সিংগাইরে আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা

গতকাল সিংগাইরের বায়রা বাজারে প্রকাশ্যে এক আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানা গেছে, উপজেলার বায়রা ইউনিয়নের জামালপুর গ্রামের মুসলেম বেপারির পুত্র ও ওয়ার্ড আওয়ামীগ নেতা রিপন হোসেন লেবুর (৪৬) সঙ্গে বায়রা বাজারের বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. হায়দার আলী গংয়ের মাটির ব্যবসা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরেই বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বায়রা বাজারে হায়দার ও তার ক্যাডার বাহিনীর সশস্ত্র সদস্যরা লেবুকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। লোকজন আহত লেবুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে নিহতের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে এখনও কেউ গ্রেফতার হয়নি।

শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২০ , ২৪ মাঘ ১৪২৬, ১২ জমাদিউল সানি ১৪৪১

সিংগাইরে আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রতিনিধি, সিংগাইর (মানিকগঞ্জ)

গতকাল সিংগাইরের বায়রা বাজারে প্রকাশ্যে এক আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানা গেছে, উপজেলার বায়রা ইউনিয়নের জামালপুর গ্রামের মুসলেম বেপারির পুত্র ও ওয়ার্ড আওয়ামীগ নেতা রিপন হোসেন লেবুর (৪৬) সঙ্গে বায়রা বাজারের বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. হায়দার আলী গংয়ের মাটির ব্যবসা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরেই বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বায়রা বাজারে হায়দার ও তার ক্যাডার বাহিনীর সশস্ত্র সদস্যরা লেবুকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। লোকজন আহত লেবুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে নিহতের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে এখনও কেউ গ্রেফতার হয়নি।