মুন্সীগঞ্জে পদ্মায় নিখোঁজ ২ শিক্ষার্থীর দেহ উদ্ধার

মুন্সীগঞ্জের পদ্মা নদীর মাওয়া পুরনো ফেরিঘাট এলাকায় নতুন চরে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। আড়াই ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে তাদের লাশ পাওয়া যায়। তারা হলো ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকার মোহাম্মদ সিরাজের ছেলে আজাদ হোসেন বাপ্পি (১৫) ও একই এলাকার মৃত মোহাম্মদ মিনহাজের ছেলে মোহাম্মদ তামিম (১৪)। তারা শুভাঢ্যা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। গত শুক্রবার বাপ্পি ও বিকেল সাড়ে ৪টার দিকে তামিমের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। বেলা ২টায় তারা নিখোঁজ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ঢাকার কেরানীগঞ্জ থেকে ২৬ সদস্যের একটি দল পদ্মা সেতু এলাকায় ঘুরতে আসে। এ সময় তারা একটি ট্রলারযোগে নদীর কাইজ্জার চর (নতুর চর) এলাকায় গোসল করতে পানিতে নামলে দু’জন নিখোঁজ হয়। মাওয়া নৌপুলিশের ইনচার্জ কর্মকর্তা সিরাজুল কবীর জানান, সকালে কেরানীগঞ্জ থেকে ২৬ জন শিক্ষার্থী ও অভিভাবকরা মাওয়া পুরনো ফেরিঘাট এলাকা থেকে ট্রলার ভাড়া করে ঘুরতে আসেন। দুপুরের দিকে পদ্মার একটি নতুন চরে সবাই অবস্থান নেয়। সেখানে তামিম ও বাপ্পি গোসল করতে নেমে নিখোঁজ হয়।

রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১ , ৩১ মাঘ ১৪২৭, ৩১ জমাদিউস সানি ১৪৪২

মুন্সীগঞ্জে পদ্মায় নিখোঁজ ২ শিক্ষার্থীর দেহ উদ্ধার

প্রতিনিধি, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জের পদ্মা নদীর মাওয়া পুরনো ফেরিঘাট এলাকায় নতুন চরে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। আড়াই ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে তাদের লাশ পাওয়া যায়। তারা হলো ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকার মোহাম্মদ সিরাজের ছেলে আজাদ হোসেন বাপ্পি (১৫) ও একই এলাকার মৃত মোহাম্মদ মিনহাজের ছেলে মোহাম্মদ তামিম (১৪)। তারা শুভাঢ্যা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। গত শুক্রবার বাপ্পি ও বিকেল সাড়ে ৪টার দিকে তামিমের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। বেলা ২টায় তারা নিখোঁজ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ঢাকার কেরানীগঞ্জ থেকে ২৬ সদস্যের একটি দল পদ্মা সেতু এলাকায় ঘুরতে আসে। এ সময় তারা একটি ট্রলারযোগে নদীর কাইজ্জার চর (নতুর চর) এলাকায় গোসল করতে পানিতে নামলে দু’জন নিখোঁজ হয়। মাওয়া নৌপুলিশের ইনচার্জ কর্মকর্তা সিরাজুল কবীর জানান, সকালে কেরানীগঞ্জ থেকে ২৬ জন শিক্ষার্থী ও অভিভাবকরা মাওয়া পুরনো ফেরিঘাট এলাকা থেকে ট্রলার ভাড়া করে ঘুরতে আসেন। দুপুরের দিকে পদ্মার একটি নতুন চরে সবাই অবস্থান নেয়। সেখানে তামিম ও বাপ্পি গোসল করতে নেমে নিখোঁজ হয়।