নমুনা পরীক্ষা চিকিৎসক-পুলিশসহ আরও ১৭৮ জন নতুন শনাক্ত

চট্টগ্রামে আরও ১৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় চিকিৎসক-পুলিশসহ এরমধ্যে নগরীতে ১০৩ ও জেলার বিভিন্ন উপজেলার ৭৫ জন রয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তের মোট সংখ্যা ৫ হাজার ৭৬৩ জন। মৃত্যু হয়েছে আরও ৪ জনের। তারমধ্যে নগরীতে ৩ জন ও উপজেলার ১ জন। এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ১৩১ জন। সুস্থ হয়েছেন ৫২ জন। তারমধ্যে নগরীতে ২২ জন ও জেলার বিভিন্ন উপজেলার ৩০ জন রয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট সুস্থ হয়েছেন ৫৩৭ জন। গতকাল সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, চট্টগ্রামের সরকারি চারটি ল্যাব ও বেসরকারি ইমপেরিয়াল হাসপাতাল এবং কক্সবাজার মেডিকেল কলেজে সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলাবাসীর করোনাভাইরাস (কোভিড-১৯) ৭৯৬ জনের নমুনা পরীক্ষায় ১৭৮ জনের করোনা পজিটিভ আসে। গত বুধবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৭৯ জনের নমুনা পরীক্ষায় ৪৩ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। এরমধ্যে নগরীতে ৯ ও জেলার বিভিন্ন উপজেলার ৩৪ জন রয়েছেন। এছাড়া চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৫৫ জনের নমুনা পরীক্ষায় ২৫ জনের করোনা পজিটিভ এসেছে। এরমধ্যে নগরীতে ৭ জন ও বিভিন্ন উপজেলার ১৮ জন রয়েছেন। অন্যদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৫০ জনের নমুনা পরীক্ষায় ৬৩ জনের পজিটিভ এসেছে। এরমধ্যে নগরীতে ৫৯ জন ও জেলার বিভিন্ন উপজেলার ৪ জন রয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪২ জনের নমুনা পরীক্ষায় ২১ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। এরমধ্যে নগরীর ৫ জন ও জেলার বিভিন্ন উপজেলার ১৬ জন রয়েছেন। তবে কক্সবাজার মেডিকেল কলেজ সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার ৩১ জনের নমুনা পরীক্ষায় ৩ জনের পজিটিভ এসেছে। এছাড়াও নগরীর বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ১৩৯ জনের নমুনা পরীক্ষায় ২৩ জনের পজিটিভ এসেছে। ২৩ জনই নগরীর বাসিন্দা। উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৭৫ জনের মধ্যে সাতকানিয়ার ৭, বাঁশখালীর ২, আনোয়ারার ৫, চন্দনাইশের ৩, পটিয়ার ১, বোয়ালখালীর ১৬, রাউজানের ১৭, ফটিকছড়ির ১, হাটহাজারীতে ১২ এবং সীতাকুণ্ডের ১১ জন রয়েছে বলে জানা গেছে।

আরও খবর
আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন শক্তিশালী নৌবাহিনী গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
সিলেট নগরীতে ১৯ ওয়ার্ড রেডজোনে
২৩টি কোরবানির পশুর হাট বসবে
দেশের উন্নয়নে ঈর্ষান্বিত বিএনপি নেতাদের বক্তব্য পাগলের প্রলাপ তথ্যমন্ত্রী
অ্যাডিস মশার উপদ্রব : আক্রান্ত ৩১৩ জন
দু’দিন ধরে বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত
দুর্নীতিতে জড়িতদের আইনের আওতায় আনা হবে দুদক চেয়ারম্যান
বিমানে নতুন টিকিট সেল সেন্টার চালু
গ্রেফতার বেরোবির শিক্ষক সিরাজুম মনিরা বরখাস্ত
সরকারের দেয়া দায়িত্ব পালনে সেনাবাহিনী প্রস্তুত সেনাপ্রধান
ইউনাইটেড হাসপাতালের ৪ কর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা
চৌদ্দগ্রাম এলাকায় ১২ কিলোমিটার ডাকাতদের স্বর্গরাজ্য
তিন দফতরে নতুন মহাপরিচালক

শুক্রবার, ১৯ জুন ২০২০ , ৫ আষাঢ় ১৪২৭, ২৬ শাওয়াল ১৪৪১

চট্টগ্রামে

নমুনা পরীক্ষা চিকিৎসক-পুলিশসহ আরও ১৭৮ জন নতুন শনাক্ত

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে আরও ১৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় চিকিৎসক-পুলিশসহ এরমধ্যে নগরীতে ১০৩ ও জেলার বিভিন্ন উপজেলার ৭৫ জন রয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তের মোট সংখ্যা ৫ হাজার ৭৬৩ জন। মৃত্যু হয়েছে আরও ৪ জনের। তারমধ্যে নগরীতে ৩ জন ও উপজেলার ১ জন। এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ১৩১ জন। সুস্থ হয়েছেন ৫২ জন। তারমধ্যে নগরীতে ২২ জন ও জেলার বিভিন্ন উপজেলার ৩০ জন রয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট সুস্থ হয়েছেন ৫৩৭ জন। গতকাল সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, চট্টগ্রামের সরকারি চারটি ল্যাব ও বেসরকারি ইমপেরিয়াল হাসপাতাল এবং কক্সবাজার মেডিকেল কলেজে সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলাবাসীর করোনাভাইরাস (কোভিড-১৯) ৭৯৬ জনের নমুনা পরীক্ষায় ১৭৮ জনের করোনা পজিটিভ আসে। গত বুধবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৭৯ জনের নমুনা পরীক্ষায় ৪৩ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। এরমধ্যে নগরীতে ৯ ও জেলার বিভিন্ন উপজেলার ৩৪ জন রয়েছেন। এছাড়া চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৫৫ জনের নমুনা পরীক্ষায় ২৫ জনের করোনা পজিটিভ এসেছে। এরমধ্যে নগরীতে ৭ জন ও বিভিন্ন উপজেলার ১৮ জন রয়েছেন। অন্যদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৫০ জনের নমুনা পরীক্ষায় ৬৩ জনের পজিটিভ এসেছে। এরমধ্যে নগরীতে ৫৯ জন ও জেলার বিভিন্ন উপজেলার ৪ জন রয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪২ জনের নমুনা পরীক্ষায় ২১ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। এরমধ্যে নগরীর ৫ জন ও জেলার বিভিন্ন উপজেলার ১৬ জন রয়েছেন। তবে কক্সবাজার মেডিকেল কলেজ সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার ৩১ জনের নমুনা পরীক্ষায় ৩ জনের পজিটিভ এসেছে। এছাড়াও নগরীর বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ১৩৯ জনের নমুনা পরীক্ষায় ২৩ জনের পজিটিভ এসেছে। ২৩ জনই নগরীর বাসিন্দা। উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৭৫ জনের মধ্যে সাতকানিয়ার ৭, বাঁশখালীর ২, আনোয়ারার ৫, চন্দনাইশের ৩, পটিয়ার ১, বোয়ালখালীর ১৬, রাউজানের ১৭, ফটিকছড়ির ১, হাটহাজারীতে ১২ এবং সীতাকুণ্ডের ১১ জন রয়েছে বলে জানা গেছে।