চান্দিনায় পৌর আ’লীগের সভা

কুমিল্লার চান্দিনা পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চান্দিনা মহিলা ডিগ্রি কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতায় সরকারি প্রতিশ্রুতি সম্পর্কীয় সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক ডেপুটি স্পীকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি বলেন- ‘জননেত্রী শেখ হাসিনা সরকার মহামারী করোনার মধ্যেও দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন। নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে যে কোন প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব। তাই দলকে সুসংহত রাখতে হবে।’ আওয়ামী লীগের সাবেক এই অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক বলেন- ‘আওয়ামীলীগ ক্ষমতায় থাকলেই জনগণের ভাগ্যের উন্নয়ন হয়। গত এক যুগে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের কথা জনগণের নিকট তুলে ধরতে হবে।’

বর্ধিত সভায় পৌর আওয়ামী লীগ সভাপতি মো. আবদুল জালিল এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম। পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম এর সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যাপক শ্রীধর বণিক, যুগ্ম-সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টার, মহিলা সম্পাদিকা ও মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার প্রমুখ।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০ , ০৯ মহররম ১৪৪২, ১০ আশ্বিন ১৪২৭

চান্দিনায় পৌর আ’লীগের সভা

প্রতিনিধি, চান্দিনা (কুমিল্লা)

কুমিল্লার চান্দিনা পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চান্দিনা মহিলা ডিগ্রি কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতায় সরকারি প্রতিশ্রুতি সম্পর্কীয় সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক ডেপুটি স্পীকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি বলেন- ‘জননেত্রী শেখ হাসিনা সরকার মহামারী করোনার মধ্যেও দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন। নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে যে কোন প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব। তাই দলকে সুসংহত রাখতে হবে।’ আওয়ামী লীগের সাবেক এই অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক বলেন- ‘আওয়ামীলীগ ক্ষমতায় থাকলেই জনগণের ভাগ্যের উন্নয়ন হয়। গত এক যুগে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের কথা জনগণের নিকট তুলে ধরতে হবে।’

বর্ধিত সভায় পৌর আওয়ামী লীগ সভাপতি মো. আবদুল জালিল এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম। পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম এর সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যাপক শ্রীধর বণিক, যুগ্ম-সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টার, মহিলা সম্পাদিকা ও মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার প্রমুখ।