মশারি ও অ্যারোসল বিতরণ দুই মেয়রের

ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে রাজধানীর বাসিন্দাদের মশারি ও অ্যারোসল দিচ্ছেন ঢাকার দুই মেয়র। গতকাল পৃথক অনুষ্ঠানে বিনামূল্যে এগুলো বিতরন করেন তারা।

এবার রাজধানীতে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ। আর এ কারণে দুই মেয়রকে প্রতিদিনই সমালোচনার শিকার হতে হচ্ছে। ব্যর্থতার দায়ভার তাদের ওপরই চাপাচ্ছেন সবাই। এই পরিস্থিতি থেকে উত্তরণে নিজেদের চেষ্টার কথা অবশ্য বলছেন দক্ষিণের মেয়র সাঈদ খোকন ও উত্তরের মেয়র আতিকুল ইসলাম।

সোমবার সুরিটোলা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় বিনামূল্যে অ্যারোসল বিতরণ শুরু কার্যক্রম শুরু করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। পূর্বঘোষণা অনুযায়ী ডিএসসিসি মেয়র এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সাঈদ খোকন বলেন, অঞ্চল ৪-এর আওতাধীন ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যারোসল বিতরণ করা হলো। পর্যায়ক্রমে অন্যান্য প্রতিষ্ঠানেও এটি বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য ৫০০ মশারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র। তিনি বলেন, ডেঙ্গু রোগীদের কাছ থেকে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালগুলোয় নির্ধারিত ফির অতিরিক্ত নেয়া যাবে না। ডেঙ্গু রোগী নিয়ন্ত্রণে কোন বাণিজ্য করা যাবে না। কোন অতিরিক্ত ফি নেয়া যাবে না। এসব বিষয় দেখতে আমাদের ম্যাজিস্ট্রেটরা মাঠে থাকবেন।

সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন আতিকুল ইসলাম। তিনি তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় ওয়ার্ড কাউন্সিলর দেওয়ান আবদুল মান্নান ও ডাক্তার জিন্নাত আলীসহ ডিএনসিসি ও শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

image

গতকাল ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন মশারি ও অ্যারোসল বিতরণ করেন -সংবাদ

আরও খবর
৮ আগস্ট ‘ভারতরত্ন’ পাচ্ছেন প্রণব মুখার্জি
রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি
পিবিআইয়ের চার্জশিট প্রত্যাখ্যান, সড়ক অবরোধ
ডিআইজি প্রিজনস পার্থ কারাগারে
গণপিটুনিতে আহত ভ্যানচালকের মৃত্যু
কমার্স ব্যাংকের ১১ কর্মকর্তা বরখাস্ত
আজ মিন্নির জামিন শুনানি
মিথ্যা মামলায় মুক্তিযোদ্ধা সলেমান শেখ কারাগারে
উত্তাল ক্যাম্পাস
কিছু লোক তাদের স্বার্থে গুজবকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে
ইট পোড়ানোর অভিযোগে ২৭ ইটভাটা মালিক কারাগারে
মামলার বাদীকে প্রাণনাশের হুমকি
মন্ত্রীদের কথার তোড়ে সব মশা ধ্বংস হওয়ার কথা
তিন বছরেও চালু করা যায়নি ডিজিটাল এক্স-রে মেশিন

মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯ , ১৫ শ্রাবন ১৪২৫, ২৬ জিলকদ ১৪৪০

মশারি ও অ্যারোসল বিতরণ দুই মেয়রের

নিজস্ব বার্তা পরিবেশক

image

গতকাল ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন মশারি ও অ্যারোসল বিতরণ করেন -সংবাদ

ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে রাজধানীর বাসিন্দাদের মশারি ও অ্যারোসল দিচ্ছেন ঢাকার দুই মেয়র। গতকাল পৃথক অনুষ্ঠানে বিনামূল্যে এগুলো বিতরন করেন তারা।

এবার রাজধানীতে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ। আর এ কারণে দুই মেয়রকে প্রতিদিনই সমালোচনার শিকার হতে হচ্ছে। ব্যর্থতার দায়ভার তাদের ওপরই চাপাচ্ছেন সবাই। এই পরিস্থিতি থেকে উত্তরণে নিজেদের চেষ্টার কথা অবশ্য বলছেন দক্ষিণের মেয়র সাঈদ খোকন ও উত্তরের মেয়র আতিকুল ইসলাম।

সোমবার সুরিটোলা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় বিনামূল্যে অ্যারোসল বিতরণ শুরু কার্যক্রম শুরু করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। পূর্বঘোষণা অনুযায়ী ডিএসসিসি মেয়র এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সাঈদ খোকন বলেন, অঞ্চল ৪-এর আওতাধীন ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যারোসল বিতরণ করা হলো। পর্যায়ক্রমে অন্যান্য প্রতিষ্ঠানেও এটি বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য ৫০০ মশারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র। তিনি বলেন, ডেঙ্গু রোগীদের কাছ থেকে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালগুলোয় নির্ধারিত ফির অতিরিক্ত নেয়া যাবে না। ডেঙ্গু রোগী নিয়ন্ত্রণে কোন বাণিজ্য করা যাবে না। কোন অতিরিক্ত ফি নেয়া যাবে না। এসব বিষয় দেখতে আমাদের ম্যাজিস্ট্রেটরা মাঠে থাকবেন।

সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন আতিকুল ইসলাম। তিনি তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় ওয়ার্ড কাউন্সিলর দেওয়ান আবদুল মান্নান ও ডাক্তার জিন্নাত আলীসহ ডিএনসিসি ও শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।