ক্ষণগণনা : আর ৫৯ দিন

মুজিববর্ষের আর ৫৯ দিন বাকি। আগামী ১৭ মার্চ স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত বছরব্যাপী ‘মুজিববর্ষ’ পালন করবে সরকার। এ হিসেবে ‘মুজিববর্ষ’ শুরু হতে আর বাকি ৫৯ দিন। গত ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে কাউন্টডাউন (ক্ষণগণনা) ঘড়ি উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে মুজিববর্ষেই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি জানিয়েছেন সরকার সমর্থক স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) নেতারা।

মুজিববর্ষ উদযাপন এবং স্বাধীনতা শিক্ষক পরিষদ মুন্সীগঞ্জ জেলা শাখার সম্মেলন গতকাল বিকালে জেলার রামপাল ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। রামপাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন সাইদুর রহমান পান্না, অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা, অধ্যক্ষ শফিউদ্দিন হাওলাদার, অধ্যক্ষ আক্তার হোসেন, আলাউদ্দিন দেওয়ান, আমিনুল হক, বজলুল হুদা প্রমুখ।

অধ্যক্ষ শাহজাহান আলম সাজু ঐতিহাসিক মুজিব বর্ষেই বেসরকারি শিক্ষকদের শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ বাস্তবায়ন হয় সে জন্য তিনি প্রধানমন্ত্রীর সহৃদয় হস্তক্ষেপ কামনা করেন। দেশের সব শিক্ষক সমাজকে স্বাশিপ এর পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার দাবি জানান। তিনি বছরব্যাপী মুজিববর্ষে স্বাশিপ এর গৃহীত সব কর্মসূচি পালনের জন্য প্রত্যেক প্রতিষ্ঠান প্রধানদের আহ্বান জানান।

সম্মেলনে অধ্যক্ষ জাহাঙ্গীর হাসানকে সভাপতি এবং আলাউদ্দিন দেওয়ানকে সাধারণ সম্পাদক করে মুন্সীগঞ্জ জেলা স্বাশিপের নতুন কমিটি গঠন করা হয়।

শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০ , ৩ মাঘ ১৪২৬, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪১

ক্ষণগণনা : আর ৫৯ দিন

নিজস্ব বার্তা পরিবেশক |

মুজিববর্ষের আর ৫৯ দিন বাকি। আগামী ১৭ মার্চ স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত বছরব্যাপী ‘মুজিববর্ষ’ পালন করবে সরকার। এ হিসেবে ‘মুজিববর্ষ’ শুরু হতে আর বাকি ৫৯ দিন। গত ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে কাউন্টডাউন (ক্ষণগণনা) ঘড়ি উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে মুজিববর্ষেই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি জানিয়েছেন সরকার সমর্থক স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) নেতারা।

মুজিববর্ষ উদযাপন এবং স্বাধীনতা শিক্ষক পরিষদ মুন্সীগঞ্জ জেলা শাখার সম্মেলন গতকাল বিকালে জেলার রামপাল ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। রামপাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন সাইদুর রহমান পান্না, অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা, অধ্যক্ষ শফিউদ্দিন হাওলাদার, অধ্যক্ষ আক্তার হোসেন, আলাউদ্দিন দেওয়ান, আমিনুল হক, বজলুল হুদা প্রমুখ।

অধ্যক্ষ শাহজাহান আলম সাজু ঐতিহাসিক মুজিব বর্ষেই বেসরকারি শিক্ষকদের শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ বাস্তবায়ন হয় সে জন্য তিনি প্রধানমন্ত্রীর সহৃদয় হস্তক্ষেপ কামনা করেন। দেশের সব শিক্ষক সমাজকে স্বাশিপ এর পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার দাবি জানান। তিনি বছরব্যাপী মুজিববর্ষে স্বাশিপ এর গৃহীত সব কর্মসূচি পালনের জন্য প্রত্যেক প্রতিষ্ঠান প্রধানদের আহ্বান জানান।

সম্মেলনে অধ্যক্ষ জাহাঙ্গীর হাসানকে সভাপতি এবং আলাউদ্দিন দেওয়ানকে সাধারণ সম্পাদক করে মুন্সীগঞ্জ জেলা স্বাশিপের নতুন কমিটি গঠন করা হয়।