২০২১ সালের প্রথম সংসদ অধিবেশন ১৮ জানুয়ারি

চলতি একাদশ সংসদের একাদশ অধিবেশন বসছে ১৮ জানুয়ারি। ওইদিন বিকেল সাড়ে ৪টায় এই অধিবেশন বসবে। এটি ২০২১ সালের প্রথম অধিবেশন। গতকাল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অধিবেশন আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে। সংবিধানের নিয়ম অনুযায়ী অধিবেশনের প্রথম দিনই সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। পরে সংসদ সদস্যরা রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করবেন। মন্ত্রিপরিষদ এরই মধ্যে রাষ্ট্রপতির ভাষণ অনুমোদন দিয়েছে। স্পিকার শিরীন শারমিন চৌধুরী সম্প্রতি গণমাধ্যমকে বলেন, করোনাভাইরাস মহামারীর মধ্যে আমাদের তিনটি অধিবেশন করার অভিজ্ঞতা রয়েছে। বছরের শুরুর অধিবেশনও সেই অভিজ্ঞতার আলোকে আয়োজন করা হবে। চলতি বছর স্বাস্থ্যবিধি মেনে সংসদ অধিবেশন আয়োজন করা হয়। এসব অধিবেশনে সামাজিক দূরত্ব বজায় রাখতে তালিকা ও দিন নির্ধারণ করে সংসদ সদস্যদের বসানো হয়। আইনপ্রণেতাদের করোনাভাইরাস পরীক্ষাও করা হয়।

আরও খবর
প্রধানমন্ত্রী বই বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করবেন আজ
পার্বত্য অঞ্চলে সন্ত্রাসীদের ধাওয়া দিলে সীমান্তের ওপারে চলে যায়
জাতীয় প্রেসক্লাবের নির্বাচন আজ
পুলিশের উদ্যোগে চেতনায় স্বাধীনতা ভাস্কর্য উদ্বোধন
ফাইজারের টিকা নিয়েও মার্কিন নার্স করোনায় আক্রান্ত!
নারী ও শিশু নির্যাতন, হত্যা-চুরির ঘটনায় ২০ হাজার মামলা
সড়কে সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল ৪ জনের
না’গঞ্জে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে মেয়র আইভি
গণমাধ্যম রাষ্টের চতুর্থ স্তম্ভ : তথ্যমন্ত্রী
ভোট ডাকাতিতে বিএনপির রেকর্ড কেউ ভাঙতে পারেনি : কাদের
১৬ শিক্ষকসহ ১৭ জনকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল
বাম জোটের বিক্ষোভে পুলিশের বাধা

বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০ , ১৬ পৌষ ১৪২৭, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪২

২০২১ সালের প্রথম সংসদ অধিবেশন ১৮ জানুয়ারি

সংসদ বার্তা পরিবেশক

চলতি একাদশ সংসদের একাদশ অধিবেশন বসছে ১৮ জানুয়ারি। ওইদিন বিকেল সাড়ে ৪টায় এই অধিবেশন বসবে। এটি ২০২১ সালের প্রথম অধিবেশন। গতকাল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অধিবেশন আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে। সংবিধানের নিয়ম অনুযায়ী অধিবেশনের প্রথম দিনই সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। পরে সংসদ সদস্যরা রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করবেন। মন্ত্রিপরিষদ এরই মধ্যে রাষ্ট্রপতির ভাষণ অনুমোদন দিয়েছে। স্পিকার শিরীন শারমিন চৌধুরী সম্প্রতি গণমাধ্যমকে বলেন, করোনাভাইরাস মহামারীর মধ্যে আমাদের তিনটি অধিবেশন করার অভিজ্ঞতা রয়েছে। বছরের শুরুর অধিবেশনও সেই অভিজ্ঞতার আলোকে আয়োজন করা হবে। চলতি বছর স্বাস্থ্যবিধি মেনে সংসদ অধিবেশন আয়োজন করা হয়। এসব অধিবেশনে সামাজিক দূরত্ব বজায় রাখতে তালিকা ও দিন নির্ধারণ করে সংসদ সদস্যদের বসানো হয়। আইনপ্রণেতাদের করোনাভাইরাস পরীক্ষাও করা হয়।