সিটি ভোট পেছানোর দাবি

এবার আমরণ অনশনে আন্দোলনকারীরা

সরস্বতী পূজার দিনে রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে এবার আমরণ অনশন শুরু করেছেন ঢাকা বিশ^বিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা। গতকাল দুপুর ২টার দিকে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে বিশ^বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী এই আমরণ অনশনে বসেন। শিক্ষার্থীদের অনশনে সংহতি জানিয়ে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বেশ কয়েকজন শিক্ষকও বক্তব্য রাখেন। এদিকে, কঠোর আন্দোলনের মাধ্যমে নির্বাচন কমিশনকে নির্বাচনের তারিখ পরিবর্তনে বাধ্য করবে বলে জানিয়েছে ছাত্রদল।

জানা যায়, গত মঙ্গল ও বুধবার শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন সিটি নির্বাচন পেছানোর দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। বুধবার নির্বাচন কমিশন ভবন ঘেরাও কর্মসূচি পালনকালে তারা শাহবাগে পুলিশি বাধার সম্মুখীন হন। পরে কয়েক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তারা। এরই ধারাবাহিকতায় গতকাল দুপুরে রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনে বসেন তারা। শিক্ষার্থীদের এ অনশনে সংহতি প্রকাশ করেছেন ডাকসুর সদস্য রাইসা নাসের, মাহমুদুল হাসানসহ ছাত্রলীগের বিভিন্ন হলের নেতারা।

অনশনে অংশ নেয়া জগন্নাথ হল সংসদের ভিপি উৎপল বিশ্বাস বলেন, একই সঙ্গে পূজা ও নির্বাচন হতে পারে না বলে আমরা মনে করি। তাই নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে আমরা সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলে এই অহিংস আন্দোলনে অংশ নিই। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন চলবে। নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, আপনারা বলেছেন পূজা নাকি হবে ২৯ তারিখ, নির্বাচন হবে ৩০ তারিখ। আমরা বলতে চাই, পূজা ২৯ তারিখে শুরু হলেও এর মূল আনষ্ঠানিকতা ৩০ তারিখ। তাই আমরা আপনাকে বলতে চাই, আপনি শিক্ষিত হতে পারেন, কিন্তু আপনার ন্যূনতম বিবেকবোধ নেই। সরস্বতী পূজার দিনে যারা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে তাদের পদে থাকার কোন দরকার নেই। নির্বাচনের তারিখ পরিবর্তন না করা হলে ধরে নেব এদেশে ধর্মের কোন স্বাধীনতা নেই। আর যে দেশে ধর্মের স্বাধীনতা নেই, সে দেশ অসাম্প্রদায়িক নয় বলে আমরা মনে করি।

নির্বাচনের তারিখ পরিবর্তনে ইসিকে বাধ্য করবে ছাত্রদল : খোকন

পূজার দিন ভোট ধর্মীয় অনুভূতিতে আঘাত বলে মন্তব্য করেছেন ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন। তিনি বলেন, কঠোর আন্দোলনের মাধ্যমে নির্বাচন কমিশনকে (ইসি) নির্বাচনের তারিখ পরিবর্তনে বাধ্য করবে ছাত্রদল। সরস্বতী পূজার দিনে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের দিন নির্ধারণ করার প্রতিবাদে গতকাল দুপুরে রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। খোকন বলেন, বর্তমান সরকার মুখে অসাম্প্রদায়িকতার কথা বললেও ৩০ জানুয়ারি পূজার দিন ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এর মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। এ ঘটনায় অবিলম্বে ক্ষমা চেয়ে নির্বাচনের তারিখ পরিবর্তন করতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলনের মাধ্যমে নির্বাচন কমিশনকে তারিখ পরিবর্তনে বাধ্য করবে ছাত্রদল।

এর আগে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের নেতৃত্বে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক তানজীল হাসান, ঢাবি ছাত্রদলের আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব আমানউল্লাহ আমানসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০ , ৩ মাঘ ১৪২৬, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪১

সিটি ভোট পেছানোর দাবি

এবার আমরণ অনশনে আন্দোলনকারীরা

প্রতিনিধি, ঢাবি

image

গতকাল ঢাবিতে সিটি ভোট পেছানোর দাবিতে আমরণ অনশন করে শিক্ষার্থীরা-সংবাদ

সরস্বতী পূজার দিনে রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে এবার আমরণ অনশন শুরু করেছেন ঢাকা বিশ^বিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা। গতকাল দুপুর ২টার দিকে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে বিশ^বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী এই আমরণ অনশনে বসেন। শিক্ষার্থীদের অনশনে সংহতি জানিয়ে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বেশ কয়েকজন শিক্ষকও বক্তব্য রাখেন। এদিকে, কঠোর আন্দোলনের মাধ্যমে নির্বাচন কমিশনকে নির্বাচনের তারিখ পরিবর্তনে বাধ্য করবে বলে জানিয়েছে ছাত্রদল।

জানা যায়, গত মঙ্গল ও বুধবার শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন সিটি নির্বাচন পেছানোর দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। বুধবার নির্বাচন কমিশন ভবন ঘেরাও কর্মসূচি পালনকালে তারা শাহবাগে পুলিশি বাধার সম্মুখীন হন। পরে কয়েক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তারা। এরই ধারাবাহিকতায় গতকাল দুপুরে রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনে বসেন তারা। শিক্ষার্থীদের এ অনশনে সংহতি প্রকাশ করেছেন ডাকসুর সদস্য রাইসা নাসের, মাহমুদুল হাসানসহ ছাত্রলীগের বিভিন্ন হলের নেতারা।

অনশনে অংশ নেয়া জগন্নাথ হল সংসদের ভিপি উৎপল বিশ্বাস বলেন, একই সঙ্গে পূজা ও নির্বাচন হতে পারে না বলে আমরা মনে করি। তাই নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে আমরা সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলে এই অহিংস আন্দোলনে অংশ নিই। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন চলবে। নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, আপনারা বলেছেন পূজা নাকি হবে ২৯ তারিখ, নির্বাচন হবে ৩০ তারিখ। আমরা বলতে চাই, পূজা ২৯ তারিখে শুরু হলেও এর মূল আনষ্ঠানিকতা ৩০ তারিখ। তাই আমরা আপনাকে বলতে চাই, আপনি শিক্ষিত হতে পারেন, কিন্তু আপনার ন্যূনতম বিবেকবোধ নেই। সরস্বতী পূজার দিনে যারা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে তাদের পদে থাকার কোন দরকার নেই। নির্বাচনের তারিখ পরিবর্তন না করা হলে ধরে নেব এদেশে ধর্মের কোন স্বাধীনতা নেই। আর যে দেশে ধর্মের স্বাধীনতা নেই, সে দেশ অসাম্প্রদায়িক নয় বলে আমরা মনে করি।

নির্বাচনের তারিখ পরিবর্তনে ইসিকে বাধ্য করবে ছাত্রদল : খোকন

পূজার দিন ভোট ধর্মীয় অনুভূতিতে আঘাত বলে মন্তব্য করেছেন ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন। তিনি বলেন, কঠোর আন্দোলনের মাধ্যমে নির্বাচন কমিশনকে (ইসি) নির্বাচনের তারিখ পরিবর্তনে বাধ্য করবে ছাত্রদল। সরস্বতী পূজার দিনে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের দিন নির্ধারণ করার প্রতিবাদে গতকাল দুপুরে রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। খোকন বলেন, বর্তমান সরকার মুখে অসাম্প্রদায়িকতার কথা বললেও ৩০ জানুয়ারি পূজার দিন ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এর মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। এ ঘটনায় অবিলম্বে ক্ষমা চেয়ে নির্বাচনের তারিখ পরিবর্তন করতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলনের মাধ্যমে নির্বাচন কমিশনকে তারিখ পরিবর্তনে বাধ্য করবে ছাত্রদল।

এর আগে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের নেতৃত্বে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক তানজীল হাসান, ঢাবি ছাত্রদলের আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব আমানউল্লাহ আমানসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।