মহেশপুরে ভাইকে হত্যাচেষ্টা : থানায় অভিযোগ

ঝিনাইদহের মহেশপুরে জমি নিয়ে বিরোধের জের সৎ ভাইকে হত্যার চেষ্টা। গত শনিবার সকালে উপজেলার ভবনগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার ভবনগর গ্রামের আয়ুব আলীর ২য় পক্ষের ছেলে আজিম উদ্দিনকে তার সৎ ভাই আরিফ হোসেন ও তার পিতাসহ ২-৩ জন বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে গুরুতরভাবে আহত করে। আহত আজিমের মা সেলিনা বেগম জানায়, তার শাশুড়ি শিবরা খাতুন গত ৫ বছর পূর্বে ১৫ কাঠা জমি তার ছেলে আজিম উদ্দিনের নামে রেজিস্ট্রি করে দেয় ওই জমিতে আজিম চাষবাস করে আসছিল। শনিবার সকালে খেতে গেলে পরিকল্পিতভাবে তাকে হত্যার চেষ্টা করে। তাকে বিভিন্ন লাঠি সোঠা দিয়ে মারপিট করে গুরুতরভাবে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে মহেশপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মহেশপুর থানার এসআই রাকিব অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন এবং হাসপাতালে রোগী দেখে এসেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০ , ০৯ মহররম ১৪৪২, ১০ আশ্বিন ১৪২৭

মহেশপুরে ভাইকে হত্যাচেষ্টা : থানায় অভিযোগ

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের মহেশপুরে জমি নিয়ে বিরোধের জের সৎ ভাইকে হত্যার চেষ্টা। গত শনিবার সকালে উপজেলার ভবনগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার ভবনগর গ্রামের আয়ুব আলীর ২য় পক্ষের ছেলে আজিম উদ্দিনকে তার সৎ ভাই আরিফ হোসেন ও তার পিতাসহ ২-৩ জন বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে গুরুতরভাবে আহত করে। আহত আজিমের মা সেলিনা বেগম জানায়, তার শাশুড়ি শিবরা খাতুন গত ৫ বছর পূর্বে ১৫ কাঠা জমি তার ছেলে আজিম উদ্দিনের নামে রেজিস্ট্রি করে দেয় ওই জমিতে আজিম চাষবাস করে আসছিল। শনিবার সকালে খেতে গেলে পরিকল্পিতভাবে তাকে হত্যার চেষ্টা করে। তাকে বিভিন্ন লাঠি সোঠা দিয়ে মারপিট করে গুরুতরভাবে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে মহেশপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মহেশপুর থানার এসআই রাকিব অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন এবং হাসপাতালে রোগী দেখে এসেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।