কিছু লোক তাদের স্বার্থে গুজবকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে

আইজিপি

পুলিশের আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, কিছু কিছু স্বার্থান্বেষী মানুষ তাদের স্বার্থে গুজবকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আমরা গুজবের বিরুদ্ধে জনগণকে সচেতন করছি। দেশের প্রতিটি থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গুজব সম্পর্কে সচেতনা বৃদ্ধিতে আমরা সচেতনতামূলক সভা করছি। বাজার, রাস্তাঘাট, স্কুল-কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠানে গুজবের বিরুদ্ধে প্রচার-প্রচারণা চালাচ্ছি। জনগণই গুজব রুখে দেবে। তিনি গুজব রুখে দিতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

গতকাল বেলা ১১টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এসব মানুষ গুজব ছড়িয়ে পার পাবে না। তাদের বিরুদ্ধে সচেতন জনগণই প্রতিরোধ গড়ে তুলবে। পুলিশ গুজবের ব্যাপারে সজাগ রয়েছে।

এর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি পবিত্র ফাতেহাপাঠ শেষে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, খুলনা রেঞ্জের ডিআইজি ডা. খন্দকার মহিউদ্দিন, ডিআইজি মাহাবুবুর রহমান, গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খানসহ আশপাশের বিভিন্ন জেলার পুলিশ সুপার, পুলিশের পদস্থ কর্মকর্তারা, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এরপর বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বইতে মন্তব্য লিখে তিনি স্বাক্ষর করেন।

মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯ , ১৫ শ্রাবন ১৪২৫, ২৬ জিলকদ ১৪৪০

কিছু লোক তাদের স্বার্থে গুজবকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে

আইজিপি

প্রতিনিধি, গোপালগঞ্জ

পুলিশের আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, কিছু কিছু স্বার্থান্বেষী মানুষ তাদের স্বার্থে গুজবকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আমরা গুজবের বিরুদ্ধে জনগণকে সচেতন করছি। দেশের প্রতিটি থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গুজব সম্পর্কে সচেতনা বৃদ্ধিতে আমরা সচেতনতামূলক সভা করছি। বাজার, রাস্তাঘাট, স্কুল-কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠানে গুজবের বিরুদ্ধে প্রচার-প্রচারণা চালাচ্ছি। জনগণই গুজব রুখে দেবে। তিনি গুজব রুখে দিতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

গতকাল বেলা ১১টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এসব মানুষ গুজব ছড়িয়ে পার পাবে না। তাদের বিরুদ্ধে সচেতন জনগণই প্রতিরোধ গড়ে তুলবে। পুলিশ গুজবের ব্যাপারে সজাগ রয়েছে।

এর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি পবিত্র ফাতেহাপাঠ শেষে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, খুলনা রেঞ্জের ডিআইজি ডা. খন্দকার মহিউদ্দিন, ডিআইজি মাহাবুবুর রহমান, গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খানসহ আশপাশের বিভিন্ন জেলার পুলিশ সুপার, পুলিশের পদস্থ কর্মকর্তারা, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এরপর বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বইতে মন্তব্য লিখে তিনি স্বাক্ষর করেন।