দেশে করোনায়

২৪ ঘণ্টায় আরও ৩২ জনের মৃত্যু

নতুন শনাক্ত ২১৩১

দেশে গত চব্বিশ ঘণ্টায় আরও ৩২ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তাদের মধ্যে পুরষ ২৬ জন এবং নারী ছয়জন। এরা সাবাই হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে কারোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেলেন চার হাজার ২০৫ জন।

গত চব্বিশ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন দুই হাজার ১৩১ জন। এ নিয়ে করোনাতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়ালো তিন লাখ আট হাজার ৯২৫ জন। গত ছব্বিশ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ২৭ জন। ফলে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখা দাঁড়ালো ১ লাখ ৯৮ হাজার ৮৬৩ জন।

গতকাল স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞাপিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ৯২টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ পরীক্ষা ও পরীক্ষা কার্যক্রম চলামান রয়েছে। এসব ল্যাবে গত চব্বিশ ঘণ্টায় ১১ হাজার ৪৩৮টি নমুনা সংগ্রহ এবং ১১ হাজার ৬৮৯টি নমুনা পরীক্ষা করা হয়। ফলে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ায় ১৫ লাখ ২৫ হাজার ৮১৫ তে।

শনাক্ত, সুস্থতা ও মৃত্যুর হার বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ছব্বিশ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৮ দশমিক ২৩ শতাং এবং এ পর্যন্ত মোট শনাক্তের হার ২০ দশমিক ২৫ শতাংশ। মোট রোগী শানাক্তে বিবেচনায় সুস্থতার হার ৬৪ দশমিক ৩৭ শাতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ।

প্রসঙ্গত, দেশে করোনার নমুনা পরীক্ষা শুরু হয় ২১ জানুয়ারি। আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয় গত আট মার্চ, তার ঠিক ১০ দিন পর ১৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর কথা জানায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান ( আইইডিসিআর)

রবিবার, ৩০ আগস্ট ২০২০ , ১০ মহররম ১৪৪২, ১৪ ভাদ্র ১৪২৭

দেশে করোনায়

২৪ ঘণ্টায় আরও ৩২ জনের মৃত্যু

নতুন শনাক্ত ২১৩১

নিজস্ব বার্তা পরিবেশক |

image

দেশে গত চব্বিশ ঘণ্টায় আরও ৩২ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তাদের মধ্যে পুরষ ২৬ জন এবং নারী ছয়জন। এরা সাবাই হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে কারোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেলেন চার হাজার ২০৫ জন।

গত চব্বিশ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন দুই হাজার ১৩১ জন। এ নিয়ে করোনাতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়ালো তিন লাখ আট হাজার ৯২৫ জন। গত ছব্বিশ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ২৭ জন। ফলে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখা দাঁড়ালো ১ লাখ ৯৮ হাজার ৮৬৩ জন।

গতকাল স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞাপিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ৯২টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ পরীক্ষা ও পরীক্ষা কার্যক্রম চলামান রয়েছে। এসব ল্যাবে গত চব্বিশ ঘণ্টায় ১১ হাজার ৪৩৮টি নমুনা সংগ্রহ এবং ১১ হাজার ৬৮৯টি নমুনা পরীক্ষা করা হয়। ফলে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ায় ১৫ লাখ ২৫ হাজার ৮১৫ তে।

শনাক্ত, সুস্থতা ও মৃত্যুর হার বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ছব্বিশ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৮ দশমিক ২৩ শতাং এবং এ পর্যন্ত মোট শনাক্তের হার ২০ দশমিক ২৫ শতাংশ। মোট রোগী শানাক্তে বিবেচনায় সুস্থতার হার ৬৪ দশমিক ৩৭ শাতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ।

প্রসঙ্গত, দেশে করোনার নমুনা পরীক্ষা শুরু হয় ২১ জানুয়ারি। আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয় গত আট মার্চ, তার ঠিক ১০ দিন পর ১৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর কথা জানায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান ( আইইডিসিআর)