নির্যাতিত সাংবাদিক কামালের শয্যাপাশে বিএমএসএফ নেতারা

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নেতারা গতকাল দুপুর ১২টায় সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত সাংবাদিক কামাল হোসেনকে দেখতে আসেন। প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, সহসভাপতি সাইদুর রহমান রিমন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আহাদ, এনামুল কবির সোহেল, সহ সাংগঠনিক সম্পাদক মোনালিসা মৌ, দবির নেওয়াজ, ঢাকা মহানগর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার পিন্টু।

সাংবাদিক নেতারা সন্ত্রাসীদের নির্যাতনের পুরো ঘটনার বর্ণনা শুনেন আহত সাংবাদিক কামাল হোসেনের মুখ থেকে। পরে সাংবাদিক নেতারা কামাল হোসেনের পরিবার ও তাকে সান্ত¡না দিয়ে বলেন হামলাকারী যত শক্তিশালীই হোক না কেন আইনের হাত থেকে রেহাই পাবে না। আমরা এর শেষ দেখে ছাড়ব। এর পেছনে যে বা যারা জড়িত থাকুক তদন্ত করে আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান স্থানীয় প্রশাসনের প্রতি।

রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১ , ৩১ মাঘ ১৪২৭, ৩১ জমাদিউস সানি ১৪৪২

নির্যাতিত সাংবাদিক কামালের শয্যাপাশে বিএমএসএফ নেতারা

প্রতিনিধি, সুনামগঞ্জ

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নেতারা গতকাল দুপুর ১২টায় সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত সাংবাদিক কামাল হোসেনকে দেখতে আসেন। প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, সহসভাপতি সাইদুর রহমান রিমন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আহাদ, এনামুল কবির সোহেল, সহ সাংগঠনিক সম্পাদক মোনালিসা মৌ, দবির নেওয়াজ, ঢাকা মহানগর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার পিন্টু।

সাংবাদিক নেতারা সন্ত্রাসীদের নির্যাতনের পুরো ঘটনার বর্ণনা শুনেন আহত সাংবাদিক কামাল হোসেনের মুখ থেকে। পরে সাংবাদিক নেতারা কামাল হোসেনের পরিবার ও তাকে সান্ত¡না দিয়ে বলেন হামলাকারী যত শক্তিশালীই হোক না কেন আইনের হাত থেকে রেহাই পাবে না। আমরা এর শেষ দেখে ছাড়ব। এর পেছনে যে বা যারা জড়িত থাকুক তদন্ত করে আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান স্থানীয় প্রশাসনের প্রতি।