এক ডাক্তার দিয়ে চলছে দুই জেলার একমাত্র টিবি ক্লিনিক!

নানা সমস্যায় জর্জরিত মাদারীপুর ও শরীয়তপুরের দুই জেলার যক্ষা রোগীদের জন্য নির্মিত এক মাত্র টিবি ক্লিনিক। দুই জেলার প্রায় ৩০ লাখ জনগণের কথা বিবেচনা করে সরকারী এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হলে ক্লিনিকটি বর্তমানে বেহালদশা। একজন মাত্র চিকিৎসক দিয়েই চলছে এই সরকারি ক্লিনিক। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৩৬ সালে যক্ষ্মা রোগীদের জন্য মাদারীপুরের সৈদারবালী এলাকায় ক্লিনিকটি প্রতিষ্ঠিত হয়। প্রায় শতবর্ষী পুরনো এই চিকিৎসাকেন্দ্রে লোকবল বাড়েনি দীর্ঘদিনেও। ক্লিনিকে চিকিৎসক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর ১৭টি পদ থাকলে বর্তমানে কর্মরত আছে মাত্র ৩ জন। একজন চিকিৎসক, একজন ড্রাইভার ও একজন ঝাড়ুদার দিয়েই চলছে এই ক্লিনিকের স্বাস্থ্যসেবা কার্যক্রম। আরও ৫ জন কর্মচারীর পোস্টিং এই ক্লিনিকে হলেও এরা ডেপুটিশনে অন্যত্র কর্মরত রয়েছে। ফলে মাদারীপুর ও শরীয়তপুরের বিপুলসংখ্যক রোগীর জন্য নির্মিত এ ক্লিনিকে স্বাস্থ্যসেবা ব্যহত হচ্ছে। কার্যত একজন মাত্র চিকিৎসক দিয়েই চলছে এই ক্লিনিক। ক্লিনিকে এক ড্রাইভার থাকলেও কোন গাড়ি নেই। ক্লিনিকের এক্সরে মেশিন নষ্ট দীর্ঘদিন থেকে। নেই এক্সরে টেকনিশিয়ানও। যক্ষ্মা রোগীদের জন্য হোম ভিজিটর পদটি খুবই গুরুত্বপূর্ণ হলেও এই লোকবল নেই অনেকদিন থেকে। যক্ষ্মা রোগীরা ওষুধ সেবন শুরু করার পর নিয়মিত ওষুধ সেবন না করলে এন্টিবায়েটিক রেজিস্ট্রেন্স হতে পারে। এতে করে রোগী মৃত্যু ও আশপাশের সুস্থ মানুষের মাঝেও ছড়িয়ে পড়তে পারে এই রোগ। যা নিরাময় যোগ্য নয়। সমাজের জন্য হুমকি স্বরূপ। এসব তদারকির জন্যই হোম ভিজিটর পদটি সৃষ্টি করা হয়। জুনিয়র কনসালটেন্ড পদটি শূন্য দীর্ঘদিন থেকে। ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান, সহকারী সেবক, অফিস সহায়ক, আয়া পদেও কর্মকর্তা-কর্মচারী নেই। ঝাড়ুদার পদে দুজন থাকার কথা থাকলেও কর্মরত আছে একজন। এছাড়াও প্রায় শতবর্ষী এ চিকিৎসাসেবা কেন্দ্রেটি সংস্কারের অভাবে বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। পলেস্তারা উঠে গেছে বিভিন্ন স্থানে। চেয়ার টেবিলগুলোও অধিকাংশ ভাঙা। ক্লিনিকে কর্মরত একমাত্র মেডিকেল অফিসার ডা. খাজা বদরুদ্দোজা বলেন, মাথার উপরের পলেস্তারা খুলে খুলে পড়ছে। ফাটল দেখা দিয়েছে অনেক স্থানে। আমরা ঝুঁকির মধ্যে থেকেই চিকিৎসা দিয়ে যাচ্ছি। এছাড়াও এই ক্লিনিক ১৭জন কর্মকর্তা- কর্মচারী পদ থাকলেও আছে মাত্র ৩ জন। এদের মধ্যে একজন ঝাড়ুদার রাতে ডিউটি করে। দিনের বেলায় থাকি আমি আর একজন ড্রাইভার। এই দুইজন দিয়ে চলছে ক্লিনিকের স্বাস্থ্য সেবা। মাদারীপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন জহিরুল ইসলাম ফিরোজ বলেন, শীঘ্রই সমস্যার সমাধান করা হবে। নতুন ভবনের কাজ অল্প সময়ের মধ্যেই শুরু হবে বলেও জানান তিনি।

image

মাদারীপুর : বেহাল সরকারি টিবি ক্লিনিক -সংবাদ

আরও খবর
যত্রতত্র এলপি গ্যাস পেট্রল বিক্রি : যে কোন সময় দুর্ঘটনা
নার্সিং কলেজের দুই প্রভাষকের বিরুদ্ধে কোচিং ব্যবসার অভিযোগ
বড়াইগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে হতাহত ১৮
গাছ কাটা বিবাদে ভাতিজার হাতে চাচা হত
যুবলীগ নেতাসহ মরদেহ উদ্ধার ২
ঝালকাঠিতে মাদক মামলায় দন্ডিত ১
ভালুকায় ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার আসামি নিহত
হবিগঞ্জে বৃষ্টিতে ডুবে রাস্তা : বাড়ছে ঝুঁকি
কুলাউড়া হাসপাতালে ২১ ডাক্তারের কাজ পাঁচজনে : চিকিৎসা ব্যাহত
মাগুরায় পৃথক ঘটনায় হত ২
সৈয়দপুরে ৫ ওষুধ দোকানকে অর্ধলক্ষ জরিমানা
শ্রীবরদীতে বিল্লাল হত্যার বিচার দাবি
কিশোরগঞ্জে স্বচ্ছতা ডোপ টেস্টে কনস্টেবল নিয়োগ
বাঁশখালীতে সংস্কার হচ্ছে ৯ আশ্রয় কেন্দ্র
বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেল সহস্রাধিক মানুষ
জাবিতে হল নির্মাণের স্থান পুনর্নির্ধারণের দাবি
অপহৃত মাদ্রাসাছাত্র উদ্ধার : আটক ৬
মুক্তাগাছায় ধর্ষণের শিকার ২ নারী
ধর্ষণ মামলা তুলতে প্রাণনাশের হুমকি
মুক্তিযোদ্ধা সংসদের জমি দখল করে প্রভাবশালীর রাস্তা

বুধবার, ১০ জুলাই ২০১৯ , ২৬ আষাঢ় ১৪২৫, ৬ জ্বিলকদ ১৪৪০

এক ডাক্তার দিয়ে চলছে দুই জেলার একমাত্র টিবি ক্লিনিক!

রিপনচন্দ্র মল্লিক, মাদারীপুর

image

মাদারীপুর : বেহাল সরকারি টিবি ক্লিনিক -সংবাদ

নানা সমস্যায় জর্জরিত মাদারীপুর ও শরীয়তপুরের দুই জেলার যক্ষা রোগীদের জন্য নির্মিত এক মাত্র টিবি ক্লিনিক। দুই জেলার প্রায় ৩০ লাখ জনগণের কথা বিবেচনা করে সরকারী এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হলে ক্লিনিকটি বর্তমানে বেহালদশা। একজন মাত্র চিকিৎসক দিয়েই চলছে এই সরকারি ক্লিনিক। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৩৬ সালে যক্ষ্মা রোগীদের জন্য মাদারীপুরের সৈদারবালী এলাকায় ক্লিনিকটি প্রতিষ্ঠিত হয়। প্রায় শতবর্ষী পুরনো এই চিকিৎসাকেন্দ্রে লোকবল বাড়েনি দীর্ঘদিনেও। ক্লিনিকে চিকিৎসক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর ১৭টি পদ থাকলে বর্তমানে কর্মরত আছে মাত্র ৩ জন। একজন চিকিৎসক, একজন ড্রাইভার ও একজন ঝাড়ুদার দিয়েই চলছে এই ক্লিনিকের স্বাস্থ্যসেবা কার্যক্রম। আরও ৫ জন কর্মচারীর পোস্টিং এই ক্লিনিকে হলেও এরা ডেপুটিশনে অন্যত্র কর্মরত রয়েছে। ফলে মাদারীপুর ও শরীয়তপুরের বিপুলসংখ্যক রোগীর জন্য নির্মিত এ ক্লিনিকে স্বাস্থ্যসেবা ব্যহত হচ্ছে। কার্যত একজন মাত্র চিকিৎসক দিয়েই চলছে এই ক্লিনিক। ক্লিনিকে এক ড্রাইভার থাকলেও কোন গাড়ি নেই। ক্লিনিকের এক্সরে মেশিন নষ্ট দীর্ঘদিন থেকে। নেই এক্সরে টেকনিশিয়ানও। যক্ষ্মা রোগীদের জন্য হোম ভিজিটর পদটি খুবই গুরুত্বপূর্ণ হলেও এই লোকবল নেই অনেকদিন থেকে। যক্ষ্মা রোগীরা ওষুধ সেবন শুরু করার পর নিয়মিত ওষুধ সেবন না করলে এন্টিবায়েটিক রেজিস্ট্রেন্স হতে পারে। এতে করে রোগী মৃত্যু ও আশপাশের সুস্থ মানুষের মাঝেও ছড়িয়ে পড়তে পারে এই রোগ। যা নিরাময় যোগ্য নয়। সমাজের জন্য হুমকি স্বরূপ। এসব তদারকির জন্যই হোম ভিজিটর পদটি সৃষ্টি করা হয়। জুনিয়র কনসালটেন্ড পদটি শূন্য দীর্ঘদিন থেকে। ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান, সহকারী সেবক, অফিস সহায়ক, আয়া পদেও কর্মকর্তা-কর্মচারী নেই। ঝাড়ুদার পদে দুজন থাকার কথা থাকলেও কর্মরত আছে একজন। এছাড়াও প্রায় শতবর্ষী এ চিকিৎসাসেবা কেন্দ্রেটি সংস্কারের অভাবে বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। পলেস্তারা উঠে গেছে বিভিন্ন স্থানে। চেয়ার টেবিলগুলোও অধিকাংশ ভাঙা। ক্লিনিকে কর্মরত একমাত্র মেডিকেল অফিসার ডা. খাজা বদরুদ্দোজা বলেন, মাথার উপরের পলেস্তারা খুলে খুলে পড়ছে। ফাটল দেখা দিয়েছে অনেক স্থানে। আমরা ঝুঁকির মধ্যে থেকেই চিকিৎসা দিয়ে যাচ্ছি। এছাড়াও এই ক্লিনিক ১৭জন কর্মকর্তা- কর্মচারী পদ থাকলেও আছে মাত্র ৩ জন। এদের মধ্যে একজন ঝাড়ুদার রাতে ডিউটি করে। দিনের বেলায় থাকি আমি আর একজন ড্রাইভার। এই দুইজন দিয়ে চলছে ক্লিনিকের স্বাস্থ্য সেবা। মাদারীপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন জহিরুল ইসলাম ফিরোজ বলেন, শীঘ্রই সমস্যার সমাধান করা হবে। নতুন ভবনের কাজ অল্প সময়ের মধ্যেই শুরু হবে বলেও জানান তিনি।