সোমবার থেকে বিমান চলাচল শুরু

ঢাকা-দোহা আন্তর্জাতিক রুটে পুনরায় বিমান চলাচল শুরু হচ্ছে সোমবার থেকে। বাংলাদেশ থেকে ১৭টি আন্তর্জাতিক রুটের মধ্যে বর্তমানে লন্ডন, দুবাই, আবুধাবি, চীন ও কুয়ালামপুরে সরাসরি ফ্লাইট চলাচল করছে। দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে গত ২৪ মার্চ সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। পরবর্তী সময়ে ১ জুন থেকে সীমিত পরিসরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় সংস্থাটি। তখন থেকে কিছু অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে বিমান। পরে পর্যায়ক্রমে দুবাই, লন্ডন ও কুয়ালালামপুর রুটে ফ্লাইট চালু করে বিমান। সর্বশেষ আগামী ৭ সেপ্টেম্বর থেকে কাতারের দোহা আন্তর্জাতিক রুটে বিমান চলাচল শুরু হবে সংস্থাটির সূত্র জানায়।

গত বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭ সেপ্টেম্বর থেকে কাতারের দোহা রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা করবে বিমান। কাতার যেতে ইচ্ছুক প্রবাসীদের বিস্তারিত তথ্যের জন্য বিমান ওয়েবসাইট (www.biman-airlines.com) এবং সংস্থার কল সেন্টার ০১৭৭৭৭১৫৬১৩-১৬ নম্বরে ফোন অথবা নিকটস্থ বিমান সেলস সেন্টারে যোগাযোগ করতে হবে।

আরও খবর
পদ্মা সেতুর ২৫নং পিলারের কাছে শুরু হয়নি ড্রেজিং
ফেরি চলাচল ব্যাহত পারের অপেক্ষায় শত শত গাড়ি, চরম দুর্ভোগ
সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ : ফখরুল
সরবরাহ পর্যাপ্ত তবু কমছে না সবজির দাম
মানবিক পুলিশ কর্মকর্তা আশিকুর এবার এক ধর্ষিতা মায়ের পাশে
অবৈধ বিলবোর্ড ও বিজ্ঞাপন প্রচারকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে মেয়র আতিক
বরিশাল-ঢাকা নৌপথে সংক্ষিপ্ত মিয়ারচর চ্যানেল অকেজো হয়ে আছে
ঢাকা থেকে অপহৃত এক ব্যক্তি হবিগঞ্জে উদ্ধার
ভূমিখেকোর বিরুদ্ধে দাঁড়িয়ে রক্তাক্ত হলো তরুণ
রোহিঙ্গা ক্যাম্পে যুবক খুন
বাংলাদেশি দুই দালালের বিরুদ্ধে মামলা
সাংবাদিকসহ গ্রেফতার ৩
৯০ কোটি টাকার মালামাল জব্দ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২০ , ১৫ মহররম ১৪৪২, ১৯ ভাদ্র ১৪২৭

ঢাকা-দোহা

সোমবার থেকে বিমান চলাচল শুরু

নিজস্ব বার্তা পরিবেশক |

ঢাকা-দোহা আন্তর্জাতিক রুটে পুনরায় বিমান চলাচল শুরু হচ্ছে সোমবার থেকে। বাংলাদেশ থেকে ১৭টি আন্তর্জাতিক রুটের মধ্যে বর্তমানে লন্ডন, দুবাই, আবুধাবি, চীন ও কুয়ালামপুরে সরাসরি ফ্লাইট চলাচল করছে। দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে গত ২৪ মার্চ সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। পরবর্তী সময়ে ১ জুন থেকে সীমিত পরিসরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় সংস্থাটি। তখন থেকে কিছু অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে বিমান। পরে পর্যায়ক্রমে দুবাই, লন্ডন ও কুয়ালালামপুর রুটে ফ্লাইট চালু করে বিমান। সর্বশেষ আগামী ৭ সেপ্টেম্বর থেকে কাতারের দোহা আন্তর্জাতিক রুটে বিমান চলাচল শুরু হবে সংস্থাটির সূত্র জানায়।

গত বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭ সেপ্টেম্বর থেকে কাতারের দোহা রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা করবে বিমান। কাতার যেতে ইচ্ছুক প্রবাসীদের বিস্তারিত তথ্যের জন্য বিমান ওয়েবসাইট (www.biman-airlines.com) এবং সংস্থার কল সেন্টার ০১৭৭৭৭১৫৬১৩-১৬ নম্বরে ফোন অথবা নিকটস্থ বিমান সেলস সেন্টারে যোগাযোগ করতে হবে।