ঢাকা-মাওয়া মহাসড়কে ডাকাতি, আহত ৪

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা-মাওয়া মহাসড়কের চালতিপাড়া নামক এলাকায় গত শনিবার বালুর বস্তা ফেলে মাছবাহী একটি অটোরিকশায় ডাকাতি হয়েছে। ডাকাতদলের ধারাল অস্ত্রের আঘাতে আহত হয়েছেন চালকসহ চারজন। আহতরা হলেন, শ্রীনগর উপজেলার হাসাড়া গ্রামের সুনীল রাজবংশীর ছেলে শ্যামল রাজবংশী (৪৯), একই গ্রামের নিতাই রাজবংশীর ছেলে বিজয় রাজবংশী (৪৫), সিরাজদিখান উপজেলার তাজপুর এলাকার অভি (১৬) এবং সিরাজদিখান উপজেলার গুয়াখোলা গ্রামের অটোরিক্সা চালক এরশাদ (২৮)। গুরুতর আহত অভিকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিনজন শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহত শ্যামল রাজবংশী জানান, ভোর সাড়ে ৫টার দিকে সিরাজদিখান থেকে মাছ নিয়ে হাসাড়া যাওয়ার পথে সাত থেকে আটজন মুখোশধারী ডাকাত মহাসড়কের চালতিপাড়া নামক এলাকায় বালুর বস্তা ফেলে অবরোধ করে। চালকসহ আমাদের চারজনকে আটক করে চাপাতি ও রামদার ভয় দেখিয়ে নগদ ৯ হাজার টাকা, তিনটি মুঠোফোন ও মাছসহ গাড়ি নিয়ে পালিয়ে যায়। এ সময় বাধা দেয়ায় ডাকাতরা রামদা ও চাপাতি দিয়ে আমাদের আঘাত করে।

হাসাড়া হাইওয়ে থানার ওসি মো. আফজাল ইসলাম জানান, বিষয়টি আমি ফোনে জানতে পেরেছি। তবে মামলা করতে এখন পর্যন্ত থানায় কেউ আসেনি। মহাসড়কের বিভিন্ন এলাকায় ডাকাতের উপদ্রব পুলিশ নিয়ন্ত্রণ করতে পারছে না বলে স্থানীয়দের অভিযোগ। গত তিন মাসে মহাসড়কের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া থেকে চালতি পাড়া পর্যন্ত পাঁচ কিলোমিটারের মধ্যে আটটি ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

আরও খবর
দু’শতাধিক শিক্ষালয়ে শহীদ মিনার নেই
যমুনা থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ
বাঁশখালী বৈলছড়ি নজমুন্নেছা উচ্চ বিদ্যালয় অর্থ আত্মসাতের দায়ে প্রধান শিক্ষক বরখাস্ত
হবিগঞ্জে ২০৫ কার্যদিবসে এক হাজার মামলা নিষ্পত্তি
১১ কিমি. রাস্তায় পাল্টাচ্ছে হোগলাবুনিয়ার দৃশ্যপট
নওগাঁয় ম্যারাথন দৌঁড় প্রতিযোগ
অবহেলায় ধ্বংস হচ্ছে মিনি সুন্দরবন
নবাবগঞ্জে প্রতিমা ভাংচুর : আটক ১
পাওনা টাকার জন্য শিকলবন্দি যুবক
গ্রামবাসী হরিণ ধরে ফিরিয়ে দিল বঙ্গবন্ধু সাফারি পার্কে
ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মুখরোচক খাবার তৈরি
সাবেক সভাপতির বিরুদ্ধে অভিযোগ তদন্তে প্রমাণিত
শিক্ষকের বাসায় রসিক চোর, রান্নাবান্না করে খেয়ে অতঃপর চুরি

মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১ , ৩ ফাল্গুন ১৪২৭ ৩ রজব ১৪৪২

ঢাকা-মাওয়া মহাসড়কে ডাকাতি, আহত ৪

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা-মাওয়া মহাসড়কের চালতিপাড়া নামক এলাকায় গত শনিবার বালুর বস্তা ফেলে মাছবাহী একটি অটোরিকশায় ডাকাতি হয়েছে। ডাকাতদলের ধারাল অস্ত্রের আঘাতে আহত হয়েছেন চালকসহ চারজন। আহতরা হলেন, শ্রীনগর উপজেলার হাসাড়া গ্রামের সুনীল রাজবংশীর ছেলে শ্যামল রাজবংশী (৪৯), একই গ্রামের নিতাই রাজবংশীর ছেলে বিজয় রাজবংশী (৪৫), সিরাজদিখান উপজেলার তাজপুর এলাকার অভি (১৬) এবং সিরাজদিখান উপজেলার গুয়াখোলা গ্রামের অটোরিক্সা চালক এরশাদ (২৮)। গুরুতর আহত অভিকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিনজন শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহত শ্যামল রাজবংশী জানান, ভোর সাড়ে ৫টার দিকে সিরাজদিখান থেকে মাছ নিয়ে হাসাড়া যাওয়ার পথে সাত থেকে আটজন মুখোশধারী ডাকাত মহাসড়কের চালতিপাড়া নামক এলাকায় বালুর বস্তা ফেলে অবরোধ করে। চালকসহ আমাদের চারজনকে আটক করে চাপাতি ও রামদার ভয় দেখিয়ে নগদ ৯ হাজার টাকা, তিনটি মুঠোফোন ও মাছসহ গাড়ি নিয়ে পালিয়ে যায়। এ সময় বাধা দেয়ায় ডাকাতরা রামদা ও চাপাতি দিয়ে আমাদের আঘাত করে।

হাসাড়া হাইওয়ে থানার ওসি মো. আফজাল ইসলাম জানান, বিষয়টি আমি ফোনে জানতে পেরেছি। তবে মামলা করতে এখন পর্যন্ত থানায় কেউ আসেনি। মহাসড়কের বিভিন্ন এলাকায় ডাকাতের উপদ্রব পুলিশ নিয়ন্ত্রণ করতে পারছে না বলে স্থানীয়দের অভিযোগ। গত তিন মাসে মহাসড়কের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া থেকে চালতি পাড়া পর্যন্ত পাঁচ কিলোমিটারের মধ্যে আটটি ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।