নিহত স্বেচ্ছাসেবী বাবার সর্বোচ্চ সম্মাননা পেল হার্ভে

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলের আগুন নেভাতে গিয়ে নিহত হওয়া ৩২ বছর বয়সী স্বেচ্ছাসেবী দমকলকর্মী জেফরি কেইটনকে দেয়া সর্বোচ্চ সম্মাননা পেল তার ১৯ মাস বয়সী ছেলে হার্ভে কেইটন। রাজধানী সিডনিতে স্থানীয় গতকাল এক শোকাবহ শেষকৃতানুষ্ঠানে রুরাল ফায়ার সার্ভিসেস (আরএফএস)-এর পক্ষ থেকে দেয়া সম্মাননাটি জেফরির পক্ষ থেকে গ্রহণ করে তার এই শিশু পুত্র। এ সময় জেফরির সাহসিকতা ও সেবার জন্য মরণোত্তর প্রশংসাসূচক ব্যাজটি হার্ভেকে পড়িয়ে দেন আরএফএস-এর কমিশনার। দুই মাসেরও বেশি সময় ধরে চলা এ দাবানলের আগুন নেভাতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে যে তিন জন দমকলকর্মী নিহত হয়েছে তার মধ্যে জেফরি ও তার এক সহকর্মী গত মাসে নিহত হন। এনডিটিভি।

শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২০ , ২০ পৌষ ১৪২৬, ৬ জমাদিউল আউয়াল ১৪৪১

নিহত স্বেচ্ছাসেবী বাবার সর্বোচ্চ সম্মাননা পেল হার্ভে

সংবাদ ডেস্ক |

image

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলের আগুন নেভাতে গিয়ে নিহত হওয়া ৩২ বছর বয়সী স্বেচ্ছাসেবী দমকলকর্মী জেফরি কেইটনকে দেয়া সর্বোচ্চ সম্মাননা পেল তার ১৯ মাস বয়সী ছেলে হার্ভে কেইটন। রাজধানী সিডনিতে স্থানীয় গতকাল এক শোকাবহ শেষকৃতানুষ্ঠানে রুরাল ফায়ার সার্ভিসেস (আরএফএস)-এর পক্ষ থেকে দেয়া সম্মাননাটি জেফরির পক্ষ থেকে গ্রহণ করে তার এই শিশু পুত্র। এ সময় জেফরির সাহসিকতা ও সেবার জন্য মরণোত্তর প্রশংসাসূচক ব্যাজটি হার্ভেকে পড়িয়ে দেন আরএফএস-এর কমিশনার। দুই মাসেরও বেশি সময় ধরে চলা এ দাবানলের আগুন নেভাতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে যে তিন জন দমকলকর্মী নিহত হয়েছে তার মধ্যে জেফরি ও তার এক সহকর্মী গত মাসে নিহত হন। এনডিটিভি।