গ্রামবাসী হরিণ ধরে ফিরিয়ে দিল বঙ্গবন্ধু সাফারি পার্কে

হঠাৎ কয়েকটি কুকুর ধান খেতের আইলে ঘুরতে থাকা একটি হরিণকে দেখে ধাওয়া করতে থাকে। কুকুরের ধাওয়া খেয়ে হরিণও দিল ভুঁ দৌড়। বেশ কিছুক্ষণ দৌঁড়ে এক কৃষকের বাড়ির কাছে লুকিয়ে পড়ে হরিণটি। কিছু সময় পর ফের হরিণটি কয়েকজন মানুষের সামনে পড়ে যায়। এ সময় তারা দৌঁড়াতে দৌঁড়াতে হরিণটি ধরে ফেলে। লম্বা সময় দৌঁড়ে ঢের ক্লান্ত হয়েছিল সাফারি পার্ক থেকে বের হয়ে যাওয়া একটি পুরুষ হরিণ। পরে স্থানীয়রা খবর দিলে পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান তাদের স্টাফ নিয়ে হরিণটি উদ্ধার করে পার্কে নিয়ে আসে। এমনি হরিণ ধরার ঘটনা ঘটে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের কপাটিয়াপাড়ায় গ্রামে। গ্রামটি পার্কের কাছাকাছি এলাকায় হওয়াই মানুষের হাতে ধরা পড়ে হরিণটি।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান বলেন, পার্কের ব্যতিক্রমী একটি পরিবেশ তৈরি করতে দুটি নারী ও একটি পুরুষ হরিণ (তিনটি) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পার্কের ভেতর উন্মুক্ত স্থানে ছেড়েছিলাম। যা পার্কে আসা দর্শনার্থীদের সামনে সামনে ঘুরে বেড়াত। মাঝেমধ্যেই পার্কে প্রধান প্রাচীরের বাইরেও বের হতো হরিণগুলো। আবার ঠিক সময় মতো পার্কে চলে আসত। আজও হয়ত পার্কের দেয়ালের কোন একটি অংশ দিয়ে লোকালয়ে চলে গিয়েছিল হরিণটি । পরে গ্রামবাসীর সহায়তায় সেটিকে উদ্ধার করে ফিরিয়ে আনা হয়েছে। হরিণটি ধাওয়া খাওয়ায় বেশ ক্লান্ত হয়ে পড়েছিল। পরে পার্কে এনে উপযুক্ত স্বাস্থ্যসেবা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। অন্য দুটিও পার্কের ভেতরেই অবস্থান করছিল যা বিকেলে নজরে আসে।

আরও খবর
দু’শতাধিক শিক্ষালয়ে শহীদ মিনার নেই
যমুনা থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ
বাঁশখালী বৈলছড়ি নজমুন্নেছা উচ্চ বিদ্যালয় অর্থ আত্মসাতের দায়ে প্রধান শিক্ষক বরখাস্ত
হবিগঞ্জে ২০৫ কার্যদিবসে এক হাজার মামলা নিষ্পত্তি
১১ কিমি. রাস্তায় পাল্টাচ্ছে হোগলাবুনিয়ার দৃশ্যপট
নওগাঁয় ম্যারাথন দৌঁড় প্রতিযোগ
অবহেলায় ধ্বংস হচ্ছে মিনি সুন্দরবন
নবাবগঞ্জে প্রতিমা ভাংচুর : আটক ১
পাওনা টাকার জন্য শিকলবন্দি যুবক
ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মুখরোচক খাবার তৈরি
ঢাকা-মাওয়া মহাসড়কে ডাকাতি, আহত ৪
সাবেক সভাপতির বিরুদ্ধে অভিযোগ তদন্তে প্রমাণিত
শিক্ষকের বাসায় রসিক চোর, রান্নাবান্না করে খেয়ে অতঃপর চুরি

মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১ , ৩ ফাল্গুন ১৪২৭ ৩ রজব ১৪৪২

গ্রামবাসী হরিণ ধরে ফিরিয়ে দিল বঙ্গবন্ধু সাফারি পার্কে

প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

হঠাৎ কয়েকটি কুকুর ধান খেতের আইলে ঘুরতে থাকা একটি হরিণকে দেখে ধাওয়া করতে থাকে। কুকুরের ধাওয়া খেয়ে হরিণও দিল ভুঁ দৌড়। বেশ কিছুক্ষণ দৌঁড়ে এক কৃষকের বাড়ির কাছে লুকিয়ে পড়ে হরিণটি। কিছু সময় পর ফের হরিণটি কয়েকজন মানুষের সামনে পড়ে যায়। এ সময় তারা দৌঁড়াতে দৌঁড়াতে হরিণটি ধরে ফেলে। লম্বা সময় দৌঁড়ে ঢের ক্লান্ত হয়েছিল সাফারি পার্ক থেকে বের হয়ে যাওয়া একটি পুরুষ হরিণ। পরে স্থানীয়রা খবর দিলে পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান তাদের স্টাফ নিয়ে হরিণটি উদ্ধার করে পার্কে নিয়ে আসে। এমনি হরিণ ধরার ঘটনা ঘটে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের কপাটিয়াপাড়ায় গ্রামে। গ্রামটি পার্কের কাছাকাছি এলাকায় হওয়াই মানুষের হাতে ধরা পড়ে হরিণটি।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান বলেন, পার্কের ব্যতিক্রমী একটি পরিবেশ তৈরি করতে দুটি নারী ও একটি পুরুষ হরিণ (তিনটি) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পার্কের ভেতর উন্মুক্ত স্থানে ছেড়েছিলাম। যা পার্কে আসা দর্শনার্থীদের সামনে সামনে ঘুরে বেড়াত। মাঝেমধ্যেই পার্কে প্রধান প্রাচীরের বাইরেও বের হতো হরিণগুলো। আবার ঠিক সময় মতো পার্কে চলে আসত। আজও হয়ত পার্কের দেয়ালের কোন একটি অংশ দিয়ে লোকালয়ে চলে গিয়েছিল হরিণটি । পরে গ্রামবাসীর সহায়তায় সেটিকে উদ্ধার করে ফিরিয়ে আনা হয়েছে। হরিণটি ধাওয়া খাওয়ায় বেশ ক্লান্ত হয়ে পড়েছিল। পরে পার্কে এনে উপযুক্ত স্বাস্থ্যসেবা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। অন্য দুটিও পার্কের ভেতরেই অবস্থান করছিল যা বিকেলে নজরে আসে।