রাবিতে সাবেক প্রশাসনের দুর্নীতির বিচার দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিগত প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তদন্ত দাবিতে মানববন্ধন করেছে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকসমাজ। গত রোববার বেলা ১১টায় প্যারিস রোডে ফোরামটির দুইশতাধিক সদস্য এ মানববন্ধন করে। মানববন্ধনে গত প্রশাসনের সময়ে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ নিমার্ণের মাধ্যমে বঙ্গবন্ধুকে অবমাননা ও দুর্নীতি, ঢাকাস্থ অতিথি ভবন ক্রয়ে ১০ কোটি টাকা দুর্নীতিসহ সকল প্রকার দুর্নীতির তদন্ত ও বিচার দাবি করা হয়। মানববন্ধনে প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক ড. এম মজিবুর রহমান বলেন, গত প্রশাসনের সময়কালে ঢাকায় অতিথি ভবন ক্রয় প্রক্রিয়া নিয়ে কোটি কোটি টাকা দুর্নীতি করা হয়েছে। যার তদন্ত এখনও প্রক্রিয়াধীন রয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এর তদন্ত করা সম্ভব নয়। এজন্য উচ্চ পর্যায়ে তদন্ত করতে হবে।

মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০ , ১৪ মাঘ ১৪২৬, ২ জমাদিউস সানি ১৪৪১

রাবিতে সাবেক প্রশাসনের দুর্নীতির বিচার দাবি

প্রতিনিধি, রাবি (রাজশাহী)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিগত প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তদন্ত দাবিতে মানববন্ধন করেছে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকসমাজ। গত রোববার বেলা ১১টায় প্যারিস রোডে ফোরামটির দুইশতাধিক সদস্য এ মানববন্ধন করে। মানববন্ধনে গত প্রশাসনের সময়ে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ নিমার্ণের মাধ্যমে বঙ্গবন্ধুকে অবমাননা ও দুর্নীতি, ঢাকাস্থ অতিথি ভবন ক্রয়ে ১০ কোটি টাকা দুর্নীতিসহ সকল প্রকার দুর্নীতির তদন্ত ও বিচার দাবি করা হয়। মানববন্ধনে প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক ড. এম মজিবুর রহমান বলেন, গত প্রশাসনের সময়কালে ঢাকায় অতিথি ভবন ক্রয় প্রক্রিয়া নিয়ে কোটি কোটি টাকা দুর্নীতি করা হয়েছে। যার তদন্ত এখনও প্রক্রিয়াধীন রয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এর তদন্ত করা সম্ভব নয়। এজন্য উচ্চ পর্যায়ে তদন্ত করতে হবে।