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর
যত্রতত্র এলপি গ্যাস পেট্রল বিক্রি : যে কোন সময় দুর্ঘটনা
নার্সিং কলেজের দুই প্রভাষকের বিরুদ্ধে কোচিং ব্যবসার অভিযোগ
বড়াইগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে হতাহত ১৮
গাছ কাটা বিবাদে ভাতিজার হাতে চাচা হত
যুবলীগ নেতাসহ মরদেহ উদ্ধার ২
ঝালকাঠিতে মাদক মামলায় দন্ডিত ১
ভালুকায় ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার আসামি নিহত
হবিগঞ্জে বৃষ্টিতে ডুবে রাস্তা : বাড়ছে ঝুঁকি
কুলাউড়া হাসপাতালে ২১ ডাক্তারের কাজ পাঁচজনে : চিকিৎসা ব্যাহত
মাগুরায় পৃথক ঘটনায় হত ২
সৈয়দপুরে ৫ ওষুধ দোকানকে অর্ধলক্ষ জরিমানা
শ্রীবরদীতে বিল্লাল হত্যার বিচার দাবি
কিশোরগঞ্জে স্বচ্ছতা ডোপ টেস্টে কনস্টেবল নিয়োগ
বাঁশখালীতে সংস্কার হচ্ছে ৯ আশ্রয় কেন্দ্র
বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেল সহস্রাধিক মানুষ
অপহৃত মাদ্রাসাছাত্র উদ্ধার : আটক ৬
এক ডাক্তার দিয়ে চলছে দুই জেলার একমাত্র টিবি ক্লিনিক!
মুক্তাগাছায় ধর্ষণের শিকার ২ নারী
ধর্ষণ মামলা তুলতে প্রাণনাশের হুমকি
মুক্তিযোদ্ধা সংসদের জমি দখল করে প্রভাবশালীর রাস্তা

বুধবার, ১০ জুলাই ২০১৯ , ২৬ আষাঢ় ১৪২৫, ৬ জ্বিলকদ ১৪৪০

জাবিতে হল নির্মাণের স্থান পুনর্নির্ধারণের দাবি

প্রতিনিধি, জাবি (ঢাকা)

অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতাধীন ‘অপরিকল্পিতভাবে’ শিক্ষার্থীদের হল নির্মাণের স্থান পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের ‘শিক্ষক-শিক্ষার্থী ঐকমঞ্চ’র ব্যানারে ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক শিক্ষার্থীরা পৃথকভাবে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করে। আবাসিক হল নির্মাণের স্থানগুলো পুনর্নির্ধারণ ও একনেক প্রকল্পের আওতায় নেয়া বিশ্ববিদ্যালয়ের ‘মহাপরিকল্পনা’ জনপরিসরে প্রকাশসহ সাত দফা দাবিতে মিছিল করেছে ‘শিক্ষক-শিক্ষার্থী ঐকমঞ্চ’। বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে পুরাতন প্রশাসনিক ভবন ঘুরে নতুন প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে উপাচার্যের সঙ্গে দেখা করে সাত দফা দাবিতে স্মারকলিপি দেন ঐক্যমঞ্চের নেতাকর্মীরা। এ সময় ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি নজির আমিন চৌধুরী জয় বলেন, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষা করে অধিকতর উন্নয়নের পরিকল্পনা করতে হবে। বিশ্ববিদ্যালয়ের মহাপরিকল্পনা প্রকাশ করা হোক। যাতে ক্যাম্পাসের জীববৈচিত্র্য রক্ষায় আমরা বিকল্প প্রস্তাব দিতে পারি। এ সময় অধ্যাপক আনোয়রুল্লাহ ভূঁইয়া, অধ্যাপক সাঈদ ফেরদৌস, অধ্যাপক শামিমা সুলতানা, সহযোগী অধ্যাপক রায়হান রাইন, সাংস্কৃতিক জোটের সভাপতি আশিকুর রহমান, সম্পাদক শহিদুল ইসলাম, ছাত্র ফ্রন্ট জাবি শাখার সভাপতি মাহাথির মুহাম্মদ, সম্পাদক সুদীপ্ত দে প্রমুখ উপস্থিত ছিলেন।