আগে চাই বাংলা ভাষার গাঁথুনি

বছর ঘুরে আবারও এসেছে ফেব্রুয়ারি; ভাষার মাস, আবেগের মাস। আমাদের প্রচলিত প্রবণতা অনুসারে ভাষা নিয়ে আলোচনা করার মাস। দুঃখজনক হলেও এটাই সত্যি, এ মাস ঘিরেই আমাদের বাংলা ভাষার মর্যাদা রক্ষা কিংবা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের যত আকুতি।

ভাষা আন্দোলনের পর প্রায় ৭০ বছর পার হয়ে গেলেও সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন করা সম্ভব হয়নি এবং শুদ্ধ বাংলা চর্চার তাগিদও নেই। এফএম রেডিও, টিভি ও মঞ্চের তরুণ উপস্থাপকরা ইংরেজি বাংলা হিন্দি মিলিয়ে এক অভিনব ভাষায় কথা বলে। মানুষ, বিশেষ করে শিক্ষার্থীরা উপস্থাপকদের কাছ থেকে অনেক কিছু শেখে। তাই তাদের ভাষা মার্জিত হওয়া উচিত।

মিশ্রভাষায় মনের ভাব প্রকাশ নয়, বাংলার প্রতি উদাসীনতা কাটিয়ে বাংলাকে ভিতরে ধারণ করতে হবে। শিক্ষা নিতে হবে বাংলা ভাষা থেকে। যেভাবে রবীন্দ্রনাথ, নজরুল কিংবা জীবনানন্দ দাশের মতো অগণিত নক্ষত্র সৃষ্টি হয়েছিল।

কাব্য সাহা

বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১ , ১১ ফাল্গুন ১৪২৭ ১১ রজব ১৪৪২

আগে চাই বাংলা ভাষার গাঁথুনি

বছর ঘুরে আবারও এসেছে ফেব্রুয়ারি; ভাষার মাস, আবেগের মাস। আমাদের প্রচলিত প্রবণতা অনুসারে ভাষা নিয়ে আলোচনা করার মাস। দুঃখজনক হলেও এটাই সত্যি, এ মাস ঘিরেই আমাদের বাংলা ভাষার মর্যাদা রক্ষা কিংবা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের যত আকুতি।

ভাষা আন্দোলনের পর প্রায় ৭০ বছর পার হয়ে গেলেও সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন করা সম্ভব হয়নি এবং শুদ্ধ বাংলা চর্চার তাগিদও নেই। এফএম রেডিও, টিভি ও মঞ্চের তরুণ উপস্থাপকরা ইংরেজি বাংলা হিন্দি মিলিয়ে এক অভিনব ভাষায় কথা বলে। মানুষ, বিশেষ করে শিক্ষার্থীরা উপস্থাপকদের কাছ থেকে অনেক কিছু শেখে। তাই তাদের ভাষা মার্জিত হওয়া উচিত।

মিশ্রভাষায় মনের ভাব প্রকাশ নয়, বাংলার প্রতি উদাসীনতা কাটিয়ে বাংলাকে ভিতরে ধারণ করতে হবে। শিক্ষা নিতে হবে বাংলা ভাষা থেকে। যেভাবে রবীন্দ্রনাথ, নজরুল কিংবা জীবনানন্দ দাশের মতো অগণিত নক্ষত্র সৃষ্টি হয়েছিল।

কাব্য সাহা