নলছিটিতে মাদক ব্যবসায়ী আটক

ঝালকাঠির নলছিটিতে ইয়াবা ও গাঁজাসহ হেপী আক্তার (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার সকালে শহরের ফেরিঘাট সংলগ্ন এলাকার বাসায় মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, মাদক বিক্রেতা আনিচ সরদার, তার ছেলে শাহীন সরদার ও ছেলের স্ত্রী হেপী আক্তার ফেরিঘাট সংলগ্ন বাসায় ইয়াবা ও গাঁজা বিক্রি করেন। গোপন সংবাদের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা ওই বাসায় অভিযান চালায়। বিষয়টি টের পেয়ে মাদক সম্র্রাট আনিচ ও তার ছেলে শাহীন সরদার পালিয়ে যায়। ঘরে তল্লাশি করে ১৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় শাহীনের স্ত্রী হেপী আক্তারকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়।

সে মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ত বলে জানালে তাকে থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় নলছিটি থানায় তিনজনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০ , ০৯ মহররম ১৪৪২, ১০ আশ্বিন ১৪২৭

নলছিটিতে মাদক ব্যবসায়ী আটক

জেলা বার্তা পরিবেশক, ঝালকাঠি

ঝালকাঠির নলছিটিতে ইয়াবা ও গাঁজাসহ হেপী আক্তার (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার সকালে শহরের ফেরিঘাট সংলগ্ন এলাকার বাসায় মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, মাদক বিক্রেতা আনিচ সরদার, তার ছেলে শাহীন সরদার ও ছেলের স্ত্রী হেপী আক্তার ফেরিঘাট সংলগ্ন বাসায় ইয়াবা ও গাঁজা বিক্রি করেন। গোপন সংবাদের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা ওই বাসায় অভিযান চালায়। বিষয়টি টের পেয়ে মাদক সম্র্রাট আনিচ ও তার ছেলে শাহীন সরদার পালিয়ে যায়। ঘরে তল্লাশি করে ১৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় শাহীনের স্ত্রী হেপী আক্তারকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়।

সে মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ত বলে জানালে তাকে থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় নলছিটি থানায় তিনজনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।